shono
Advertisement

তৃণমূল কার্যালয়ে ভাঙচুরের অভিযোগে ফের উত্তপ্ত কাঁকিনাড়া, কাঠগড়ায় বিজেপি

বেশ কয়েকটি তাজা বোমা উদ্ধার। The post তৃণমূল কার্যালয়ে ভাঙচুরের অভিযোগে ফের উত্তপ্ত কাঁকিনাড়া, কাঠগড়ায় বিজেপি appeared first on Sangbad Pratidin.
Posted: 01:08 PM May 25, 2019Updated: 01:08 PM May 25, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পরও উত্তপ্ত কাঁকিনাড়া৷ তৃণমূলের কার্যালয় ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে৷ উদ্ধার হয়েছে বেশ কয়েকটি তাজা বোমা৷ ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়৷ যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে বিজেপি৷ এটা শাসকদলের গোষ্ঠীকোন্দলের ফল বলে পালটা দাবি গেরুয়া শিবিরের৷

Advertisement

[ আরও পড়ুন: ডিম চাওয়ার ‘অপরাধ’, শিশুর গায়ে গরম খিচুড়ি ঢালল অঙ্গনওয়াড়ি কর্মী ]

ঘটনার সূত্রপাত শুক্রবার রাতে৷ অভিযোগ, জগদ্দল থানার অন্তর্গত নারায়ণপুরে তৃণমূলে ওই দলীয় কার্যালয়টি দখল করতে আসে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা৷ ভাঙচুর চালানো হয় কার্যালয়ে৷ তৃণমূলের সাইনবোর্ড খুলে দেওয়ার চেষ্টা করা হয়৷ সকালে উঠে লণ্ডভণ্ড অবস্থায় কার্যালয়টিকে দেখতে পান স্থানীয়রা৷ এলাকায় উত্তেজনা ছড়ায়৷ সূত্রের খবর, এরপরই ঘটনাস্থলে আসে পুলিশ৷ তদন্ত শুরু করে তারা৷ এলাকায় পুলিশি টহলদারির সময় উদ্ধার হয় বেশ কয়েকটি তাজা বোমা৷ ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক দানা বেঁধেছে এলাকার মানুষের মধ্যে৷ কবে এই পরিস্থিতি থেকে মুক্তি মিলবে, এখন সেই প্রশ্নই মুখে মুখে ঘুরছে স্থানীয়দের৷

[ আরও পড়ুন: মমতার আন্দোলনের সিঙ্গুরেই ফুটল পদ্মফুল, ধাক্কা তৃণমূলের ]

উল্লেখ্য, ভাটপাড়া বিধানসভার উপনির্বাচনকে কেন্দ্র করে কয়েকদিন আগে উত্তপ্ত হয়ে ওঠে কাঁকিনাড়া৷ সংঘর্ষের জেরে কাঁকিনাড়ার পানপুর মোড় ও জগদ্দলের বাসুদেবপুর মোড়ে কল্যাণী এক্সপ্রেসওয়ে অবরোধ করেন বিজেপি সমর্থকরা। তৃণমূল কংগ্রেস ও বিজেপি, দুই দলের বিরুদ্ধেই ওঠে বোমাবাজি ও গুলি চালানোর অভিযোগ। এলাকায় মোতায়েন হয় ব়্যাফ। এদিকে, এই ঘটনার জেরে এলাকায় ১৪৪ ধারা জারি করে নির্বাচন কমিশন৷ এমনকী, ভোটগ্রহণ প্রক্রিয়া মিটে যাওয়ার পরেও উত্তপ্ত থাকে কাঁকিনাড়া৷ সম্প্রতি স্টেশনে দাঁড়িয়ে থাকা ডাউন নৈহাটি লোকাল লক্ষ্য করে বোমা ছোঁড়ে দুষ্কৃতীরা৷ গুরুতর জখম হন ১৫ জন যাত্রী৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে নামে পুলিশ ও রেল পুলিশ৷ এলাকার পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে৷ ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়ায় কাঁকিনাড়া স্টেশন চত্বরে৷

The post তৃণমূল কার্যালয়ে ভাঙচুরের অভিযোগে ফের উত্তপ্ত কাঁকিনাড়া, কাঠগড়ায় বিজেপি appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement