shono
Advertisement
Chinsurah

ভাইয়ের সঙ্গে ঝামেলার পরই নিখোঁজ! দু'দিন পর উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীকে বাড়ি ফেরাল চুঁচুড়া পুলিশ

ফোনের লোকেশন ট্র্যাক করে তাকে উদ্ধার করা হল।
Published By: Subhankar PatraPosted: 02:49 PM Mar 02, 2025Updated: 06:59 PM Mar 02, 2025

সুমন করাতি, হুগলি: চুঁচুড়া থানার পুলিশের সহযোগিতায় অবশেষে খুঁজে পাওয়া গেল নিখোঁজ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে। চুঁচুড়া দু'নম্বর কাপাসডাঙা অঞ্চলের বাসিন্দা বছর ১৮-এর সুমন পালকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। সুমন পাল চুঁচুড়া দেশবন্ধু মেমোরিয়াল বয়েজ স্কুলের এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। জানা গিয়েছে, পুলিশ তদন্তে নেমে তার ফোনের লোকেশন ট্র্যাক করে। এদিন তাকে চুঁচুড়া এলাকার গঙ্গার ঘাট থেকে উদ্ধার করা হয়। ছেলেকে ফিরে পেয়ে পুলিশ-প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছে ওই ছাত্রের পরিবার। 

Advertisement

উচ্চমাধ্যমিক পরীক্ষার আগে নিখোঁজ পরীক্ষার্থী। শুক্রবার থেকে বাড়ি ফেরেনি তরুণ। থানায় নিখোঁজ ডায়েরি করেছেন বাবা-মা। সন্তান কোথায় রয়েছেন চিন্তায় রাতের ঘুম উড়েছিল পরিবারের। তদন্তে নামে পুলিশ। পরিবার সূত্রে জানা যায়, নিখোঁজ তরুণের নাম সুমন পাল। বয়স আঠারো বছর। তিনি চুঁচুড়ার ২ নম্বর কাপাসডাঙার বাসিন্দা। শুক্রবার ছোট ভাই চতুর্থ শ্রেণির ছাত্র শুভদীপের সঙ্গে কথা কাটিকাটি হয় সুমনের। প্রাথমিকভাবে ঝামেলা মিটে গেলেও সেদিন বিকেলের পর তাঁকে আর খুঁজে পায়নি পরিবার। আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধবকে জিজ্ঞাসার পর, বিস্তর খোঁজাখুজি করেও সুমনের খোঁজ না মেলায় শনিবার থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করেছে পরিবার। সুমনের স্কুল ব্যাগ ও ফোনও ঘরে ছিল বলে জানিয়েছেন বাবা-মা। সেই ফোনে কল করলে কয়েকবার রিং হওয়ার পর তা বন্ধ হয়ে যায়। এদিকে তরুণ আত্মীয়দের সঙ্গেও যোগাযোগ করেননি।

পাড়াতে সুমন শান্ত ও মেধাবী ছাত্র বলেই পরিচিত। বাবা-মাও সে কথা জানিয়েছেন, পড়াশোনা, গল্পের বই নিয়েই সারাদিন কাটাতেন তিনি।  বাবা সঞ্জীব পালের কথায়, "ভাইয়ের সঙ্গে ঝামেলা হওয়ার পর থেকে বাড়ি নেই ও। বন্ধু ও আত্মীয়দের জিজ্ঞাসা করেছি। কেউ কিছু বলতে পারেনি। সোমবারে উচ্চমাধ্যমিক পরীক্ষা। ছেলেকে ফিরে পাওয়ায় স্বস্তি ফিরেছে ওই পরিবারের। হাঁফ ছেড়েছেন বাবা-মা। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • অবশেষে খুঁজে পাওয়া গেল নিখোঁজ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে।
  • শুক্রবার থেকে নিখোঁজ ছিল ওই পরীক্ষার্থী।
  • অভিযোগের ভিত্তিতে পুলিশ তাঁকে খুঁজতে তল্লাশি শুরু করে।
Advertisement