shono
Advertisement
Karisma Kapoor-Priya Sachdev

'সঞ্জয়ের সব সম্পত্তিই আমার', আদালতে দাবি প্রিয়া সচদেবের, আরও বিপাকে করিশ্মার সন্তানরা?

স্বামীর সমস্ত সম্পত্তি পাওয়া প্রসঙ্গে কী বললেন প্রিয়া?
Published By: Arani BhattacharyaPosted: 06:00 PM Nov 21, 2025Updated: 07:49 PM Nov 21, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শিল্পপতি তথা করিশ্মা কাপুরের প্রাক্তন স্বামী সঞ্জয় কাপুরের মৃত্যুর পর থেকেই বিপুল সম্পত্তির উত্তরাধিকার নিয়ে টানাপোড়েন চলছেই। বারবার নাটকীয় মোড় নিয়েছে এই ঘটনা। এবার এই নিয়ে মুখ খুললেন প্রিয়া সচদেব।

Advertisement

স্বামীর সমস্ত সম্পত্তি পাওয়া প্রসঙ্গে প্রিয়া বলেন, "এটাই তো হওয়া উচিত। আমিই তো আমার স্বামীর সম্পত্তির একমাত্র উত্তরাধীকারী। ঠিক যেভাবে একজন স্ত্রী তাঁর স্বামীর সম্পত্তির অধিকারী হয়। সঞ্জয়ের বাবাও সঞ্জয়ের মায়ের নামেই সমস্ত সম্পত্তি করে দিয়ে গিয়েছেন, সেভাবেই আমারও এটা প্রাপ্য। এখানে কোন দোষ তো নেই।" একইভাবে এই বিষয় নিয়ে মুখ খুলেছেন প্রিয়ার আইনজীবীও। তিনিও বলেছেন, "এই বিষয়ে কোনও লুকোছাপা নেই। এটা হওয়াই তো খুব স্বাভাবিক। এটাই একটা সম্পত্তি হস্তান্তরের ক্ষেত্রে হওয়া বাঞ্ছনীয়।

এখানেই শেষ নয়, প্রিয়ার আইনজীবীর তরফে আরও দাবি যে, এই দলিল তৈরি হয়েছে অনেক আগেই। সেই সময় সঞ্জয় জীবিত ছিলেন। তাঁর উপস্থিতি ও পরামর্শেই এই দলিল তৈরি হয়েছিল। এই দলিল ১৭ মার্চ, ২০২৫ সালে তৈরি হয়েছিল। এবং সেখানেই সমস্ত সম্পত্তি সঞ্জয় তাঁর স্ত্রী প্রিয়ার নামে করেদিয়ে গিয়েছেন।" বেশ কিছুদিন আগে প্রিয়ার বিরুদ্ধে অভিযোগ তুলেছিল করিশ্মার দুই সন্তান সামাইরা ও কিয়ান। অভিযোগ ছিল যে, তাঁদের দু’মাসের কলেজ ফি জমা দেয়নি সঞ্জয়ের এস্টেট। যার হাল ধরেছেন বর্তমানে প্রিয়া। এর আগে প্রিয়ার বিরুদ্ধে সঞ্জয়ের তিরিশ কোটির সম্পত্তির দলিল জাল করার অভিযোগ উঠেছিলই। এরপরই প্রিয়াকে সমন পাঠায় আদালত। এর জবাবও চাওয়া হয় প্রিয়ার কাছে। এবার সেই নিয়ে প্রিয়া বলেন, ইতিমধ্যেই সেমিস্টার প্রতি ৯৫ লক্ষ টাকা দেওয়া হয়েছে। শুধু তাইই নয় রসিদও পেশ করেছেন প্রিয়া। জানিয়েছেন এরপর আগামী ডিসেম্বর ফের করিশ্মার সন্তানদের এই টাকা দেওয়ার কথা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • প্রিয়া বলেন, "এটাই তো হওয়া উচিত। আমিই তো আমার স্বামীর সম্পত্তির একমাত্র উত্তরাধীকারী।"
  • প্রিয়ার আইনজীবীর তরফে আরও দাবি যে, এই দলিল তৈরি হয়েছে অনেক আগেই। সেই সময় সঞ্জয় জীবিত ছিলেন।"
  • " তাঁর উপস্থিতি ও পরামর্শেই এই দলিল তৈরি হয়েছিল। এই দলিল ১৭ মার্চ, ২০২৫ সালে তৈরি হয়েছিল।"
Advertisement