shono
Advertisement

অধীর চৌধুরির রোড শো চলাকালীন বিস্ফোরণ, চাঞ্চল্য বেলডাঙায়

বিস্ফোরণে হতাহতের কোনও খবর নেই। The post অধীর চৌধুরির রোড শো চলাকালীন বিস্ফোরণ, চাঞ্চল্য বেলডাঙায় appeared first on Sangbad Pratidin.
Posted: 04:31 PM Apr 07, 2019Updated: 01:36 PM Aug 09, 2019

কল্যাণ চন্দ, বহরমপুর: মুর্শিদাবাদে অধীর চৌধুরির রোড শো চলাকালীন একটি বাড়িতে বিস্ফোরণ ঘটল। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে, বাড়ির টিনের চাল উড়ে যায়। ঘটনায় তৃণমূল কংগ্রেসের দিকে অভিযোগের আঙুল তুলেছে কংগ্রেস।

Advertisement

[ আরও পড়ুন: বাড়ির সামনে ‘চৌকিদার চোর হ্যায়’ ফ্লেক্স, ফেসবুকে ক্ষোভপ্রকাশ বাবুল সুপ্রিয়র]

এবারের লোকসভা ভোটে নিজের খাসতালুক বহরমপুরে কড়া চ্যালেঞ্জে মুখে পড়েছেন কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরি। মুর্শিদাবাদে তাঁর ‘ডান হাত’ বলে পরিচিত ছিলেন কান্দির বিধায়ক অপূর্ব সরকার। অধীরের সঙ্গে মতপার্থক্যের কারণে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন তিনি। আর এবার লোকসভা ভোটে বহরমপুরে অধীর চৌধুরির বিরুদ্ধে অপূর্ব সরকারকেই প্রার্থী করেছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার সকালে মুর্শিদাবাদের বেলডাঙা থেকে কাজিশা এলাকা পর্যন্ত রোড শো করেন অধীর চৌধুরি। সঙ্গে ছিলেন বিধায়ক সাইফুজ্জামান। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হুডখোলা জিপে চেপে যখন কাজিশা গ্রামে ঢুকছিলেন অধীর, ঠিক তখনই গ্রামের একটি বাড়িতে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতায় বাডির টিনের চাল উড়ে যায়। এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তবে এখনও পর্যন্ত বিস্ফোরণে হতাহতের কোনও খবর নেই।

জেলা কংগ্রেসে মুখপাত্র জয়ন্ত দাসের অভিযোগ, কাজিশা গ্রামের ওই বাড়িতে বিস্ফোরক মজুত করে রেখেছিলেন তৃণমূল কংগ্রেস কর্মীরা। এমনকী, অধীর চৌধুরির রোড শোতেও হামলার পরিকল্পনা ছিল। মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেসের অশোক দাসের পালটা দাবি, অধীর চৌধুরির পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছে। তাই বিভ্রান্তি তৈরি করতেই মিথ্যা অভিযোগ করছেন তিনি। ঘটনার সঠিক তদন্তের দাবি তুলেছেন তিনি। এদিকে কাজিশা গ্রামের বিস্ফোরণের পরেও অবশ্য রোড শো চালিয়ে যান বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরি। তাঁর রোড শো শেষ হয় স্থানীয় জুনকা গ্রামে।

[ আরও পড়ুন: রাজনৈতিক দলে ভরসা নেই, গোর্খাল্যান্ড ইস্যুতে দাজির্লিয়ে একঝাঁক নির্দল প্রার্থী]

The post অধীর চৌধুরির রোড শো চলাকালীন বিস্ফোরণ, চাঞ্চল্য বেলডাঙায় appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement