shono
Advertisement

ধর্ষণে বাধা, চলন্ত ট্রেন থেকে ধাক্কা গৃহবধূকে

রাতের লোকাল ট্রেন কি মহিলাদের ক্ষেত্রে এতটাই বিপজ্জনক? The post ধর্ষণে বাধা, চলন্ত ট্রেন থেকে ধাক্কা গৃহবধূকে appeared first on Sangbad Pratidin.
Posted: 09:00 PM Jan 24, 2017Updated: 03:32 PM Jan 24, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের প্রশ্নের মুখে রাতের লোকাল ট্রেনের নিরাপত্তা৷ এবার চলন্ত ট্রেন থেকে গৃহবধূকে ঠেলে ফেলে দেওয়ার অভিযোগ উঠল৷ ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার হাড়োয়া ও ভাসলিয়া স্টেশনের মাঝে শেষ ডাউন হাসনাবাদ ট্রেনে৷ ধর্ষণে বাধা দেওয়াতেই গৃহবধূকে চলন্ত ট্রেন থেকে ঠেলে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে৷

Advertisement

তরুণীকে কটূক্তি, সালিশিতে নিদান দিয়ে ফেরার পথে খুন ব্যক্তি

মঙ্গলবার সকালে এলাকার কুমড়ালি গ্রামের কাছে এক মহিলাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা৷ তাঁরাই তাঁকে বারাসত হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করেন৷ মাথায় ও পায়ে গুরুতর আঘাত রয়েছে মহিলার৷ পরে জ্ঞান ফিরলে পুলিশকে তিনি জানান, দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুরে বাড়ি তাঁর৷ বসিরহাট যাচ্ছিলেন কাজের খোঁজে৷ রাতের ট্রেন ফাঁকা থাকার সুযোগ নিয়ে দুই দুষ্কৃতী তাঁকে ধর্ষণের চেষ্টা করে৷ তিনি বাধা দেওয়ায় চলন্ত ট্রেন থেকে ঠেলে ফেলে দেওয়া হয় তাঁকে৷

পরিবারের সদস্যদের প্রহারেই মৃ্ত্যু যুবকের

মহিলার বিবৃতি অনুযায়ী পুরো ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ৷ ঘটনাস্থলে গিয়েও তদন্ত করা হবে বলে জানা গিয়েছে৷ কিন্তু এর জেরে ফের সামনে এল রাতের ট্রেনের নিরাপত্তার কঙ্কালসার চেহারা৷ এমনটাই মনে করছেন অনেকে৷

মানুষকে বুথমুখী করে তুলে দেশের সেরা পুরুলিয়ার ‘ভোটেশ্বর’

The post ধর্ষণে বাধা, চলন্ত ট্রেন থেকে ধাক্কা গৃহবধূকে appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement