shono
Advertisement

বাজেটে স্বস্তি মধ্যবিত্তের, ২.৫ থেকে ৫ লক্ষ পর্যন্ত উপার্জনে কর কমল ৫%

তিন লক্ষ টাকা পর্যন্ত যাঁদের উপার্জন, তাঁরাও আয়করের আওতায় পড়ছেন না৷ The post বাজেটে স্বস্তি মধ্যবিত্তের, ২.৫ থেকে ৫ লক্ষ পর্যন্ত উপার্জনে কর কমল ৫% appeared first on Sangbad Pratidin.
Posted: 02:36 PM Feb 01, 2017Updated: 09:06 AM Feb 01, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নোট বাতিলের পর গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের পর এই প্রথমবার বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী অরুণ জেটলি৷ নগদের জোগানের অভাবে দেশে কেনাকাটায় খানিক ভাটা পড়েছিল৷ তা চাঙ্গা করতে করছাড়ের উপর জোর দেওয়া হতে পারে এমনটা প্রত্যাশা ছিলই৷ বিশেষজ্ঞদের ধারণা সঠিক প্রমাণ করে মধ্যবিত্তদের করে ঢালাও ছাড় মিলল বাজেটে৷ ২.৫-৫ লক্ষ টাকা যাঁদের উপার্জন তাঁদের করের বোঝা ১০ শতাংশ থেকে কমিয়ে করা হল ৫ শতাংশ৷

Advertisement

নগদে তিন লক্ষ টাকার বেশি লেনদেন আর নয়

সাধারণ মধ্যবিত্তের সংখ্যাগরিষ্ঠের উপার্জন ২.৫-৫ লক্ষের মধ্যেই৷ সেক্ষেত্রের সংখ্যাগরিষ্ঠের করের বোঝা অর্ধেক হল৷ এতদিন পর্যন্ত ৫ লক্ষ টাকা পর্যন্ত যাঁদের উপার্জন, তাঁদের ক্ষেত্রে আয়কর আইনের ৮৭এ ধারায় রিবেটের পরিমাণ ছিল ৫০০০ টাকা৷ নয়া বাজেটে তা কমিয়ে ২৫০০ টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে৷ এই দুয়ের ফলেই তিন লক্ষ টাকা পর্যন্ত যাঁদের উপার্জন, তাঁরাও আয়করের আওতায় পড়ছেন না৷ ৩-৩.৫ লক্ষ টাকা পর্যন্ত উপার্জনের ক্ষেত্রে প্রদেয় করের পরিমাণ দাঁড়াচ্ছে ২৫০০ টাকা৷ মধ্যবিত্তের কাছে যা অনেকটাই স্বস্তির৷

যাঁদের উপার্জন ৪.৫ লক্ষ টাকা পর্যন্ত তাঁরাও ট্যাক্স বিভাজনের সুবিধায় কর কমাতে পারবেন৷ যাঁদের উপার্জন বেশি তাঁরাও ২.৫-৫ লক্ষ পর্যন্ত উপার্জনে কম করের আওতাতেই পড়বেন৷ বার্ষিক ৫০ লক্ষ থেকে ১ কোটি উপার্জনকারীদের ক্ষেত্রে, প্রদত্ত করের উপর ১০ শতাংশ হারে সারচার্জ দিতে হবে৷ ১ কোটির বেশি উপার্জনকারীদের ক্ষেত্রে এই সারচার্জ ১৫ শতাংশ৷

২০০০ টাকার বেশি নগদে অনুদান নয় কোনও রাজনৈতিক দলকে

 

The post বাজেটে স্বস্তি মধ্যবিত্তের, ২.৫ থেকে ৫ লক্ষ পর্যন্ত উপার্জনে কর কমল ৫% appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement