shono
Advertisement

ঘূর্ণাবর্তের জেরে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝোড়ো বৃষ্টির পূর্বাভাস, জানাল হাওয়া অফিস

রবিবার থেকে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা। The post ঘূর্ণাবর্তের জেরে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝোড়ো বৃষ্টির পূর্বাভাস, জানাল হাওয়া অফিস appeared first on Sangbad Pratidin.
Posted: 02:08 PM May 01, 2020Updated: 02:11 PM May 01, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুক্রবার থেকেই দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির পূর্বাভাস। আন্দামানে সাগরে আজই তৈরি হতে পারে নিম্নচাপ। ৪৮ ঘন্টায় সেটা পরিণত হতে পারে গভীর নিম্নচাপে। পরবর্তীতে তা শক্তি বাড়িয়ে অতি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার প্রবল সম্ভাবনা। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, নিম্নচাপের অভিমুখ মায়ানমার উপকূলের দিকে। আগামীকাল থেকে দক্ষিণবঙ্গে বাড়তে পারে বৃষ্টির পরিমাণ।

Advertisement

সকাল থেকেই মেঘলা ছিল আকাশ। রোদ উঠলেও বৃহস্পতিবার রাত থেকে বা শুক্রবার সকাল থেকে বৃষ্টির সম্ভাবনার কথা আগেই জানিয়েছিল হাওয়া অফিস। আন্দামান সাগরে আজই তৈরি হতে পারে নিম্নচাপ। ৪৮ ঘন্টায় সেটা গভীর থেকে অতি গভীর নিম্নচাপে পরিণত হবে বলে জান যায়। প্রথমে এই নিম্নচাপ উত্তর ও উত্তর-পশ্চিম দিক পরে উত্তর-পূর্ব দিকে সরে যাবে। পরে বাংলাদেশ ও মায়ানমার উপকূলে সরে যাবে। এর ফলে উত্তরবঙ্গেও বাড়তে পারে বৃষ্টির পরিমাণ। তবে শনিবার রাতের পর থেকে বা রবিবার সকালে মেঘমুক্ত হবে আকাশ। আজ সকাল থেকেই বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় বজায় ছিল আর্দ্রতাজনিত অস্বস্তি। বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্ত থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানায় হাওয়া অফিস।  আলিপুর সূত্রে খবর, বাংলাদেশ লাগোয়া এলাকায় একটি ঘূর্ণাবর্তের জেরেই দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টি হচ্ছে বলে জানিয়েছে হাওয়া অফিস। উত্তর বঙ্গোপসাগরে তৈরি হয়েছে এই ঘূর্ণাবর্ত। সেটা শক্তিশালী হলে বৃষ্টি এবং দমকা হাওয়ার দাপট বাড়বে বলেই মত আবহবিদদের। সেক্ষেত্রে ঝড়বৃষ্টি আরও কিছুদিন চলতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে একটানা বৃষ্টির বদলে বিক্ষিপ্ত বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। কোথাও তীব্রতা বেশি, কোথাও বা কম। ঝড়বৃষ্টির স্থায়িত্বও বেশিক্ষণ হবে না বলে জানিয়েছে আবহাওয়া দফতর। মূলত উত্তরবঙ্গোপসাগরে অবস্থান করছে একটি ঘূর্ণাবর্ত। আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে ছত্রিশগড় এলাকায়। এর প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয়বাষ্প ঢুকছে রাজ্যে। তার ফলেই ঝড়বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়।

[আরও পড়ুন:আরজি কর হাসপাতালের ছাদ থেকে মরণঝাঁপ মহিলা চিকিৎসকের]

শুক্রবার দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে আর সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে বলে জানিয়েছে আলিপুর। এছাড়াও সারাদিনই আংশিক মেঘলা থাকবে আকাশ। আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ১ ডিগ্রি কম। আর সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ১ ডিগ্রি কম। বাতাসে আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৮৯ শতাংশ এবং সর্বনিম্ন ৫৩ শতাংশ।

[আরও পড়ুন:ফের ফুটপাথে রোগীকে ফেলে পালানোর চেষ্টা, অ্যাম্বুল্যান্স ঘিরে গন্ডগোল]

The post ঘূর্ণাবর্তের জেরে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝোড়ো বৃষ্টির পূর্বাভাস, জানাল হাওয়া অফিস appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement