শান্তনু কর, জলপাইগুড়ি : তাঁকে হেনস্তা করা হয়েছে। অনুষ্ঠান চলাকালীন দর্শকদের উত্তেজিত করে পরিস্থিতি জটিল করার চেষ্টা চালানো হয়েছে। সংগীতশিল্পী সোমলতা আচার্যর অভিযোগের ভিত্তিতে ডুয়ার্সের ধূপগুড়ির কালীরহাট স্কুলের শিক্ষক অর্ণব সাহার বিরুদ্ধে তদন্ত শুরু করল পুলিশ। জলপাইগুড়ির পুলিশ সুপার অমিতাভ মাইতি জানান, সোমলতা সোশ্যাল মিডিয়ায় নিজের অভিযোগ জানিয়েছেন। পাশাপাশি লিখিতভাবে সেই অভিজ্ঞতার কথা জানিয়েছেন। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু হয়েছে বলে পুলিশ সুপার জানিয়েছেন। এদিকে সঙ্গীত শিল্পী সোমলতার বিরুদ্ধে পাল্টা অভিযোগ করেছেন কালীরহাট স্কুলের অবিভাবক এবং ছাত্রছাত্রীরা। তাদের অভিযোগ, নিজের ব্যর্থতা ঢাকার জন্য এই ধরনের অভিযোগ করেছেন সোমলতা।
[ মঞ্চে মদ্যপের হেনস্তার শিকার সোমলতা, ফেসবুক লাইভে সরব গায়িকা]
কালীরহাট হাইস্কুলের সুবর্ণজয়ন্তী বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশনের জন্য শুক্রবার আমন্ত্রিত ছিলেন সোমলতা আচার্য। ছাত্রছাত্রীদের অভিযোগ, অনুষ্ঠানে সাউন্ড নিয়ে ঘটনার সূত্রপাত। প্রায় পনেরো হাজার মানুষ সেদিন অনুষ্ঠান দেখতে উপস্থিত ছিলেন। কিন্তু মূল অনুষ্ঠান শুরুর পরই পিছনের দর্শক গান শুনতে পাচ্ছিলেন না।কবিতা দাস নামে এক ছাত্রী জানান, মাস্টারমশাই সবার হয়ে কথা বলতে গিয়েছিলেন। উনি তাই শিল্পীর মাইক্রোফোনটি চান। আর এতেই শিল্পী উত্তেজিত হয়ে পড়েন। আর এক ছাত্র সঞ্জয় দে’র কথায়, উনি বড় মাপের শিল্পী। কিন্তু যে ভাবে ঘটনার বিকৃত করলেন, তা বলার নয়। এই ঘটনার প্রতিবাদে কালীরহাট স্কুল থেকে সাত কিলোমিটার পায়ে হেঁটে শিল্পীর কুশ পুত্তলিকা পোড়ান ছাত্রছাত্রীরা। ধূপগুড়ি ডাকবাংলোর সামনে শিল্পীর অনুষ্ঠানের ব্যানার পোড়ানো হয়। ধূপগুড়ি থানার আইসি সুবীর কর্মকার জানান, অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে।
দেখুন ভিডিও:
The post ধূপগুড়িতে পালটা মিছিল, গায়িকা সোমলতার কুশপুতুল পোড়াল পড়ুয়ারা appeared first on Sangbad Pratidin.
