দীপঙ্কর মণ্ডল: করোনা আতঙ্ক ও লকডাউনে বুড়ো আঙুল দেখিয়ে উদ্দাম নাচগানে মজলেন খেজুরির কয়েকশো যুবক। পূর্ব মেদিনীপুরের খেজুরি থানা এলাকার কটারি গ্রামে ডিজে বাজিয়ে উদ্দাম নাচ চলে সোমবার। সংক্রমণ এড়াতে যেখানে কেন্দ্র ও রাজ্য সরকার জমায়েতের উপর নিষেধাজ্ঞা জারি করেছে, সেখানে এভাবে পার্টি করা নিয়ে আপত্তি জানিয়েছেন স্থানীয়রা। ঘটনায় মঙ্গলবার ৩ জনকে পুলিশ গ্রেপ্তার করেছে।
করোনা ভাইরাস সংক্রমণ থেকে বাঁচতে একাধিক পদক্ষেপ নিচ্ছে প্রশাসন। বিশেষজ্ঞরা বলছেন, করোনা ঠেকাতে সবচেয়ে ভাল দাওয়াই ঘরবন্দি থাকা। তাহলেই সুরক্ষিত থাকা যায়। জমায়েতে যাওয়ার ক্ষেত্রেও কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। কিন্তু প্রশাসনের নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে নির্দ্বিধায় চলছে হুল্লোড়। অনেকেই নিষেধাজ্ঞা অমান্য করে পিকনিক করতে যাচ্ছেন। অনেকে আবার বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছেন। এমনকী লকডাউনের পরও ইতিউতি জমায়েত চোখে পড়ছে। যদিও এমন জমায়েত দেখলে পুলিশ পদক্ষেপ নিচ্ছে। কিন্তু তাতে আমআদমির সচেতনতা কতটা বাড়ছে, তা নিয়ে প্রশ্ন উঠছে। কারণ সোমবার রাতে পূর্ব মেদিনীপুরের খেজুরি থানা এলাকার কটারি গ্রামে ডিজে বাজিয়ে চলে উদ্দাম নাচ।
[ আরও পড়ুন: ভিনরাজ্য ফেরত যুবকের স্বাস্থ্য পরীক্ষা নিয়ে টালবাহানা, ক্ষোভে ফুঁসছে বালুরঘাটবাসী ]
স্থানীয়দের অভিযোগ, এইভাবে একজোট হলে দ্রুত সংক্রমিত হতে পারে করোনা ভাইরাস। বারবার বারণ করা হলেও কেউ শোনেনি। শেষে কার্যত বাধ্য হয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। কিন্তু অভিযোগ, পুলিশের বিষয়টি নিয়ে কোনও হেলদোল ছিল না। পুলিশ ভ্যানে করে এসে ঘুরে গেলেও কোনও ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ তুলেছেন স্থানীয়রা। যদিও পুলিশের দাবি এই ঘটনাটিকে মোটেও হেলাফেলা করা হয়নি। মঙ্গলবার ৩ জনকে পুলিশ গ্রেপ্তার করে। পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার ইন্দিরা মুখোপাধ্যায় জানিয়েছেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে। ইতিমধ্যেই স্বতঃপ্রণোদিত হয়ে একটি মামলা রুজু করেছে পুলিশ। প্রসঙ্গত, এই পার্টিতে যাঁরা অংশ নিয়েছিলেন তাঁরা বেশিরভাগই ভিন রাজ্যে কাজ করতেন। সম্প্রতি গ্রামে ফিরেছেন তাঁরা। আর সেই কারণেই স্থানীয়দের মনে আরও বেশি করে দানা বাঁধছে আতঙ্ক।
[ আরও পড়ুন: লকডাউনে মিষ্টির দোকান বন্ধ করতে গেলে পুলিশকে হেনস্তা, গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর ]
The post প্রশাসনের নির্দেশকে উপেক্ষা, লকডাউনের মধ্যেই উদ্দাম পার্টি খেজুরিতে appeared first on Sangbad Pratidin.
