সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বেতন বাড়লে আপনি কী করেন? এক আপনি খুশি হতে পারেন এই বেতন বৃদ্ধির জন্য, দুই আপনি দুঃখ পেতে পারেন বেতন আশা অনুযায়ী না বাড়ার জন্য৷ আর যদি এই দুটির মধ্যে একটিও না হয়, তবে বড়জোর সিইও-কে একটা চিঠি দিতে পারেন৷ ধন্যবাদ জানিয়ে কিংবা নিজের দুঃখের কথা জানিয়ে৷
Advertisement
কিন্তু ‘গ্র্যাভিটি পেমেন্টস’ সংস্থার কর্মীরা বেতন বাড়ার আনন্দে যা করলেন তা জানলে চমকে যাবেন৷ সংস্থার ১২০ জন সদস্য নিজেদের বেতন বাড়ার আনন্দ ভাগ করে নিলেন সংস্থার সিইও’র সঙ্গেও৷ তাঁরা প্রত্যেকে নিজেদের এক মাসের বেতন জমিয়ে সিইও ড্যান প্রাইসকে একটি নীল রঙের টেসলা মডেল এস গাড়ি উপহার দিলেন৷
ড্যানের স্বপ্ন ছিল এই টেসলা৷ তাই তাঁর কর্মীরা তাঁকে উপহার হিসাবে এই ঘন নীল রঙের টেসলা উপহার দিলেন৷ উপহার পেয়ে অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারছিলেন না ড্যান৷ কর্মচারীদের জড়িয়ে ধরছিলেন৷ তারপর এক সময় আবেগ সামলাতে না পেরে কেঁদে ফেললেন তিনি৷
প্রসঙ্গত, গতবছর গ্র্যাভিটি সংস্থার কর্মচারীদের বেতন বেড়েছিল একধাক্কায় অনেকটাই৷ এক ধাক্কায় কর্মীদের বেতন বেড়ে দাড়িয়েছে ন্যূনতম ৭০,০০০ ডলার৷ এই বিরাট অঙ্কের বেতন বৃদ্ধির পরেই সংস্থার কর্মচারীরা ড্যানকে উপহার দেওয়ার সিদ্ধান্ত নেন৷ প্রত্যেক কর্মচারী নিজেদের এক মাসের বেতন এই খাতে দিয়ে সিইও-কে এই অসামান্য উপহার দিলেন৷
The post বেতন বৃদ্ধির আনন্দে সিইও-কে ‘টেসলা’ উপহার কর্মীদের appeared first on Sangbad Pratidin.