সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০১৮ সালে ফ্রান্স (France) বিশ্বচ্যাম্পিয়ন হয়। সেবার ফরাসি শিবিরের অধিনায়ক ছিলেন হুগো লরিস (Hugo Lloris)। চার বছর পরেও তাঁর হাতেই ছিল অধিনায়কের আর্মব্যান্ড। কিন্তু এবার আর স্বপ্নপূরণ হয়নি। ফাইনালে রানার্স হয়েই থামতে হল হুগো লরিসকে। আর্জেন্টিনার কাছে টাইব্রেকারে শেষমেশ হার মানে ফ্রান্স। এবার জিতলে বিরল এক সম্মানের অধিকারী হতেন ফ্রান্সের গোলকিপার। প্রথম অধিনায়ক হিসেবে দু’টি বিশ্বকাপ জেতার নজির গড়তেন। কিন্তু সেটা আর হল না। ৩৬ বছর বয়সি গোলকিপার বুটজোড়া তুলে রাখার সিদ্ধান্ত নিয়ে ফেললেন। আন্তর্জাতিক ফুটবল আর খেলবেন না লরিস।
ফরাসি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর কথা বলেছেন লরিস। বিশ্বকাপ এখন অতীত। সামনে ইউরো কাপ। এদিকে দিদিয়ের দেশঁর সঙ্গে চুক্তি নবীকরণ করেছে ফরাসি ফুটবল সংস্থা। তাঁর হাতেই ফ্রান্সের জাতীয় ফুটবল দলের রিমোট কন্ট্রোল। এর মধ্যেই খবর হুগো লরিস দেশের হয়ে আর খেলবেন না। লরিস সাক্ষাৎকারে বলেছেন, ”ইউরোর যোগ্যতাপর্বের খেলা শুরু হবে আর কয়েকমাস পরেই। এটাই অবসর নেওয়ার সেরা সময়।”
[আরও পড়ুন: মেসিদের বিরুদ্ধেই সৌদিতে অভিষেক রোনাল্ডোর, জল্পনায় সিলমোহর আল নাসের কোচের]
২০০৮ সালে অভিষেক হয়েছিল লরিসের। উরুগুয়ের বিরুদ্ধে দেশের গোল আগলানোর দায়িত্ব ছিল তাঁর উপর। ফ্রান্সের হয়ে লরিস খেলেন ১৪৫টি ম্যাচ। ১২১টি ম্যাচে ফ্রান্সকে নেতৃত্ব দেন।
পরিবারকে আরও বেশি সময় দিতে চান লরিস। ক্লাব ফুটবল তিনি খেলে যাবেন আরও কয়েকবছর। ফ্রান্সের হয়ে দীর্ঘ ১৪ বছরের পথচলা শেষ হয়ে গেল লরিসের। তাঁর পরিবর্তে ফ্রান্সের গোল আগলাবেন কে? লরিস নিজে বলছেন মাইক মিনঁর কথা। দীর্ঘদিনের গোলকিপার লরিসকে ছাড়াই এবার এগিয়ে যেতে হবে ফরাসি ফুটবলকে। উল্লেখ্য, ইউরোর যোগ্যতা পর্বে আগামী ২৪ মার্চ নেদারল্যান্ডসের বিরুদ্ধে ম্যাচ ফ্রান্সের। দিদিয়ের দেশঁর চোখ এখন সেদিকেই।