shono
Advertisement

বোরখা পরে প্রাক্তন স্ত্রীকে অপহরণের চেষ্টা, ধৃতকে গণপ্রহার গ্রামবাসীদের

উদ্ধার করল পুলিশ৷ The post বোরখা পরে প্রাক্তন স্ত্রীকে অপহরণের চেষ্টা, ধৃতকে গণপ্রহার গ্রামবাসীদের appeared first on Sangbad Pratidin.
Posted: 02:15 PM Aug 10, 2018Updated: 02:45 PM Aug 10, 2018

নন্দন দত্ত, সিউড়ি: দু’বছর আগে স্ত্রী, জারিনা বিবির সঙ্গে সম্পর্ক ভাঙে শেখ আবদুল্লার৷ এখনও সেই ভাঙনের দগদগে ঘা বোধহয় কুরে কুরে খাচ্ছিল তাকে৷ ফলে অভিনব কায়দায় স্ত্রীকে অপহরণ করার ফন্দি আঁটে সে৷ মুসলিম মহিলার সাজে, বোরখা পরে প্রাক্তন স্ত্রীকে অপহরণ করতে যায়৷ কিন্তু, বৃথা চেষ্টা৷ ধরা পড়ে গিয়ে গ্রামের লোকের গণপ্রহারের মুখে পড়তে হল আবদুল্লাকে৷ শেষে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়, উদ্ধার করে অভিযুক্তকে৷

Advertisement

[মায়ের কথা মনে পড়ে গেল, বৃদ্ধার সাহায্যার্থে এই কাজটাই করলেন পুলিশ আধিকারিক]

শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে সিউড়ি থানার অন্তর্গত আলুন্দা গ্রামে৷ জানা গিয়েছে, সাঁইথিয়া থেকে সিউড়ি আসার জন্য রাস্তার ধারে গাড়ির অপেক্ষায় দাঁড়িয়েছিলেন জারিনা বিবি৷ তখনই তাঁর সামনে একটি গাড়ি এসে দাঁড়ায়৷ তিনি দেখেন গাড়ির ভিতরে বোরখা পরে একজন মহিলা বসে রয়েছে৷ ড্রাইভার তাঁকে বলে, বোরখা পরা ওই মহিলা কথা বলতে পারেন না, কানেও শুনতে পান না এবং তাঁরা সিউড়ির উদ্দেশ্যে যাচ্ছে৷ পুলিশকে দেওয়া বয়ানে জারিনা বিবি জানান, এরপর তারা সিউড়ির উদ্দেশ্যে যেতে থাকে৷ কিন্তু হঠাৎই, পথ পালটে গাড়িটি একটি গুদামের মধ্যে ঢুকে যায়৷ সন্দেহ হয় তাঁর৷ চিৎকার করেন তিনি৷

জানা গিয়েছে, জারিনা বিবির চিৎকারেই গুদামের আশপাশে লোক জমে যায়৷ বেগতিক বুঝে চম্পট দেয় গাড়ির চালক৷ পালাতে গিয়ে ধরা পড়ে যায় ওই বোরখা পরা মহিলা৷ প্রকাশ্যে আসে আসল সত্য৷ সকলে দেখেন বোরখার আড়ালে ছদ্মবেশে নিয়েছে জারিনা বিবির প্রথম স্বামী শেখ আবদুল্লা৷ অভিযুক্তকে ধরে সেখানেই গণপ্রহার দিতে থাকেন গ্রামের লোকেরা৷ পরে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় এবং অভিযুক্তকে নিজেদের হেফাজতে নেয়৷ ইতিমধ্যেই তার বিরুদ্ধে, অপহরণের ধারায় মামলা দায়ের করা হয়েছে৷ ওই গাড়ির ড্রাইভারের খোঁজ চালাচ্ছে পুলিশ৷

[মেয়ের জন্মদিনে পথশিশুদের ভূরিভোজ দম্পতির, বর্ধমানে মানবিক ছবি]

প্রসঙ্গত, দু’বছর আগে এই জারিনা বিবির সঙ্গেই বিয়ে হয় সেখ আবদুল্লার৷ কিন্তু সেই সম্পর্ক স্থায়ী হয়নি৷ অভিযোগ, জারিনা বিবির কয়েকটি অশ্লীল ছবি সোশ্যাল মিডিয়ায় দিয়ে দেয় অভিযুক্ত৷ এরপর গ্রামের সালিশি সভার রায়ে বিবাহ বিচ্ছেদ হয় তাদের৷ অনুমান, সেই ঘটনার প্রতিশোধ নিতেই প্রথম স্ত্রীকে অপহরণের ছক কষে আবদুল্লা৷ অপহরণের পন্থা হিসাবে বেছে নেয় বোরখাকে৷

ছবি: বাসুদেব ঘোষ

The post বোরখা পরে প্রাক্তন স্ত্রীকে অপহরণের চেষ্টা, ধৃতকে গণপ্রহার গ্রামবাসীদের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement