shono
Advertisement
Vicky Kaushal

দুদিনে ২ লক্ষ টিকিট! আগাম বুকিংয়েই রেকর্ড 'ছাবা'র, সুদিন শুরু ভিকির

প্রেম দিবস অর্থাৎ ১৪ ফেব্রুয়ারি বড়পর্দায় মুক্তি পাবে 'ছাবা'। তবে অনুরাগীদের তর সইছে না যেন!
Published By: Sucheta SenguptaPosted: 05:04 PM Feb 11, 2025Updated: 05:07 PM Feb 11, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুরুয়াতটা ভালোই হতে চলেছে ভিকি কৌশলের। তার ইঙ্গিতও মিলেছে। ঐতিহাসিক ছবি 'ছাবা'র আগাম বুকিং রেকর্ড গড়ল! বলিউডের আনাচকানাচে কান পেতে শোনা গেল, ৪৮ ঘণ্টার মধ্যেই স্রেফ ২লক্ষ টিকিট বুক হয়ে গিয়েছে। পর্দায় ইতিহাসের প্রেক্ষাপটে ভিকি, রশ্মিকার রসায়ন দেখতে শুধুমাত্র PVR, আইনক্সেই এত সংখ্যক আগাম টিকিট কেটে ফেলেছেন দর্শকরা। সকাল যেমন বুঝিয়ে দেয়, দিনটা কেমন যাবে, সেভাবেই আগাম বুকিংয়ে ইঙ্গিত, ভিকির সুদিন শুরু হল বলে!

Advertisement

'ছাবা'র প্রচারে কলকাতায় এসে হেরিটেজ হলুদ ট্যাক্সি চড়েছিলেন ভিকি কৌশল।

ছত্রপতি সম্ভাজির জীবন নিয়ে বলিউডে তৈরি হয়েছে ‘ছাবা’। সম্ভাজি স্বয়ং ভিকি কৌশল। সম্প্রতি ‘জয় ভবানী’ ধ্বনিতে ‘ছাবা’র ট্রেলার প্রকাশ্যে এসেছে। আর সেখানেই সম্ভাজির তেজোদীপ্ত চরিত্র নিয়ে পর্দায় ভিকির আগমন আরও একবার তাঁর অভিনয় প্রতিভার ঝলক দেখিয়েছে। ট্রেলারে দেখা যায়, একা হাতে শত্রুদমনে দক্ষ সম্ভাজিরূপী ভিকি। এই ছবি মারাঠি পরিচালক লক্ষ্মণ উতেকারের একেবারে যাকে বলে ড্রিম প্রজেক্ট! দীর্ঘদিন ধরে সযত্নে ছবিটি তৈরি করেছেন তিনি। পর্দায় সম্ভাজি হয়ে উঠতে কম পরিশ্রম করেননি ভিকিও। ওয়ার্কওয়াট করে নিজের ওজন ১০০ কেজি করে ফেলেছিলেন। ঘোড়দৌড় থেকে লাঠিখেলা - সব শিখে নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছেন বীর সম্ভাজির চরিত্র। মারাঠি মহারাজের চরিত্রে ভিকি কৌশল এককথায় দুর্ধর্ষ।

শুটিংয়ের নানা মুহূর্তের কথা শুনিয়েছিলেন পর্দার সম্ভাজি।

মাঝে আর মাত্র দুদিন। প্রেম দিবস অর্থাৎ ১৪ ফেব্রুয়ারি বড়পর্দায় মুক্তি পাবে 'ছাবা'। ইনস্টাগ্রামে নিজের 'মহারাজকীয়' ছবি পোস্ট করে আগাম টিকিট বুকিংয়ের খবর জানিয়েছেন ভিকি। ঐতিহাসিক ছবি নিয়ে তাঁর কমেন্ট - ''শুরু হয়ে গিয়েছে আগাম টিকিট বুকিং। সবার সঙ্গে দেখা হচ্ছে ১৪ ফেব্রুয়ারি।'' অনুরাগীরা অবশ্য সেটুকু অপেক্ষা করতেও রাজি নন। ফার্স্ট ডে ফার্স্ট শো যাতে মিস না হয় তার জন্য আগাম টিকিট কেটে ফেলেছেন। ভিকি কৌশল-অক্ষয় খান্না-রশ্মিকা মন্দানার ছবি দেখতে সিনেমাহলের বাইরে লম্বা লাইন চোখে পড়ল বলে! সেইসঙ্গে প্রযোজকের লক্ষ্মীলাভও অবধারিত।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement