shono
Advertisement

তেহরানে মোদিকে ‘গার্ড অফ অনার’জানালেন ইরানের প্রেসিডেন্ট

চলতি পরিস্থিতিতে দু’দেশই পারস্পরিক সহযোগিতার সম্পর্ক আরও শক্তিশালী করার লক্ষ্যে কাজ করছে৷” The post তেহরানে মোদিকে ‘গার্ড অফ অনার’ জানালেন ইরানের প্রেসিডেন্ট appeared first on Sangbad Pratidin.
Posted: 04:28 PM May 23, 2016Updated: 11:29 AM May 23, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দু’দিনের সফরে সোমবার ভারতীয় সময় ১০টা ০৫ মিনিটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘গার্ড অফ অনার’ দর্শিয়ে স্বাগত জানালেন ইরানের প্রেসিডেন্ট হাসান রৌহানি৷ দু’দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও মজবুত করা, বিনিয়োগ বৃদ্ধি এবং পেট্রোপণ্যের রফতানি নিয়ে প্রধানমন্ত্রী ইরানের সঙ্গে কথা বলবেন বলে জানা গিয়েছে৷ এই সফরে ইরানে চাবাহার বন্দর তৈরির বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হতে পারে বলে মনে করা হচ্ছে৷ একটু পরেই প্রধানমন্ত্রী বৈঠক করবেন হাসান রৌহানির সঙ্গে৷ মোদির সম্মানে রৌহানি সোমবার মধ্যাহ্নভোজের ব্যবস্থা করেছেন৷ ইরানের কিংবদন্তি নেতা আয়াতোল্লা আলি খোমেইনির সঙ্গেও মোদি দেখা করবেন৷

Advertisement

(চিন-পাকিস্তানকে চাপে রাখতে ইরান সফরে মোদি)

গত ১৫ বছরে মোদিই প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী যিনি ইরান সফরে এসেছেন৷ রবিবার মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে মোদিকে স্বাগত জানান ইরানের অর্থমন্ত্রী আলি তায়েবনিয়া৷ বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রী স্থানীয় একটি গুরুদ্বারে যান৷ সেখানে তিনি ভারতীয় বংশোদ্ভূতদের সঙ্গে দেখা করেন৷ পাশাপাশি, তিনি জানান, ভারতীয়রা বিশ্বের সকলের সঙ্গে মিশে যেতে পারেন৷

মহাকাশে পাড়ি দিল ইসরোর ‘কালামযান’

ইরান পৌঁছনোর আগেই প্রধানমন্ত্রী একাধিক টুইট করে ভারত-ইরান সম্পর্ক মজবুত করার কথা বলেছেন৷ বিশেষ করে দু’দেশের বাণিজ্যিক ও সাংস্কৃতিক সম্পর্ক, পারস্পরিক বিনিয়োগ, পরিকাঠামো, শক্তি সংক্রান্ত ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা এবং উভয় দেশের মানুষের মধ্যে আরও বেশি হার্দিক সম্পর্ক গড়ে তোলার উপর জোর দিয়েছেন মোদি৷ রৌহানি এবং খোমেইনির সঙ্গে দেখা করার সুযোগ দু’দেশের কৌশলগত সম্পর্ক আরও দৃঢ় করবে বলে আশাপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী৷ চাবাহার বন্দর নির্মাণের বিষয়টি বিশেষ গুরুত্ব পাচ্ছে এই সফরে৷ এই গুরুত্বপূর্ণ বন্দর নির্মাণের প্রথম পর্যায়ের কাজ শেষ হলে তেহরান থেকে ভারতের তেল আমদানি দ্বিগুণ হবে৷ চাবাহার বন্দর নির্মাণ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরের সময় কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও জাহাজমন্ত্রী নীতিন গড়করিও সেখানে উপস্থিত থাকবেন৷ সম্প্রতি ইরানের উপর থেকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা উঠে গিয়েছে৷ দেশের অর্থনৈতিক অবস্থা মজবুত করতে ইরানও আন্তর্জাতিক বাজারে ফিরে আসার চেষ্টা চালাচ্ছে৷ সেই সুযোগ কাজে লাগিয়েই প্রধানমন্ত্রী চান ভারত-ইরান সম্পর্ক বিশেষত বাণিজ্যিক ও কৌশলগত সম্পর্ক মজবুত করতে৷ এ প্রসঙ্গে মোদি বলেছেন, “ভারত-ইরান সর্বদা দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করার চেষ্টা চালিয়েছে৷ ইরানের দুঃসময়েও তেহরানের পাশে ছিলাম৷ চলতি পরিস্থিতিতে দু’দেশই পারস্পরিক সহযোগিতার সম্পর্ক আরও শক্তিশালী করার লক্ষ্যে কাজ করছে৷ চাই বিভিন্ন ক্ষেত্রে ইরানে আরও বেশি বিনিয়োগ করতে৷”

দেখুন সেই ভিডিও:

WATCH: Ceremonial welcome for PM Narendra Modi in Tehran. #ModiInIranhttps://t.co/5RJWbCLel2

— ANI (@ANI_news) 23 May 2016

The post তেহরানে মোদিকে ‘গার্ড অফ অনার’ জানালেন ইরানের প্রেসিডেন্ট appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement