shono
Advertisement
Sonarpur

সিনিয়র দাদার মাথা টিপছেন ছাত্রী! সোনারপুর কলেজের 'দাদাগিরি'র ভিডিও ঘিরে শোরগোল

কী সাফাই ওই যুবকের?
Published By: Tiyasha SarkarPosted: 05:38 PM Jul 08, 2025Updated: 05:54 PM Jul 08, 2025

দেবব্রত মণ্ডল, বারুইপুর: কলেজের দাদার মাথা টিপছেন ছাত্রী! সোশাল মিডিয়ায় ভাইরাল সোনারপুর কলেজের ভিডিও। যা ঘিরে প্রবল শোরগোল। যদিও তৃণমূল নেতা ওই যুবকের দাবি, ভিডিওটি ভুয়ো।

Advertisement

কসবা কাণ্ডের পর থেকে একাধিক কলেজে ইউনিয়নের দাদাদের দাদাগিরির ছবি প্রকাশ্যে এসেছে। সেই তালিকায় এবার জুড়ল সোনারপুর মহাবিদ্যালয়ের নাম। সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও। সেখানে দেখা যাচ্ছে, এক ছাত্রী এক সিনিয়র 'দাদা'র চুল টানছেন, মাথা টিপে দিচ্ছেন। ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই শোরগোল এলাকায়। জানা গিয়েছে, ভিডিওতে যে যুবককে দেখা যাচ্ছে, তাঁর নাম প্রতীককুমার দে। তিনি ওই কলেজের ছাত্র পরিষদের কো-অর্ডিনেটর। শুধু তাই নয়, রাজপুর টাউন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি এবং সোনারপুর দক্ষিণ বিধানসভা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি। কিন্তু তিনি ওই কলেজের ছাত্রই নন।

এবিষয়ে অভিযুক্ত ওই ছাত্র নেতা বলেন, "আমার ভিডিও এডিট করে দেখানো হয়েছে। ভুল তথ্য পরিবেশন করা হচ্ছে আমার সম্পর্কে। বিকৃত করা হয়েছে ছবি। আমাকে ফাঁসানোর জন্য এই কাজ করা হয়েছে।" প্রসঙ্গত, প্রতীক নামে এই যুবক বারুইপুর কলেজে পড়তেন। তাঁকে কীভাবে সোনারপুর কলেজের ছাত্র পরিষদের কো-অর্ডিনেটর করে দেওয়া হল তা নিয়ে উঠেছে প্রশ্ন। দলেরই একাংশ এবং স্থানীয় বাসিন্দারা বলছেন সোনারপুর দক্ষিণের বিধায়ক লাভলি মৈত্রর ঘনিষ্ঠ প্রতীক। সেই কারণেই নাকি তাঁকে ওই কলেজের কো-অর্ডিনেটর করা হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • কলেজের দাদার মাথা টিপছেন ছাত্রী! সোশাল মিডিয়ায় ভাইরাল সোনারপুর কলেজের ভিডিও।
  • যা ঘিরে প্রবল শোরগোল। যদি তৃণমূল নেতা ওই যুবকের দাবি, ভিডিওটি ভুয়ো।
Advertisement