সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জঙ্গি মোকাবিলায় সেনাকে পূর্ণ স্বাধীনতা দিল কেন্দ্র৷ জম্মু-কাশ্মীরে সন্ত্রাস দমনে সেনাকে সর্বতভাবে সহায়তার আশ্বাস দিল নয়াদিল্লি৷ শুক্রবার মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটির বৈঠকে এমনই সিদ্ধান্ত গৃহিত হয়েছে বলে সূত্রের খবর৷ বৈঠক শেষে পাকিস্তান ও পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠনগুলিকে কড়া হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ স্পষ্ট ভাষায় জানালেন, একজন দোষীও রেহাই পাবে না৷ উচিত শিক্ষা দেওয়া হবে৷ বড় মূল্য চোকাতে হবে তাদের সন্ত্রাসীদের৷
[জঙ্গি হামলার বদলা চাই, ফের সার্জিক্যাল স্ট্রাইকের দাবি ক্ষুব্ধ দেশবাসীর ]
এদিন পাকিস্তানের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, ‘‘আমাদের প্রতিবেশী দেশ ভারতে অস্থিরতা তৈরির চেষ্টা করছে৷ কিন্তু কোনওভাবেই তাঁদের এই চেষ্টা সফল হবে না৷ এই হামলায় দেশ থেমে যাবে না৷ যোগ্য জবাব দেওয়া হবে৷ সেনার উপর আমাদের সকলের পূর্ণ আস্থা রয়েছে৷ দোষীরা শাস্তি পাবেই৷’’ সূত্রের খবর, পুলওয়ামার ঘটনার বিস্তারিত আলোচনার জন্য শনিবার সর্বদল বৈঠকের ডাক দিতে পারে কেন্দ্র৷ এদিনও রাজনৈতিক ভেদাভেদ ভুলে, সমস্ত দলকে একত্র ভাবে এই লড়াইয়ে শামিল হওয়ার আহ্বান জানান মোদি৷ বলেন, ‘এই সমস্যার বিরুদ্ধে একজোট হয়ে সকলকে লড়াই করতে হবে৷’ জানা গিয়েছে, শুক্রবারের উচ্চপর্যায়ের বৈঠকে জঙ্গি মদতদাতা পাকিস্তানকে উচিত শিক্ষা দেওয়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ ইতিমধ্যেই তাদের কাছ থেকে ‘মোস্ট ফেভারড নেশন’-এর তকমা কেড়ে নেওয়া হয়েছে৷ পাশাপাশি, আন্তর্জাতিক স্তরে পাকিস্তানকে পঙ্গু করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি৷ বিশ্বের শক্তিধর সমস্ত দেশের সঙ্গে কূটনৈতিক আলোচনা শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে বিদেশ মন্ত্রককে৷ যাতে পাকিস্তানকে সম্পূর্ণ ভাবে একঘরে করে দেওয়া যায়, সেই ব্যবস্থা করতে বলা হয়েছে৷ পুলওয়ামার জঙ্গি হামলার ঘটনায় ক্ষোভে ফুটছে গোটা দেশ৷ প্রতিশোধ স্পৃহা বাড়ছে দেশবাসীর মনে৷ প্রধানমন্ত্রীর বাসভবনে হওয়া এই বৈঠক থেকে বেরিয়ে সেই প্রতিশোধেরই ইঙ্গিত দেন অর্থমন্ত্রী অরুণ জেটলি৷ তিনিও জানান, যোগ্য জবাব দেওয়া হবে৷ শুক্রবারই পুলওয়ামায় যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং৷ সূত্রের খবর, সেখানের পরিস্থিতির বিষয়ে সম্পূর্ণ রিপোর্ট নেবেন তিনি৷ বৈঠক করবেন, বিএসএফ, সিআরপিএফ ও কাশ্মীর পুলিশের শীর্ষ কর্তাদের সঙ্গে৷ এরপর সেই রিপোর্ট তিনি জমা করবেন প্রধানমন্ত্রীর কাছে৷
[কীভাবে কনভয়ে ঢুকে হামলা চালাল জঙ্গিরা? পুলওয়ামার ঘটনায় প্রশ্নের মুখে নিরাপত্তা]
বৃহস্পতিবার পুলওয়ামার জঙ্গি হামলার দায় স্বীকার করেছে জঙ্গি মাসুদ আজহারের সংগঠন জইশ-ই-মহম্মদ৷ রাতেই বিদেশ মন্ত্রকের তরফে একটি প্রেস বিবৃতি জারি করা হয়েছে৷ যেখানে আবারও জঙ্গি মাসুদকে আন্তর্জাতিক জঙ্গি ঘোষণার কথা বলা হয়েছে৷ কূটনৈতিক মহলের মতে, আদতে এই বিবৃতির মাধ্যমে বেজিংকে বার্তা পাঠাতে চেয়েছে নয়াদিল্লি৷ কারণ, ২০১৬-র পাঠানকোট হামলার পর থেকে এই মাসুদ আজহারকেই আন্তর্জাতিক জঙ্গি ঘোষণা করার চেষ্টা চালাচ্ছে ভারত৷ নয়াদিল্লির পাশে দাঁড়িয়ে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে এই বিষয়ক প্রস্তাবও পেশ করেছে আমেরিকা৷ এই প্রস্তাবে সহমত পোষণ করেছে ব্রিটেন, ফ্রান্স ও রাশিয়া৷ কিন্তু তা মেনে নেয়নি চিন৷ রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসেবে যেকোনও প্রস্তাবে ভেটো জারি করার ক্ষমতা রয়েছে চিনের। সেই বিশেষ ক্ষমতা প্রয়োগ করেই দু’বার মার্কিন প্রস্তাব খারিজ করে দেয় পাকিস্তানের সব ঋতুর বন্ধু৷ নিজেদের ক্ষমতাকে কাজে লাগিয়ে জঙ্গি মাসুদ আজহারকে এখনও আড়াল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে শি জিনপিং প্রশাসন। এমনকী, পুলওয়ামার ঘটনায় বিশ্বের সমস্ত দেশ শোকজ্ঞাপন করলেও, এখনও ‘স্পিকটি নট’ লালচিন৷
The post সন্ত্রাস মোকাবিলায় সেনাকে পূর্ণ স্বাধীনতা, যোগ্য জবাবের হুঁশিয়ারি মোদির appeared first on Sangbad Pratidin.