shono
Advertisement

বিরোধীদের নিয়ে ভাবছেন না, মনোনয়ন পেশ করে আরও আত্মবিশ্বাসী নুসরত

জয় নিয়ে ১০০ শতাংশ আশাবাদী তৃণমূলের তারকা প্রার্থী৷ The post বিরোধীদের নিয়ে ভাবছেন না, মনোনয়ন পেশ করে আরও আত্মবিশ্বাসী নুসরত appeared first on Sangbad Pratidin.
Posted: 05:04 PM Apr 22, 2019Updated: 05:43 PM Apr 22, 2019

ব্রতদীপ ভট্টাচার্য, বারাসত: অভিনয়ই তাঁর জগৎ৷ সদ্যই কেরিয়ারের নয়া ইনিংস শুরু হয়েছে৷ ভোট বৈতরণী পেরোতে তাই ভরসা জনসংযোগ৷ প্রতিদিন সভা-মিছিল করেই সময় কাটছে তাঁর৷ কিন্তু সোমবার সকালটা এক্কেবারে অন্যরকমভাবে শুরু করলেন নুসরত জাহান৷ আজ আর প্রচারের ব্যস্ততা নেই৷ পরিবর্তে বারাসতে এডিএম (ডেভেলপমেন্ট)-এর কাছে গিয়ে মনোনয়ন জমা দিলেন তিনি৷ সঙ্গে ছিলেন তাঁর বাবা এবং মা৷

Advertisement

[ আরও পড়ুন: দাসপুরের ভাড়া বাড়িতে ফের সিআইডি-র জেরার মুখে ভারতী ঘোষ]

বারাসতে জেলাপরিষদ ভবনের পাশেই আদালত৷ প্রতিদিন হাজারও মানুষ ভিড় জমান সেখানে৷ তার উপর আবার সপ্তাহের প্রথম কর্মব্যস্ত দিন বলে কথা৷ সেই সময় জেলাপরিষদ ভবনে ঢোকেন তৃণমূলের তারকা প্রার্থী নুসরত জাহান৷ সঙ্গে ছিলেন তাঁর বাবা-মা৷ এডিএম (ডেভেলপমেন্ট)-এর হাতে মনোনয়নপত্র জমা দেন তৃণমূল প্রার্থী৷ তারকা মনোনয়নপত্র জমা দিতে এসেছেন আর সাধারণ মানুষ ভিড় জমাবেন না, তা হতেই পারে না৷ সবুজ-সোনালি রঙের শাড়িতে এদিন বেশ মোহময়ী টলিউডের বিখ্যাত অভিনেত্রীকে৷ তাঁকে দেখার জন্য এডিএমের দপ্তরের বাইরে তখন ভিড় উপচে পড়ছে৷ এডিএমের দপ্তর থেকে বেরিয়ে সকলের উদ্দেশ্যে হাত নাড়ান নুসরত৷ হাসি মুখে হাতজোড় করে সকলের থেকে আশীর্বাদ নেন তিনি৷ বসিরহাট থেকে লোকসভা নির্বাচনে তিনি যে জিতবেনই, সে বিষয়ে আত্মপ্রত্যয়ের সুর নুসরতের গলায়৷

[ আরও পড়ুন: গাড়ি থেকে নেমে নাচ রূপার, মালদহে বিজেপি প্রার্থীর প্রচারে চমক]

সিনে দুনিয়ায় দিব্যি পাকাপোক্ত জায়গা করে ফেলেছেন নুসরত জাহান৷ অভিনয়ের পাশাপাশি রাজ্যেক শাসকদলের সঙ্গে বেশ ঘনিষ্ঠতা হয় তাঁর৷ তৃণমূলের বিভিন্ন সভা তো বটেই, কর্মসূচিতেও তাঁকে দেখা গিয়েছে৷ ক্রমশই তৃণমূল সুপ্রিমোর স্নেহের পাত্রী হয়ে উঠছিলেন তিনি৷ তাই দলের সিদ্ধান্তে লোকসভা নির্বাচনে তাঁকে প্রার্থী করার সিদ্ধান্ত নেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ যদিও বিরোধীদের অভিযোগ, নুসরত অভিনেত্রীর ইমেজকে হাতিয়ার করেই নাকি এবার লোকসভা নির্বাচনে এই আসনটি নিজেদের দখলে রাখতে চাইছে তৃণমূল৷ যদিও সেই অভিযোগকে পাত্তা দিতে নারাজ ঘাসফুল শিবির৷ পরিবর্তে সকলের জন্য নুসরত কাজ করবে এই আশা থেকেই অভিনেত্রীকে প্রার্থী করা হয়েছে বলেই জানান স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়৷ আগামী ১৯ মে এই আসনে ভোটাভুটি৷ এই লোকসভা কেন্দ্রে এবার লড়াই মূলত ত্রিমুখী৷ বিজেপির সায়ন্তন বসু অন্যদিকে সিপিআই-এর পল্লব সেনগুপ্তর বিরুদ্ধে তৃণমূলের হয়ে লড়ছেন নুসরত৷ এই কেন্দ্র থেকে কোন প্রার্থী শেষ হাসি হাসবেন, তা জানা যাবে আগামী ২৩ মে৷

The post বিরোধীদের নিয়ে ভাবছেন না, মনোনয়ন পেশ করে আরও আত্মবিশ্বাসী নুসরত appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement