shono
Advertisement
Alia Bhatt

দেশের জন্য আত্মত্যাগ, কেরিয়ারের বড় সুযোগ অবলীলায় ছাড়লেন আলিয়া!

যদিও এমন সিদ্ধান্তে কোনও আক্ষেপ নেই রণবীরঘরনির।
Published By: Sulaya SinghaPosted: 09:48 PM May 13, 2025Updated: 09:49 PM May 13, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জীবনের প্রথম সবকিছুর অভিজ্ঞতাই ভীষণভাবে স্পেশাল হয়। আর তা যদি হয় নিজের কেরিয়ারের কোনও প্রথম পদক্ষেপ হয়, তাহলে তার অনুভূতি আরও আলাদা। অভিনেত্রী আলিয়া ভাটও তার ব্যতিক্রম নন। রণবীরঘরনির জীবনে বড় এক প্রাপ্তি হতে হতেও হচ্ছে না। বলা ভালো নিজেই সে সুযোগ ছেড়েছেন আলিয়া। কান চলচ্চিত্র উৎসবের জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণের কথা ছিল আলিয়ার। তবে দেশের বর্তমান পরিস্থিতির দিকে তাকিয়েই সেই অনুষ্ঠানে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আলিয়া। ইতিমধ্যেই নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে সেকথা জানিয়েছেন রাহা জননী।

Advertisement

 

 

আজ ১৩ মে থেকে ২৪ মে পর্যন্ত চলবে কান চলচ্চিত্র উৎসব। এই বছর কানে অভিষেক হত তাঁর। আর তা নিয়ে নিজেও বেশ উচ্ছ্বসিত ছিলেন অভিনেত্রী। একটি সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসাবে যোগ দেওয়ার কথা ছিল তাঁর। উড়ে যাওয়ার কথা ছিল ফ্রান্সে। কিন্তু শেষ মুহূর্তে নিজের সিদ্ধান্ত বদল করেন আলিয়া। আর তার জেরেই অন্তত এই বছরের মতো কানের উদ্বোধনে অংশ নেওয়া হল না কাপুর পরিবারের বউমার।

তবে তাতে কোনও আক্ষেপ নেই আলিয়ার। বরং তাঁর এই ত্যাগে দেশপ্রেমই প্রকাশ পেয়েছে। ইতিমধ্যেই মেট গালার গালিচায় ধরা দিয়েছিলেন আলিয়া। সেই অনুষ্ঠানে তাঁর সাজ মন ছুঁয়েছিল অনুরাগীদের। অনেকগুলো বছর ধরে কানের রেড কার্পেটে নিয়ম করে দেখা গিয়েছে ঐশ্বর্যকে। কখনও আবার সঙ্গে থেকেছেন মেয়ে আরাধ্যাও। এবার সেই পথেই হাঁটতে চলেছিলেন আলিয়া। তবে শেষমেশ সিদ্ধান্ত বদল করলেন বলি ডিভা।

তিনি লিখেছেন, 'যখন আমরা নিজেদের বাড়িতে সুরক্ষিত রয়েছি ঠিক সেই সময়েই অন্ধকারে অনেকে বিনিদ্রা পাহারা দিচ্ছে। যাতে আমরা শান্তিতে ঘুমোতে পারি। নিজেদের জীবন বাজি রেখেছেন তাঁরা। এটা শুধুমাত্র সাহসিকতা নয় বরং এটা বড় আত্মত্যাগ। প্রতিটি উর্দিধারীর পিছনে রয়েছেন একজন মা। যিনি জানেন তাঁর সন্তান অনিশ্চয়তার সঙ্গে প্রতিটি রাত কাটাচ্ছেন।' এমন সময়ে তাই নিজের দেশে থাকাকেই প্রাধান্য দিচ্ছেন তিনি। তবে উদ্বোধনে না গেলেও ১১দিন ব্যাপী এই চলচ্চিত্র উৎসবে অংশ নিতেও পারেন বলে জানাচ্ছেন অভিনেত্রী।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • একটি সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসাবে যোগ দেওয়ার কথা ছিল ।
  • উড়ে যাওয়ার কথা ছিল সুদূর ফ্রান্সে। কিন্তু শেষ মুহূর্তে নিজের সিদ্ধান্ত পরিবর্তন করেন আলিয়া।
  • আর তার জেরেই অন্তত এই বছরের মত কান চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণ করা হল না কাপুর পরিবারের বউমার।
Advertisement