নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার: আলিপুরদুয়ার জেলার দুটো উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ইংরেজি মাধ্যমে পঠনপাঠন শুরু করার নির্দেশ দিয়েছে রাজ্য শিক্ষা দপ্তর। জেলার ম্যাকউইলিয়াম উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও নিউটাউন গার্লস হাইস্কুলে এই ইংরেজি মাধ্যমে পঠনপাঠন চালুর অনুমোদন পেয়েছে। রাজ্য সরকারের সেই নির্দেশ অনুসারে ইতিমধ্যেই স্কুল দুটিতে ভরতি শুরু হয়েছে। জানা গিয়েছে, রাজ্যের প্রতিটি জেলায় দুটো করে হাইস্কুলে ইংরেজি মাধ্যমে পঠনপাঠন চালুর নির্দেশ দেওয়া হয়েছে। আলিপুরদুয়ারের এই দুটো বিদ্যালয়ে ইংরেজি মাধ্যমের পাশাপাশি বাংলা মাধ্যমেও পঠনপাঠন চালু থাকবে। শিক্ষা দপ্তরের এই ইংরেজি মাধ্যমে পঠনপাঠন চালুর উদ্যোগকে স্বাগত জানিয়েছে বিভিন্ন মহল। এক অভিভাবক স্বপন রায় বলেন, ‘আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ডে ইংরাজি মাধ্যমে আমাদের ছেলে মেয়েদের পড়াশোনা করাতে চাইতাম। আশা করছি সম্পূর্ণভাবে এই দুই স্কুলে ইংরেজি মাধ্যমে পঠনপাঠন শুরু হলে জেলায় ইংরেজি শিক্ষায় অনেক দূর এগিয়ে যাবে।’
[স্বামীর সঙ্গে বচসার জের, সন্তানকে কুপিয়ে খুন করল মা]
আলিপুরদুয়ারের জেলা বিদ্যালয় পরিদর্শক তপন সিংহ বলেন, ‘জেলার একটি বয়েজ স্কুল ও একটি গার্লস হাইস্কুলকে ইংরেজি মাধ্যমে পঠনপাঠন চালু করার অনুমোদন দিয়েছে শিক্ষা দপ্তর। এই বছর পঞ্চম শ্রেণি থেকে এই পঠনপাঠন চালু করার কথা বলা হয়েছে। প্রথমে স্কুল দু’টির বর্তমান পরিকাঠামোয় এই পঠনপাঠন চালু করার কথা বলা হয়েছে। পরে শিক্ষা দপ্তর থেকে প্রয়োজনীয় শিক্ষক ও অন্যান্য পরিকাঠামোগত সমস্যা সমাধানের জন্য উদ্যোগ নেওয়া হবে। সব মিলিয়ে জেলার জন্য এটা জেলার স্কুল শিক্ষার ক্ষেত্রে এক বিরাট পরিবর্তন আনবে।’
নিউটাউন গার্লস হাইস্কুলের পরিচালন সমিতির সভাপতি কনৌজবল্লভ গোস্বামী বলেন, ‘রাজ্য সরকার অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। দু’টি স্কুলেই ছাত্রছাত্রী ভরতি শুরু হয়েছে। তবে মার্চ মাসের পর আরও বেশি সংখ্যায় ছাত্রছাত্রী ভরতি হবে। ইতিমধ্যেই বর্তমান শিক্ষক দিয়ে আমরা ইংরেজি মাধ্যমে পঠনপাঠন শুরু করেছি। নতুন শিক্ষাবর্ষে আরও ছাত্রী ভরতি হলে পরিকাঠামো আরও উন্নত করা হবে।’
আলিপুরদুয়ার ম্যাকউইলিয়াম উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুধাংশু বিশ্বাস জানিয়েছেন, ‘আমাদের স্কুলে ১২ জন ছাত্র ভরতি হয়েছে। আমরা খুব শীঘ্রই ক্লাস শুরু করে দিচ্ছি। রাজ্য সরকারের এই সিদ্ধান্তে স্কুলের পড়াশোনার মান উন্নত হবে।’
[বণ্টনে বেনিয়ম, বাঁকুড়ায় সাসপেন্ড রেশন ডিলার অ্যাসোসিয়েশনের সভাপতি-সহ তিন]
The post আলিপুরদুয়ারে বাংলা মাধ্যম স্কুলে শুরু ইংরেজিতে পঠনপাঠন appeared first on Sangbad Pratidin.
