shono
Advertisement

ইফতারে যোগ দিয়ে গিরিরাজের নিশানায় নীতীশ, এনডিএ জোটে ভাঙনের ইঙ্গিত

সুযোগ বুঝে পুরনো সঙ্গী জেডিইউ-কে জোটে স্বাগত জানাল লালুর দল৷ The post ইফতারে যোগ দিয়ে গিরিরাজের নিশানায় নীতীশ, এনডিএ জোটে ভাঙনের ইঙ্গিত appeared first on Sangbad Pratidin.
Posted: 03:24 PM Jun 04, 2019Updated: 03:24 PM Jun 04, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিহারে আদৌ কি জমাটি রয়েছে বিজেপি-জেডিইউ জোট রসায়ন? কোনওভাবে উলটো স্রোত বইছে না তো জোট সমীকরণে? দ্বিতীয় মোদি সরকারের নয়া মন্ত্রিসভা গঠনের পর থেকে জাতীয় রাজনীতির মঞ্চে এটাই এখন লাখ টাকার প্রশ্ন৷ আর মঙ্গলবার তাতেই নয়া মাত্রা যোগ করলেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং৷ ইফতার পার্টিতে যোগ দেওয়ার জন্য এবার তিনি সরাসরি আক্রমণ করলেন জোটসঙ্গী জেডিইউ এবং এলজেপি সুপ্রিমোদের৷ মঙ্গলবার টুইটারে মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এবং রামবিলাস পাসোয়ানের বিরুদ্ধে সরব হলেন বিহারের বেগুসরাইয়ের এই সাংসদ৷

Advertisement

[ আরও পড়ুন: লোকসভা নির্বাচনে ২৭ হাজার কোটি টাকা খরচ বিজেপির, জানাল সমীক্ষা  ]

এদিন সকালে টুইটারে নীতীশ কুমার ও রামবিলাস পাসোয়ানের কয়েকটি ছবি পোস্ট করেন গিরিরাজ সিং৷ কটাক্ষের সুরে লেখেন, ‘‘কত ভালই না হত যদি নবরাত্রিতে ফলাহার খেতে খেতে ওঁনারা এমন সুন্দর ছবি তুলতেন? আমরা নিজের ধর্ম-কর্মেই পিছিয়ে থাকি, আর লোক দেখানো কাজে এগিয়ে যাই৷’’ কেন্দ্রীয় মন্ত্রীর এই সমালোচনার পরই জাতীয় রাজনীতিতে গুঞ্জন শুরু হয় যে, আবার হয়ত এনডিএ জোট থেকে বেরিয়ে আসতে চলেছে জেডিইউ৷ কারণ মন্ত্রিসভায় সঠিক মর্যাদা না পাওয়ায় এমনিতেই মোদি-শাহর উপর ক্ষিপ্ত হয়ে রয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী৷ বিজেপি নেতৃত্ব তাঁর দাবিমতো নির্দিষ্ট সংখ্যক মন্ত্রিত্ব জেডিইউকে না দেওয়ায়, রাগে ইতিমধ্যে নয়া মন্ত্রিসভা বয়কট করেছেন নীতীশ কুমার৷ এবং রাজ্যে ফিরেই বিহারের মন্ত্রিসভা সম্প্রসারণ করেছেন তিনি৷ নতুন মন্ত্রিসভায় নিজের দলের আটজনকে ঠাঁই দিলেও, বিজেপির একজনকে জায়গা দেননি বিহারের মুখ্যমন্ত্রী৷ বিজেপির জন্য ছাড়া হয়েছে মাত্র একটি আসন৷

[ আরও পড়ুন: বিনামূল্যে মেট্রো সফরে ভিড় বাড়ছে মহিলাদের, হিমশিম দিল্লির মেট্রো কর্তৃপক্ষ ]

একদিকে যখন, বিহারে বিজেপি-জেডিইউ জোট ভাঙার গুঞ্জন চড়াদামে বিক্রি হচ্ছে৷ ঠিক তখনই সুযোগ বুঝে আবারও পুরনো সঙ্গীর দিকে হাত বাড়িয়ে দিয়েছে লালুপ্রসাদ যাদবের দল আরজেডি৷ জেডিইউ আবারও জোটে ফিরতে চাইলে, তাঁদের কোনও অসুবিধা নেই বলে জানিয়েছেন আরএলডির সহ-সভাপতি রঘুবংশ প্রসাদ সিং৷ লালুঘনিষ্ঠ এই নেতা জানান, জোটে জেডিইউ প্রধানকে স্বাগত জানাতে তাঁরা প্রস্তুত৷ যদিও এই বিষয়ে জেডিইউয়ের কোনও প্রতিক্রিয়া মেলেনি৷

The post ইফতারে যোগ দিয়ে গিরিরাজের নিশানায় নীতীশ, এনডিএ জোটে ভাঙনের ইঙ্গিত appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement