shono
Advertisement
heat wave

জেলায়-জেলায় তাপপ্রবাহ পরিস্থিতি, পড়ুয়াদের কথা মাথায় রেখে আগামী দু'দিন বন্ধ রাজ্যের স্কুল

পার্বত্য এলাকার স্কুলগুলিকে ছা়ড় দেওয়া হয়েছে।
Published By: Paramita PaulPosted: 10:51 AM Jun 12, 2025Updated: 10:59 AM Jun 12, 2025

ধীমান রক্ষিত: বৃষ্টির দেখা নেই! চড়চড়িয়ে চড়ছে তাপমাত্রার পারদ। জেলায়-জেলায় তাপপ্রবাহ পরিস্থিতি। এমন অবস্থায় রাজ্যের স্কুল পড়ুয়াদের কথা মাথায় রেখে মানবিক সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। আগামী দু'দিন, শুক্র এবং শনিবার বন্ধ থাকবে রাজ্যের সমস্ত সরকারি ও সরকার পোষিত প্রাথমিক, উচ্চ প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, শিক্ষা প্রতিষ্ঠান। তবে পার্বত্য এলাকার স্কুলগুলিকে ছা়ড় দেওয়া হয়েছে। বৃহস্পতিবার এক্স হ্যান্ডেলে একথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। 

Advertisement

শিক্ষামন্ত্রী লিখেছেন, ' কিছু জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি রয়েছে বলে জানা গেছে। তাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ১৩.০৬.২৫ এবং ১৪.০৬.২৫ তারিখে রাজ্যের (পার্বত্য এলাকা ব্যতীত) সমস্ত সরকারি ও সরকার পোষিত প্রাথমিক, উচ্চ প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, শিক্ষা প্রতিষ্ঠানে শিখন কার্যক্রম স্থগিত রাখা হবে। সংশ্লিষ্ট বোর্ড ও সংসদ কর্তৃপক্ষকে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।'

 

প্রসঙ্গত, তীব্র গরমের জন্য রাজ্য সরকারের অধীনে থাকা স্কুলগুলিতে ৩০ এপ্রিল থেকে ছুটি দেওয়া হয়েছিল। প্রাইমারি থেকে দ্বাদশ শ্রেণি প্রতিটি শ্রেণিরই ছুটি রয়েছে। তবে সেই সময় জানানো হয়নি, ফের কবে স্কুল খোলা হবে। শুধু বলা হয়েছিল, পরবর্তী নির্দেশিকা জারি না হওয়া পর্যন্ত স্কুলগুলিতে ছুটি থাকবে। লম্বা গ্রীষ্মকালীন ছুটির পর  ২জুন খোলে স্কুল। কিন্তু তারপরই ফের অসহ্য গরম পড়ে। আবহাওয়া দপ্তর বলছে, আগামী দু'দিন একাধিক জেলায় দাবদাহ চলবে। তাই পড়ুয়াদের কথা মাথায় রেখে আগামী শুক্র এবং শনিবার স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বৃষ্টির দেখা নেই! চড়চড়িয়ে চড়ছে তাপমাত্রার পারদ।
  • আগামী দু'দিন, শুক্র এবং শনিবার বন্ধ থাকবে রাজ্যের সমস্ত সরকারি ও সরকার পোষিত প্রাথমিক, উচ্চ প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, শিক্ষা প্রতিষ্ঠান।
  • পার্বত্য এলাকার স্কুলগুলিকে ছা়ড় দেওয়া হয়েছে।
Advertisement