সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৮ মার্চ, বিশ্বজুড়ে নারী দিবসের উদযাপন। সোশাল মিডিয়া থেকে নারীদের ব্যক্তিগত ইনবক্সে শুভেচ্ছার জোয়ার। সেই প্রেক্ষাপটে দাঁড়িয়েই 'লিঙ্গ সমতার' হয়ে সওয়াল করলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly)। অভিনেত্রীর কথায়, নিজের অস্তিত্ব প্রমাণ করার জন্য আলাদা কোনও তারিখের উপর ভরসা করে থাকা উচিত নয়।

একুশ শতকে দাঁড়িয়ে যেখানে রোজ মুখে নারী-পুরুষ সমানাধিকারের বুলি আওড়ানো হয়, সেখানে প্রতিনিয়ত বিশ্বের কোনও না কোনও প্রান্তে নারী পুরুষতন্ত্রের শিকলের কাছে পরাজিত হয়ে যায়। তাই এই নারী দিবসে সকল পুরুষদেরও শুভেচ্ছা জানিয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। নারী দশভূজা। বহুল প্রচলিত সেকথা উল্লেখ করেই বলা যায়, পুরুষরাও তো আজকের দিনে 'গেরস্থালি'র কাজে কোনও অংশে কম নয়। ব্যতিক্রম অবশ্যই রয়েছে। তবে নারী কিংবা পুরুষদের জন্য আলাদা কাজ বরাদ্দ করার যে প্রচলিত প্রথা, সেই জগদ্দল পাথরকেই অভিনেত্রী নড়িয়ে দিলেন নিজের নারী দিবসের বার্তায়। এক ভিডিও বার্তায় শুভশ্রী প্রথমেই সমাজের সব পুরুষদের নারী দিবসের শুভেচ্ছা জানালেন। তাঁর প্রশ্ন, কী খুব অবাক লাগছে না? এরপরই শুভশ্রীকে বলতে শোনা গেল, "গোটা পৃথিবী আজ মেয়েদের নিয়েই কথা বলবে। পুরুষ আর মহিলা সমান সমান। মানে লিঙ্গ সমতা। তাহলে তো প্রত্যেকটা দিন সমানভাবে ভাগ হওয়া উচিত, তাই না? আজ থেকেই শুরু হোক সেই প্র্যাকটিস। কেন ক্যালেন্ডারে আমরা দুটো দিনকে 'উইমেনস ডে' আর 'মেনস ডে' হিসেবে ভাগ করে নেব? নেব না। নিজের অস্তিত্বের দাবি করার জন্য একটা দিনের উপর ভরসা করে থাকব না। নিজেদেরকে শ্রেষ্ঠ প্রমাণ করার জন্য একে-অপরকে ছোট করা হবে, এমন কোনও সমাজেই থাকব না।"
এরপরই শুভশ্রীর সংযোজন, "যে গাড়ির পুরুষ চালক আমাকে মাঝরাতে সুরক্ষিতভাবে বাড়িতে পৌঁছে দেন, তাঁকে উইমেনস ডে'র শুভেচ্ছা। 'উইমেনস ডে' আমার সেই সব পরিচালকদের যারা অনেক ধৈর্য ধরে আর পরিশ্রম করে আমাকে পর্দায় বিভিন্ন চরিত্রে ফুটিয়ে তোলেন। 'উইমেনস ডে' আমার সেই অ্যাসিস্ট্যান্ট ভাইটার, যাঁর মা অসুস্থ থাকলেও নিজে প্রাতঃরাশ, মধ্যাহ্নভোজ তৈরি করে কাজে বেরয়। 'উইমেনস ডে' সেই পুরুষেরও যে আমাদের সঙ্গে কথা বলতে বলতে রাস্তার বাঁ পাশে আমাদের সুন্দর করে সরিয়ে নিয়ে যায়। 'উইমেনস ডে' আবার সেই পুরুষদেরও যাঁরা পিরিয়ডসের দিনগুলোতে স্ত্রীদের হাতে হটব্যাগ এগিয়ে দিয়ে বাড়ি সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয়। 'উইমেনস ডে' আমার ফ্লাইটের সিটের পিছনে বসা সেই ভদ্রলোকটিরও যিনি কেবিন থেকে আমার ভারী ব্যাগটা হাসিমুখে নামিয়ে দেন। আর এটা কোনও প্রতিযোগিতা নাকি যে, তুমি আগে না আমি আগে যাব?"
অভিনেত্রীর মন্তব্য, "আমাদের জীবনের ছোট ছোট কলামগুলো ভালোবাসা, বিশ্বাস, নির্ভরতা এই শব্দগুলো লিখে লিখে এক নতুন ক্যালেন্ডার-এর সৃষ্টি করব। যেটায় লেখা থাকবে, নারী-পুরুষ নির্বিশেষে আমরা সকলে সমান। তাই লিঙ্গ নির্বিশেষে সকলকে আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা।" এর পর থেকে প্রতিটা নারী দিবসে (International Women's Day 2025) শুভেচ্ছা জানানো হোক সেসব পুরুষদেরও, ২০২৫ সালে দাঁড়িয়ে শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের এহেন আন্তরিক বার্তায় খুশি অনুরাগীরা।