সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরমাণু অস্ত্র নিয়ে পাকিস্তানের মতবাদ ও একের পর এক পারমাণবিক অস্ত্র বাড়ানোর চেষ্টা মোটেও ভালভাবে নিচ্ছে না আমেরিকা৷ উল্টে তাদের আশঙ্কা, এভাবে চললে প্রতিবেশী ভারতের সঙ্গে তাদের পারমাণবিক সংঘর্ষ বেধে যাওয়াও অসম্ভব নয়৷ সম্প্রতি পরমাণু সরবরাহকারী গোষ্ঠীতে (এনএসজি) অন্তর্ভুক্তির জন্য পাকিস্তান যেভাবে সমর্থন জোগাড়ের চেষ্টা করছে, তাতে সেই আশঙ্কাই সত্যি হতে চলেছে বলে মনে করছে মার্কিন কংগ্রেস৷
আমেরিকার আইনসভায় দু’দল, রিপাবলিকান ও ডেমোক্র্যাট সদস্যদের নিয়ে গঠিত ‘কংগ্রেসন্যাল রিসার্চ সার্ভিস’৷ সেই কমিটি তাদের সাম্প্রতিক রিপোর্টে জানিয়েছে, “ইসলামাবাদ তাদের পরমাণু অস্ত্রের সম্ভার বাড়াচ্ছে৷ নতুন ধরনের পরমাণু অস্ত্র তৈরি করছে৷ সমস্ত মঞ্চে ভারতের সঙ্গে পাল্লা দেওয়ার নীতি নিয়েছে তারা৷ এভাবে চললে যে কোনওদিন ভারত-পাক পরমাণু যুদ্ধ বেধে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা৷”
এখনই পাক ভাণ্ডারে ১১০-১৩০টি পারমাণবিক অস্ত্রবহনে সক্ষম ক্ষেপণাস্ত্র রয়েছে বলে খবর৷ তবে সেই সংখ্যা আরও বেশি হতে পারে৷ নিরস্ত্রীকরণ বিশেষজ্ঞ পল কে কের ও মেরি বেথ নিকিতিন দু’দিন আগেই রিপোর্টে একথা জানিয়েছেন৷ তাঁদের ব্যাখ্যা, ভারতের সম্ভাব্য আক্রমণ প্রতিহত করতেই পাকিস্তান এই পারমাণবিক ক্ষেপণাস্ত্রগুলি তৈরি করেছে৷
The post বাড়ছে ভারত-পাক পরমাণু যুদ্ধের শঙ্কা appeared first on Sangbad Pratidin.