shono
Advertisement

বেআইনি দোকান দেখে মেজাজ হারালেন গৌতম দেব, ব্যবসায়ী সমিতি-এসজেডিএকে ভর্ৎসনা

মন্ত্রীর দোকান ভাঙার নির্দেশকে চ্যালেঞ্জ ব্যবসায়ী সমিতির৷ The post বেআইনি দোকান দেখে মেজাজ হারালেন গৌতম দেব, ব্যবসায়ী সমিতি-এসজেডিএকে ভর্ৎসনা appeared first on Sangbad Pratidin.
Posted: 03:33 PM Jul 13, 2019Updated: 03:33 PM Jul 13, 2019

সংগ্রাম সিংহরায়, শিলিগুড়ি: নিয়ম বহির্ভূতভাবে শিলিগুড়ির বিধান মার্কেটে দোকান তৈরির প্রতিবাদে সরব হলেন পর্যটন মন্ত্রী গৌতম দেব। ইতিমধ্যেই তিনি পুলিশ কমিশনারকে নির্দেশে দিয়েছেন, যাতে যথোপযুক্ত ব্যবস্থা নিয়ে অবিলম্বে ভেঙে দেওয়া হয় দোকানগুলি। তবে মন্ত্রীর নির্দেশ মানতে নারাজ ব্যবসায়ী সমিতির সদস্যরা। গৌতম দেবকে পালটা হুঁশিয়ারি দিয়ে দোকান বন্ধ রেখে পথে নেমেছেন তাঁরা।

Advertisement

            [আরও পড়ুন: ছেলেধরা সন্দেহে গণপিটুনি, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের লাঠিচার্জ-কাঁদানে গ্যাস]

সপ্তাহ দুয়েক আগে আগুন লাগে শিলিগুড়ির বিধান মার্কেটে। পুড়ে ছাই হয়ে যায় কাঠের তৈরি ৭ টি দোকান। তড়িঘড়ি শিলিগুড়ি-জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথিরিটির তরফে সেখানে পাকা দোকানও তৈরি করে দেওয়া হয়। শনিবার সকালে সেই দোকানঘর পরিদর্শনে যান পর্যটন মন্ত্রী গৌতম দেব। তিনি দেখেন, ৭ টি দোকানের পরিবর্তে ওই জায়গায় ২০টি দোকান তৈরি করা হয়েছে। এমনকী দোকানগুলির উপরে ব্যবসায়ী সমিতির একটি কার্যালয়ও তৈরি করা হয়েছে।

এসব জেনেই ক্ষুব্ধ হন পর্যটন মন্ত্রী। তাঁর দাবি, এই নির্মাণ বেআইনি। ব্যবসায়ী সমিতির সদস্যরা ভুল বুঝিয়ে শিলিগুড়ি-জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটিকে  দিয়ে বেআইনি নির্মাণ করিয়েছেন। এরপর ঘটনাস্থল থেকেই পুলিশ কমিশনারের সঙ্গে যোগাযোগ করেন গৌতম দেব। নির্দেশ দেন, দ্রুত ওই দোকানগুলি ভেঙে ফেলার৷

এরপরই মন্ত্রীর নির্দেশের বিরোধিতায় পথে নামেন ব্যবসায়ীরা। বিধান মার্কেটের সমস্ত দোকান বন্ধ করে বিক্ষোভ দেখান তাঁরা। জানান, কোনওভাবেই ওই দোকান ভাঙা যাবে না। কার্যত পর্যটন মন্ত্রীকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেন তাঁরা। প্রকাশ্যে বলেন, “মন্ত্রী এর আগেও একাধিকবার দোকান উচ্ছেদের কথা বলেছিলেন, কিন্তু কিছু করতে পারেননি। এবারও কিছুই করতে পারবেন না তিনি।” তবে বেশি দোকান তৈরির পিছনে ব্যবসায়ী সমিতির কার্যকরী সদস্য বাপি সাহার যুক্তি, বিধান মার্কেটের সব দোকানগুলির অবস্থাই খুব খারাপ ছিল। যে কোনও মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারত, সেই কারণেই নতুন করে দোকানগুলি তৈরি করা হয়েছে। 

[আরও পড়ুন: সম্পর্কে টানাপোড়েনের জের, প্রেমিকাকে খুনের পর আত্মহত্যার চেষ্টা যুবকের]

The post বেআইনি দোকান দেখে মেজাজ হারালেন গৌতম দেব, ব্যবসায়ী সমিতি-এসজেডিএকে ভর্ৎসনা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement