সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সময়টা ভালো যাচ্ছে না যশস্বী জয়সওয়ালের। প্রাথমিকভাবে নাম থাকার পরও চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ পড়তে হয়েছে সদ্যই। এবার চোট পেয়ে দীর্ঘদিনের জন্য মাঠের বাইরে চলে গেলেন ভারতীয় দলের ওপেনার।
মুম্বইয়ের হয়ে রনজি ট্রফির ম্যাচ খেলতে নামার আগেই গোড়ালিতে চোট পেয়ে গেলেন জাতীয় দলের ওপেনার। নাগপুরে বিদর্ভের বিরুদ্ধে সেমিফাইনালে খেলতে মুখিয়ে ছিলেন যশস্বী। তবে তার আগেই চোটের ধাক্কা। রবিবার নাগপুরে মুম্বইয়ের অনুশীলন চলাকালীন বাঁ-পায়ের গোড়ালিতে যন্ত্রণা অনুভব করেন যশস্বী। ব্যাট করতে অসুবিধা হচ্ছিল তাঁর। তারপরই মুম্বই টিমের চিকিৎসকরা জানান, যশস্বীকে নিয়ে ঝুঁকি না নেওয়ায় ভালো।
আপাতত যশস্বীর গন্তব্য বেঙ্গালুরুতে বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সলেন্স। সোমবারই বেঙ্গালুরুতে উড়ে যাবেন তিনি। ভারতীয় পেসার যশপ্রীত বুমরাহও সেখানেই রিহ্যাব করছেন। যশস্বীর এই চোট অবশ্য ভারতীয় দলের জন্য এখনই ধাক্কা নয়। কারণ, যশস্বী চ্যাম্পিয়ন্স ট্রফির দলের সদস্য নন। তাঁকে রাখা হয়েছে নন ট্র্যাভেলিং রিজার্ভ হিসাবে। ফলে কোনও সময় মূল দলের কোনও সদস্য চোট পেলেই তাঁকে দুবাই উড়িয়ে নিয়ে যাওয়া হতে পারে। তবে চোটের জন্য সম্ভবত সেই সম্ভাবনা খারিজ হয়ে গেল।
এমনিতে যশস্বী ভারতীয় টেস্ট দলের নিয়মিত সদস্য। অনেকেই তাঁকে ভবিষ্যতের মহাতারকা হিসাবে দেখা শুরু করেছেন। কিন্তু সাদাবলের ক্রিকেটে এখনও সেভাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেননি তিনি। টি-টোয়েন্টিতে একসময় নিয়মিত খেললেও গম্ভীর জমানায় সেভাবে সুযোগ আসেনি। আর ওয়ানডে-তে সদ্যই অভিষেক হয়েছে। তাঁকে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাথমিক দলে রাখা হয়েছিল। কিন্তু পরে বাদ দিয়ে তাঁর জায়গায় নেওয়া হয় বরুণ চক্রবর্তীকে।
