shono
Advertisement

শিকেয় পঠনপাঠন, স্কুলেই বসল অশিক্ষক কর্মীর ছেলের বিয়ের আসর

অভিযোগ পেয়ে তদন্তের নির্দেশ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের। The post শিকেয় পঠনপাঠন, স্কুলেই বসল অশিক্ষক কর্মীর ছেলের বিয়ের আসর appeared first on Sangbad Pratidin.
Posted: 06:43 PM Dec 17, 2018Updated: 06:43 PM Dec 17, 2018

অরিজিৎ গুপ্ত, হাওড়া সদর: স্কুলের মাঠেই বাঁধা হয়েছে প্যান্ডেল৷ গেটে লেখা শুভ বিবাহ৷ স্কুলের ভিতরেই চলছে রান্নাবান্নার তোড়জোড়৷ নববধূকে বসানোর জায়গাও মোটামুটি সুসজ্জিত৷ সোমবার সকাল থেকে সাজো সাজো রব হাওড়া ময়দানের অক্ষয় শিক্ষায়তনে৷ অবাক হচ্ছেন, ভাবছেন সরকারি স্কুলে পড়াশোনার পরিবর্তে বিয়েবাড়ির আয়োজন আবার কীভাবে সম্ভব? এতক্ষণে নিশ্চয়ই আপনি ভেবে ফেলেছেন যে ভুল পড়ছেন, তাই তো? মোটেও না, যা পড়ছেন তাই সত্যি৷ সরকারি স্কুলেই ঘটা করে আয়োজন করা হল অশিক্ষক কর্মীর ছেলের বউভাত৷  

Advertisement

[জয়নগর কাণ্ডে অব্যাহত পুলিশি ধরপাকড়, গ্রেপ্তার আরও ২]

অক্ষয় শিক্ষায়তনে ১৯৮৯ সাল থেকেই অশিক্ষক কর্মচারী হিসাবে কাজ করছেন গৌতম দাস৷ তিনি হালিশহরের বাসিন্দা৷ রাতপাহারার কাজ করায় স্কুলেই থাকতেন তিনি৷ বেশ কয়েকবার ওপেন হার্ট সার্জারিও হয়েছে গৌতমের৷ সোমবার রাতে তাঁর ছেলে কুন্তলের বউভাত৷ আর এই অনুষ্ঠানটি ওই স্কুলেই আয়োজন করেছিলেন তিনি৷ সকাল থেকেই স্কুলের মাঠে প্যান্ডেল বাঁধা হয়ে যায়৷ স্কুলের প্রাথমিক বিভাগের একটি ঘরে রান্নাবান্নার আয়োজন করা হয়৷ বেলা বাড়তেই এহেন প্রস্তুতি নজরে আসে স্থানীয়দের৷ অবাক হয়ে যান সকলে৷ সরকারি স্কুলে বিয়েবাড়ির আয়োজনে রীতিমতো শোরগোল পড়ে যায়৷

[শিক্ষামূলক ভ্রমণে যেতে বাধা, ‘আত্মহত্যা’ দুই বান্ধবীর]

পঞ্চম থেকে নবম শ্রেণির পড়ুয়াদের আপাতত ছুটি৷ তবে একাদশ শ্রেণির পঠনপাঠন চলছে৷ অনুষ্ঠানের আয়োজনে পড়ুয়াদের পড়াশোনায় ব্যাঘাত ঘটছে বলেই দাবি অভিভাবকদের একাংশের৷ প্রধান শিক্ষকের কাছেও এ বিষয়ে আপত্তি জানান অনেকেই৷ অনুষ্ঠানের আয়োজনের কথা আগে থেকেই জানা ছিল প্রধান শিক্ষক বেদান্তবিহারী পোদ্দারের৷ তিনি বলেন, ‘‘ইতিমধ্যেই ওপেন হার্ট সার্জারি হয়েছে ওই অশিক্ষক কর্মচারীর৷ তাঁর শারীরিক অবস্থাও মোটেই ভাল নয়৷ মানবিক স্বার্থেই স্কুলে অনুষ্ঠানের অনুমতি দেওয়া হয়েছে৷’’ এই অনুষ্ঠানের জেরে ছাত্রছাত্রীদের পঠনপাঠন ব্যাহত হওয়ার সম্ভাবনা নেই বলেও জানান প্রধানশিক্ষক৷

[বন্ধুর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় স্ত্রীকে দেখে ফেললেন স্বামী, তারপর…]

স্কুলে বিয়েবাড়ির আয়োজনের কথা কানে পৌঁছায় ডিআই শান্তনু কুমার সিনহারও৷ তিনি বলেন, ‘‘এ বিষয়ে আগে কিছুই জানতাম না৷ এবার ঘটনাটি খতিয়ে দেখব৷’’ অভিযোগ পেয়ে ওই স্কুলে যান পুলিশ আধিকারিকরা৷ অশিক্ষক কর্মচারী ও প্রধানশিক্ষকের সঙ্গে কথা বলে গোটা ঘটনাটি খতিয়ে দেখছেন তাঁরা৷

The post শিকেয় পঠনপাঠন, স্কুলেই বসল অশিক্ষক কর্মীর ছেলের বিয়ের আসর appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement