শুভদীপ রায়নন্দী, শিলিগুড়ি: ইভিটিজিংয়ের প্রতিবাদ করেছিলেন, খুন হয়ে গেলেন প্রাক্তন পঞ্চায়েত প্রধানের ছেলে। চাঞ্চল্য শিলিগুড়িতে। দু’জন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।
[আরও পড়ুন: প্রেমিকের অ্যাকাউন্টে ৪৬ লক্ষ টাকা ট্রান্সফার করে বেপাত্তা ব্যাংকের অস্থায়ী কর্মী!]
একসময়ে শিলিগুড়ি লাগোয়া ডাবগ্রাম ১ নম্বর পঞ্চায়েতের প্রধান ছিলেন বিনা সুব্বা। তিনি সিপিএমের জেলা সম্পাদকমণ্ডলীর সদস্যাও বটে। প্রাক্তন পঞ্চায়েত প্রধানের ছেলে বিক্রম পেশায় গাড়িচালক। ডাবগ্রাম ১ নম্বর পঞ্চায়েতেরই রাজফাপরি এলাকায় থাকেন তিনি। পুলিশ জানিয়েছে, কয়েকজন বন্ধুর সঙ্গে বুধবার দার্জিলিংয়ের মিরিকে বেড়াতে গিয়েছিলেন বিক্রম। রাতে মিরিক থেকে ফিরে বন্ধুদের সঙ্গে এলাকারই একটি রেস্তরাঁয় খাচ্ছিলেন তিনি। তখন ওই রেস্তরাঁয় দু’জন বহিরাগত যুবক এক যুবতীকে উত্ত্যক্ত করছিল বলে অভিযোগ। প্রতিবাদ করলে অভিযুক্তের সঙ্গে বিক্রমের রীতিমতো ঝামেলা বেধে যায়। ঘটনার সময়ে যাঁরা রেস্তরাঁয় ছিলেন, তাঁরা কোনওমতে পরিস্থিতি সামাল দেন। কিছুক্ষণ পর বিক্রমের পর বন্ধুরা বাড়িও ফিরে যান। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিক্রমকে একা পেয়ে তাঁর উপর চড়াও হয় ইভটিজাররা। রেস্তরাঁ থেকে বের করে লাঠি ও লোহার রড নিয়ে তাঁকে বেধড়ক মারধর করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান বিক্রম সুব্বার বাড়ির লোকেরা। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে ভরতি করা হয় শিলিগুড়ির সেবক রোডের একটি বেসরকারি হাসপাতালে। বৃহস্পতিবার ভোরে মারা যান ওই যুবক।
শিলিগুড়ির ভক্তিনগর থানায় খুনের অভিযোগ দায়ের করেছেন মৃতের পরিবারের লোকেরা। দু’জনকে গ্রেপ্তারও করেছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, রাজ্যে পালাবদলের আগে পর্যন্ত প্রায় ১৫ বছর ডাবগ্রাম ১ নম্বর পঞ্চায়েতে সিপিএম প্রধান ছিলেন বিক্রমের মা বীণা সুব্বা। জলপাইগুড়ি জেলা পরিষদের সদস্যাও ছিলেন তিনি। মৃতের বাবাও সিপিএম নেতা। তাই এই ঘটনার পিছনে কোনও রাজনৈতিক কারণ আছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।
[ আরও পড়ুন: লিংক নেই, ১০ দিন ধরে বন্ধ আলিপুরদুয়ারের এক ডাকঘরের পরিষেবা]
The post ইভটিজিংয়ের প্রতিবাদের মাশুল, শিলিগুড়িতে খুন প্রাক্তন পঞ্চায়েত প্রধানের ছেলে appeared first on Sangbad Pratidin.
