shono
Advertisement

Viral Video: বরের বন্ধুদের গিফ্ট দেখে ক্ষেপে লাল নতুন বউ, হাত থেকে ফেলেই দিলেন উপহার!

কী এমন উপহার দিয়েছিলেন বরের বন্ধুরা?
Posted: 10:16 PM Jul 24, 2021Updated: 10:40 PM Jul 24, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জলটা যে এদিকে গড়াবে তা একেবারেই অনুমান করতে পারেননি বরের বন্ধুরা। ভেবে ছিলেন বন্ধুর বউয়ের সঙ্গে হালকা রসিকতা করলে হয়তো ভালই লাগবে তাঁর। বিয়ে বাড়ির পরিবেশটাও জমে উঠবে। কিন্তু হায়রে কপাল, এতো হল উলটোটাই! বরের বন্ধুদের রসিকতায় একেবারে ক্ষেপে গেলেন নতুন বউ। চোখে মুখে ফুটে উঠল রাগ। রীতিমতো ফুঁসতে শুরু করলেন নতুন কনে।

Advertisement

গপ্পোটা হল, সম্প্রতি ফেসবুকে (Facebook) একটি ভিডিও ভাইরাল (Viral Video) হয়। যেখানে বিয়ে বাড়ির লোকজনের সামনেই রাগে গজগজ করতে থাকেন নতুন বউ। হাত থেকে ছুঁড়ে ফেলেন উপহার! গোটা কাণ্ডটা দেখে তো সবাই থ!

[আরও পড়ুন: ধান-গম নয়, নগদ সাড়ে ১৩ হাজার টাকা খেয়ে পালাল দাঁতাল! ব্যাপারটা কী?]

আসলে বরের বন্ধুরা রসিকতা করে নতুন বউকে উপহার দিয়েছিলেন একটি ফিডিং বোতল। প্রথমটি একেবারেই বুঝতে পারেনি সে। উপহারের মোড়ক খুলতেই রেগে আগুন। একেবারে থমথমে হয়ে হাত থেকে ফেলে দিলেন উপহারটি। বরের বন্ধুরাও নাছোড়বান্দা। ফের উপহার নিয়ে সোজা নতুন বউয়ের কোলে। কোনও প্রতিক্রিয়া না দিয়েই কনে বসে রইলেন চুপচাপ। আর গোটা কাণ্ড দেখে বর বাবাজি গেলেন বোমকে। স্ত্রীর হয়ে প্রতিবাদ করবেন নাকি বন্ধুদের সঙ্গে মজা করবেন, তা বুঝতে বুঝতেই গোটা কাণ্ড ঘটে গেল। আর এসবই রেকর্ড হল ফোন ক্যামেরায়।

এই ভিডিওটি আপলোড করা হয়েছে বান্টি ঠাকুর নামে জনৈক নেটিজেনের প্রোফাইল থেকে। ভিডিও শেয়ার করে তিনি লিখেছেন ভাবি কা ঘুসসা! তবে ঠিক কোথায় এটি ঘটেছে তা জানা যায়নি। ভিডিও আপলোড হওয়ার ঘন্টা দুয়েকের মধ্যে প্রায় ৩ লাখ মানুষ ভিডিওটি লাইক করেন। শেয়ারও হয় প্রচুর।

বিয়ে বাড়িতে এমন অনেক কাণ্ডই ঘটে যা কিনা ঝটপট ভাইরাল হয়ে যায়। তবে বেশিরভাগই থাকে পাত্র-পাত্রীর মালাবদল বা শুভদৃষ্টির সঙ্গে জড়িত। তবে এবার গিফ্ট অপছন্দের ভিডিও দেখে বুঝতেই পারছেন সব রসিকতা সবার জন্য নয়! 

[আরও পড়ুন: ধেয়ে আসছে মশাদের ঘূর্ণিঝড়, আতঙ্কে কাঁপছে রাশিয়ার একাধিক এলাকা, দেখুন ভিডিও]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার