shono
Advertisement
SIR

কমিশনের ওয়েবসাইটে ভুল নাম বাবার! 'SIR আতঙ্কে' মালদহে মৃত্যু তৃণমূল কর্মীর

তৃণমূল কংগ্রেস নেতৃত্ব ফের নিশানা করেছেন নির্বাচন কমিশনকে।
Published By: Suhrid DasPosted: 10:21 AM Dec 13, 2025Updated: 10:28 AM Dec 13, 2025

বাবুল হক, মালদহ: নির্বাচন কমিশনের ওয়েবসাইটে বাবার নাম ভুল! সংশোধন কীভাবে হবে, তাই নিয়ে বিডিও অফিসে গিয়েও কোনও সুরাহা হয়নি বলে অভিযোগ। ফলে দুশ্চিন্তায় ছিলেন ছেলে। এসআইআর আতঙ্কে ফের রাজ্যে মৃত্যু! মালদহে এক তৃণমূল কংগ্রেস কর্মীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ। মৃতের নাম বরকত শেখ। ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোড়। তৃণমূল কংগ্রেস নেতৃত্ব ফের নিশানা করেছেন নির্বাচন কমিশনকে।

Advertisement

বছর ৩২-এর তৃণমূল কর্মী বরকত শেখের বাড়ি বৈষ্ণবনগর থানার অন্তর্গত কালিয়াচক-৩ নম্বর ব্লকের চকসেহেরদি গ্রামে। তাঁর বাবার নাম রহুল শেখ। অভিযোগ, নির্বাচন কমিশনের ওয়েবসাইটে দেখা যায় রশুল শেখের জায়গায় কেবল 'শেখ' রয়েছে। বাবা-মায়ের নাম ভুল এলে এসআইআরের ফর্মে সমস্যা দেখা দেবে। এই কথা আগেই শোনা গিয়েছে। ফলে বাবার নাম ভুল আসায় দুশ্চিন্তা গ্রাস করেছিল ছেলেকে। কীভাবে এই নাম সংশোধন হবে, তাই নিয়ে বিভিন্ন জায়গায় যেতেও শুরু করেছিলেন তিনি। বিডিও অফিসে গিয়েও এই বিষয়ে কোনও সুরাহা হয়নি বলে পরিবারের তরফে অভিযোগ।

গতকাল, শুক্রবার বিডিও অফিসে গিয়েছিলেন ওই যুবক। কোনও আশাব্যঞ্জক কথা সেখান থেকে তিনি পাননি বলে অভিযোগ। নাম সংশোধন কীভাবে হবে, পরিবার কোনও সমস্যায় পড়বে না তো! সেই বিষয়ে উদ্বেগ ছড়িয়েছিল তাঁর। জানা গিয়েছে, বিডিও অফিস থেকে বেরিয়েই তিনি মাটিয়ে লুটিয়ে পড়েছিলেন। দ্রুত তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। হৃদরোগে আক্রান্ত হয়েই তিনি মারা গিয়েছেন, এমনই প্রাথমিক মত চিকিৎসকের। ঘটনা জানাজানি হতেই ক্ষোভ ছড়ায় স্থানীয় তৃণমূল নেতা-কর্মীদের মধ্যে।

স্থানীয় বিধায়ক চন্দনা সরকার ঘটনাস্থলে পৌঁছে প্রতিবাদ জানিয়েছেন। ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট ব্লকের বিডিও অফিস চত্বর উত্তেজনা তৈরি হয়। নির্বাচন কমিশন ও কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে কড়া সমালোচনা করেন মালদহের জেলা তৃণমূল সভাপতি তথা মালতিপুরের বিধায়ক আবদুর রহিম বক্সি। মৃত্যুর ঘটনায় শোকের ছায়া এলাকায়। কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • নির্বাচন কমিশনের ওয়েবসাইটে বাবার নাম ভুল!
  • সংশোধন কীভাবে হবে, তাই নিয়ে বিডিও অফিসে গিয়েও কোনও সুরাহা হয়নি বলে অভিযোগ।
  • ফলে দুশ্চিন্তায় ছিলেন ছেলে। এসআইআর আতঙ্কে ফের রাজ্যে মৃত্যু!
Advertisement