shono
Advertisement

Breaking News

WB Bypoll: উদয়ন গুহর প্রার্থীপদ প্রত্যাহারের দাবিতে নির্বাচন কমিশনে চিঠি বিজেপির

লিখিত অভিযোগ করেছেন শিশির বাজোরিয়া। 
Posted: 07:07 AM Oct 30, 2021Updated: 08:25 AM Oct 31, 2021

আজ রাজ্যের চার কেন্দ্রে উপনির্বাচন। নজরে খড়দহ, গোসাবা, শান্তিপুর এবং দিনহাটা। গত বিধানসভা নির্বাচনে দিনহাটা এবং শান্তিপুরে জিতেছিলেন বিজেপির দুই সাংসদ প্রার্থী। তবে সাংসদ পদ রাখতে বিধায়ক পদ থেকে ইস্তফা দেন তাঁরা। খড়দহ এবং গোসাবার বিধায়কের মৃত্যু হয়েছে। সে কারণে ওই দুই কেন্দ্রে উপনির্বাচন। উপনির্বাচন সংক্রান্ত যাবতীয়  তথ্যের জন্য নজর রাখুন  LIVE UPDATE-এ।

Advertisement

সন্ধে ৭.৩০: দিনহাটার তৃণমূল প্রার্থী উদয়ন গুহর প্রার্থীপদ প্রত্যাহারের দাবি জানিয়ে নির্বাচন কমিশনে চিঠি দিল বিজেপি। বুথের মধ্যে ইভিএমের সামনে নাতিকে সঙ্গে নিয়ে গিয়ে তৃণমূল প্রার্থী ভোট দিয়েছেন এবং হাতে লাগানো কালি দেখিয়ে ‘ভিকট্রি সাইন’ দেখিয়েছেন। রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্যর অভিযোগ, তৃণমূল প্রার্থী বুথে গিয়ে ভোট দিচ্ছেন। তাঁর শিশু নাতিকেও ভোট দেওয়াচ্ছেন বলে মনে হয়। পশ্চিমবঙ্গের রাজনীতির ইতিহাসে এধরনের ঘটনা আগে ঘটেনি। নির্বাচনী বিধি ভেঙেছেন উদয়ন গুহ। তাঁর প্রার্থীপদ অবিলম্বে খারিজ করা হোক। এই মর্মে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে রাজ্য বিজেপির তরফে এদিন লিখিত অভিযোগ করেছেন শিশির বাজোরিয়া। 

সন্ধে ৬.১০: খড়দহের প্রাক্তন বিধায়ক প্রয়াত কাজল সিনহার ছেলেকে মারধরের অভিযোগ। কাঠগড়ায় বিজেপি প্রার্থী জয় সাহার দেহরক্ষীর বিরুদ্ধে। এই মুহূর্তে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর মাথায় চোট লেগেছে। হাসপাতালে রয়েছেন সাংসদ সৌগত রায়। 

বিকেল ৫.৫২: বিকেল ৫টা পর্যন্ত তিন কেন্দ্রে ভোটের হার ৭০ শতাংশ ছুঁইছুঁই। সবচেয়ে কম ভোট পড়েছে খড়দহে।-৬৩.৯০ শতাংশ। সর্বাধিক ভোট পড়েছে শান্তিপুরে। ভোটের হার ৭৬.১৪ শতাংশ। দিনহাটায় ভোট পড়েছে ৬৯.৯৭ শতাংশ এবং গোসাবায় পড়ল ৭৫.৯১ শতাংশ ভোট। 

বিকেল ৫.২২: ফের উত্তপ্ত খড়দহ। এই কেন্দ্রের বন্দিপুর আইডিয়াল অ্যাকাডেমির বুথে গিয়ে হাতেনাতে এক ভুয়ো ভোটারকে পাকড়াও করেন বিজেপি প্রার্থী জয় সাহা। এই ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় স্কুল চত্বরে। তৃণমূলীরা জয় সাহাকে ঘিরে গো ব্যাক স্লোগান দিতে শুরু করেন। পালটা স্লোগান দেয় বিজেপিও। দু’পক্ষের মধ্যে বচসা থেকে মারপিট বেঁধে যায়। কেন্দ্রীয় বাহিনী লাঠিচার্জ করে তপ্ত পরিস্থিতির সামাল দেয়। বিজেপি প্রার্থী জয় সাহার অভিযোগ, “বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীদের এনে তৃণমূল ছাপ্পা ভোট করাচ্ছে।” ধৃতের দাবি, বাংলাদেশ থেকে তিন মাস আগে এসে এখানে বসবাস করছেন। ভোট দিতে এসে তিনি অন্যায় করেছেন। তৃণমূল কর্মীদের দাবি, এখানে শান্তিপূর্ণ নির্বাচন চলছিল। বিজেপি প্রার্থী এসে গন্ডগোল পাকিয়েছে। 

বিকেল ৪.৩০: কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে সরব খড়দহের তৃণমূল প্রার্থী শোভনদেব। তাঁর অভিযোগ, ‘বুথে বুথে এজেন্টদের বসতে বাধা দিয়েছে কেন্দ্রীয় বাহিনী।’

দুপুর ৩.৫০: চার কেন্দ্রেই জয়ের বিষয় আত্মবিশ্বাসী তৃণমূল। সাংবাদিক বৈঠক করে সে কথা ঘোষণা করলেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। তাঁর কথায়, “চার কেন্দ্রেই জিতব। বিরোধীনের আনা সন্ত্রাসের অভিযোগ সম্পূর্ণ মিথ্যে।”

দুপুর ৩.৩৬: খড়দহের পানশিলা সুভাষ নগরের বেণীমাধব স্কুলের ৯৯ নম্বর বুথে ভোট দিলেন সোনারপুর দক্ষিণের তৃণমূল বিধায়ক লাভলী মৈত্র।


দুপুর ৩.২৬:
দুপুর ৩টে পর্যন্ত দিনহাটায় ভোটদানের হার ৬১.৫২ শতাংশ, গোসাবায় ৬৬.০৭ শতাংশ, শান্তিপুরে ৬৪.১৮ শতাংশ এবং খড়দহে  ৫২.৩৭ শতাংশ। 
দুপুর ৩.০৪:
খড়দহের মহিষপোঁতায় নতুন করে উত্তেজনা। ভোটগ্রহণ কেন্দ্রে বহিরাগতদের জমায়েতের অভিযোগে সরব বিজেপি প্রার্থী জয় সাহা। তাঁর অভিযোগ, “ভোট লুট করেছে তৃণমূল।” 
দুপুর ১.৩০:
দুপুর ১টা পর্যন্ত দিনহাটায় ভোটদানের হার ৪৭.৮৩ শতাংশ, গোসাবায় ৫২.১৯ শতাংশ, শান্তিপুরে ৪৮.০২ শতাংশ এবং খড়দহে ৩৬.৭০ শতাংশ।  
দুপুর ১.১৯:
নিরাপত্তারক্ষী নিয়ে ভোটগ্রহণ কেন্দ্রে ঢোকায় বিতর্কে জড়ালেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। নির্বাচন কমিশনে অভিযোগ জানানোর ভাবনা দিনহাটার তৃণমূল প্রার্থী উদয়ন গুহের। 
দুপুর ১.১৭:
সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যের উপর হামলার নিন্দায় সরব খড়দহের তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়।
বেলা ১২.৫৩:
দিনহাটার চৌপথী উচ্চবিদ্যালয়ে ভোট দিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক।


বেলা ১২.৪৭:
তৃণমূল প্রার্থীকে টোটোয় চড়ে ভোটগ্রহণ কেন্দ্রে যেতে ‘বাধা’। পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগে সরব দিনহাটার তৃণমূল প্রার্থী উদয়ন গুহ।  
বেলা ১১.৫২:
ভোটের আগের রাতে ফুলিয়ায় বিজেপি এজেন্টের বাড়িতে আগুন ধরানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে।
বেলা ১১.৪৯:
খড়দহে নতুন করে উত্তেজনা। তেঘরিয়ার শশীভূষণ জুনিয়র বেসিক স্কুলের ভোটগ্রহণ কেন্দ্রে আটক ‘ভুয়ো’ ভোটার। বিজেপি প্রার্থী জয় সাহা হাতেনাতে ধরে ফেলেন তাকে। এরপর দু’পক্ষের বচসা শুরু হয়। মুহূর্তেই তা ধস্তাধস্তির আকার নেয়। ঘটনার রিপোর্ট তলব নির্বাচন কমিশনের।

বেলা ১১.২৯:  সকাল ১১টা পর্যন্ত শান্তিপুরে ভোটদানের হার ৩২.৩১ শতাংশ,  খড়দহে ২৩.৬০ শতাংশ, দিনহাটায় ২৮.৭৩ শতাংশ এবং গোসাবায় ৩৩.৮৭ শতাংশ।
সকাল ১০.৫৬:
খড়দহে ভোট পরিস্থিতি দেখতে গিয়ে আক্রান্ত সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য। তাঁকে লক্ষ্য করে ছোঁড়া হল ইট। মাথা ফাটল প্রাক্তন বিধায়কের। 

সকাল ১০.৩৪: দিনহাটার ৯০ নম্বর বুথে ভোট চলাকালীন হৃদরোগে আক্রান্ত প্রিসাইডিং অফিসার। অসুস্থ অবস্থায় তিনি ভরতি হাসপাতালে। তাঁকে দেখতে হাসপাতালে যান অতিরিক্ত জেলাশাসক এবং বিডিও।
সকাল ১০.০৩:
দিনহাটার বিজেপি প্রার্থী অশোক মণ্ডলের বিরুদ্ধে ভোটগ্রহণ কেন্দ্রের জানলা খুলে রাখার অভিযোগ তৃণমূলের। 
সকাল ৯.৪৫: আতঙ্কে ঘরে তালাবন্দি বিজেপি কর্মী তাপস দাস। শান্তিপুর বিধানসভার বেলঘড়িয়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের ৫২বিঘা এলাকার শক্তি প্রমুখের দায়িত্বে ছিলেন তিনি। অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাঁর বাড়িতে হামলা করে। নির্বাচনের দিন বাড়ির বাইরে বেরোলে তাঁর প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ। আতঙ্কে পরিজনেরা তাঁকে তালা বন্ধ করে রাখেন। পরে বিজেপি প্রার্থী নিরঞ্জন বিশ্বাস তাঁকে ঘর থেকে বের করেন। 
সকাল ৯.৩৫:
সকাল ৯ টা ভোটদানের হার দিনহাটায় ১১.১২ শতাংশ, খড়দহে ১১.৪০ শতাংশ, গোসাবায় ১০.৩৭ শতাংশ এবং শান্তিপুরে ১৫.৪০ শতাংশ।
সকাল ৯.১৯: খড়দহের বিজেপি প্রার্থী জয় সাহাকে ‘গো ব্যাক’ স্লোগানের রিপোর্ট তলব নির্বাচন কমিশনের।
সকাল ৯.০৩:
নদিয়ার শান্তিপুরের ৪২/এ বাবলা গোবিন্দপুর জুনিয়র বেসিক স্কুলে ইভিএম বিভ্রাট। 
সকাল ৯.০২: শান্তিপুরের বাবলা পঞ্চায়েতের গোবিন্দপুর মাহিষ্য পাড়া ৪১ নম্বর বুথে ভোট দিলেন বিজেপি প্রার্থী নিরঞ্জন বিশ্বাস।

সকাল ৮.৫৯: খড়দহের সূর্যসেন হাইস্কুলে ভোট দিলেন প্রয়াত কাজল সিনহার স্ত্রী নন্দিতা। 


সকাল ৮.৫১:
নিজের বুথে নাতি সায়নজিৎ গুহকে নিয়ে ভোট দিলেন দিনহাটার তৃণমূল প্রার্থী উদয়ন গুহ। তিনি বলেন, “নাতি দেখতে চাইল তাই তাকে নিয়ে এসেছিলাম।” তবে নাতিকে সঙ্গে নিয়ে ভোট দেওয়ায় বিতর্ক তৈরি হয়েছে।

সকাল ৮.৩৬: গোসাবায় তৃণমূলের ক্যাম্প অফিসে নকল ইভিএম। ভোটারদের প্রভাবিত করার অভিযোগে সরব বিজেপি। অভিযোগ অস্বীকার ঘাসফুল শিবিরের।
সকাল ৮.৩১:
খড়দহের কল্যাণ নগর বিদ্যাপীঠে তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়কে বুথে ঢুকতে ‘বাধা’। তাঁর অভিযোগ, ভোটারদের থেকে জোড়া টিকাকরণের সার্টিফিকেট চায় কেন্দ্রীয় বাহিনী। কেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা চাইলেন সার্টিফিকেট, তা নিয়ে ক্ষোভপ্রকাশ করেন তিনি। 
সকাল ৮.২২:
গলায় দলীয় উত্তরীয় ঝুলিয়ে গোসাবায় বুথ পরিদর্শনের অভিযোগ। কাঠগড়ায় তৃণমূল প্রার্থী সুব্রত মণ্ডল। 
সকাল ৮.১০:
ভোট দিতে গিয়ে দিনহাটায় ২৯১ নম্বর বুথে বিক্ষোভের মুখে বিজেপি প্রার্থী অশোক মণ্ডল।


সকাল ৭.৫৬:
দলীয় প্রতীক লাগানো গাড়ি নিয়ে ঘোরাফেরার অভিযোগ। খড়দহের ১৯২ নম্বর বুথে যুগবেড়িয়ায় তৃণমূল ও বিজেপির বচসা। বিক্ষোভের মুখে বিজেপি প্রার্থী জয় সাহা। তাঁকে ‘গো ব্যাক’ স্লোগানও দেওয়া হয়। যদিও অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি প্রার্থী। কমিশনে অভিযোগের ভাবনা জয় সাহার। 


সকাল ৭.৪৯:
মকপোলের সময় ফোনে কথা। দিনহাটার বিজেপি প্রার্থী অশোক মণ্ডলের বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ তৃণমূলের।
সকাল ৭.৩৯:
শান্তিপুর বিধানসভার গোবিন্দপুর মাহিষ্য পাড়ার ৪০ নম্বর বুথে ইভিএম বিকল। সকাল থেকে লাইনে দাঁড়িয়েও ভোট দিতে পারলেন না বেশ কয়েকজন।


সকাল ৭.১৩:
ভোটের আগের রাতে এলাকায় লিফলেট বিলি।গোসাবার বিজেপি প্রার্থী পলাশ রানার বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ তৃণমূলের। 
সকাল ৭.১১:
উপনির্বাচনের আগের রাত থেকেই উত্তপ্ত দিনহাটার সাহেবগঞ্জ। তৃণমূলের বিরুদ্ধে এলাকায় বোমাবাজির অভিযোগ।
সকাল ৭:
খড়দহ, গোসাবা, শান্তিপুর এবং দিনহাটায় শুরু ভোটগ্রহণ।

সকাল ৬.২০: ভোট শুরু হওয়ার আগেই নিজের বুথে ঢুকে তদারকি শুরু করলেন দিনহাটা কেন্দ্রের বিজেপি প্রার্থী অশোক মণ্ডল। একাধিক জায়গায় বুথে ঢোকার ক্ষেত্রে এজেন্টদের বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ তাঁর।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার