shono
Advertisement
Ankush Hazra

অঙ্কুশের চোখে নারীরা ঠিক কতটা জটিল? ছবি মুক্তির আগে অকপট নায়ক

বছরের প্রথম রিলিজ অঙ্কুশ-ঐন্দ্রিলার।
Published By: Arani BhattacharyaPosted: 11:07 AM Jan 04, 2026Updated: 04:37 PM Jan 04, 2026

স্টাফ রিপোর্টার: বছরের প্রথম রিলিজ অঙ্কুশ-ঐন্দ্রিলার। তাঁদের আসন্ন ছবি 'নারী চরিত্র বেজায় জটিল' নিয়ে তাঁরা দু'জনেই উত্তেজিত। অঙ্কুশ (Ankush Hazra) জানাচ্ছেন, অনেকদিন পর এরকম কমার্শিয়াল ঘরানার ছবি নিয়ে দর্শকের মধ্যে উন্মাদনা টের পাচ্ছেন। ছবির টিজার, ট্রেলার এবং গান জনপ্রিয় হয়েছে। যার নেপথ্যে কোনওরকম 'বুস্টিং' নেই। অর্গানিকালি মানুষের ভালোবাসা পেয়েছে। অভিনেতা বলছেন, 'হয়তো কনসেপ্টটা মানুষের ভালো লাগছে বলে সংযোগ অনুভব করছে। তাই মানুষের এমন প্রতিক্রিয়া।'

Advertisement

'রক্তবীজ টু'-এ অঙ্কুশের অভিনয় দর্শকের কাছে অভিনেতার আস্থা বৃদ্ধি করেছে এক ধাক্কায় অনেকটা। তাঁর অভিনীত ও প্রযোজিত নতুন ছবির টাইটেল বলে, নারী চরিত্র জটিল। আদৌ কি নারীরা তেমন? প্রেমিকা ঐন্দ্রিলাকে কি তেমন জটিল মনে হয়? জিজ্ঞেস করতে অঙ্কুশ হাসছেন, "দেখুন, অনেক সময় এমন হয় মেয়েরা একটা জিনিস বোঝাতে চায় কিন্তু কথায় অন্যরকম লাগে। অর্থাৎ মনে এক, মুখে আলাদা হয়ে যায়। সেটা সারল্যের 'নারী চরিত্র বেজায় জটিল' সিনেমায় অঙ্কুশ-ঐন্দ্রিলা। অর্থাৎ মনে এক, মুখে আলাদা হয়ে যায়। সেটা সারল্যের কারণে হতে পারে বা জটিল স্বভাবের কারণেও হতে পারে। দেখেছি, যদি ছেলেরা কোথাও আড্ডায় বসে, মূল আলোচনা হয় 'নারী চরিত্র বেজায় জটিল' বিষয়টা নিয়ে। আমার মনে হয় এই বিষয়টার সঙ্গে অনেকে রিলেট করতে পারবে। তার জন্যই এমন টাইটেল।” ১৪ ফেব্রুয়ারি অঙ্কুশের জন্মদিন, সেই সময় রিলিজ করছেন না কেন? অভিনেতার বক্তব্য, "অনেকটা দেরি হয়ে যেত। এবং ছবিটির ইতিমধ্যে স্যাটেলাইট ও ডিজিটাল রাইটস বিক্রি হয়ে গেছে। আর নির্দিষ্ট সময়ে রিলিজ করার বিষয় থাকে, নয়তো ডিল-টা হেরফের হয়ে যেত। আর শুটিংও অনেকদিন আগে করা। মজার পারিবারিক ছবি, পরিচালনায় সুমিত-সাহিল। ইতিমধ্যে ছবির 'কাঁটা ফুটেসে' এবং শিলাজিতের গাওয়া 'ডান্ডা ২.০' গানটা শ্রোতারা ভালোবেসেছে।

পনেরো বছর পেরিয়ে গেলেন অঙ্কুশ ইন্ডাস্ট্রিতে নতুন বছরে। তাঁর উপলব্ধি অনেক ভালো-মন্দ মিলিয়ে। তবে সব চেয়ে বড় পাওনা- কোনওদিন ভাবেননি পনেরো বছর ধরে অভিনেতা হিসাবে প্রাসঙ্গিক থাকবেন এবং নিজের জায়গা ধরে রাখতে পারবেন। বা বড় প্রযোজক-পরিচালকের ভাবনার তালিকায় থাকবেন দীর্ঘদিন ধরে। শহরতলি থেকে উঠে এসে প্রথমে অভিনেতা, তার পরে প্রযোজক হয়েছেন। তিনি বলছেন, "পুরোটাই স্বপ্নের মতো। ছবি বানিয়েছি, রিলিজ করেছি। প্রযোজক হিসেবে দ্বিতীয় ছবি 'নারী চরিত্র বেজায় জটিল'। সব মিলিয়ে স্বপ্নের মতো লাগে। আর ঝুঁকি নিতে আমি তৈরি। সব ধরনের গল্প বলতে চাই। এরপর দেখা যাক।" অঙ্কুশের মতে এটা সরল ছবি। কিন্তু বক্স অফিসের অঙ্ক তো জটিল। সে প্রসঙ্গ উঠতেই তিনি হাসতে হাসতে জানালেন, নতুন বছরে তিনি আশাবাদী নতুন ছবি নিয়ে। ৯ই জানুয়ারি মুক্তি পেতে পারে ছবিটি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • তাঁদের আসন্ন ছবি 'নারী চরিত্র বেজায় জটিল' নিয়ে তাঁরা দু'জনেই উত্তেজিত।
  • অঙ্কুশ জানাচ্ছেন, অনেকদিন পর এরকম কমার্শিয়াল ঘরানার ছবি নিয়ে দর্শকের মধ্যে উন্মাদনা টের পাচ্ছেন।
  • "ছবির টিজার, ট্রেলার এবং গান জনপ্রিয় হয়েছে। যার নেপথ্যে কোনওরকম 'বুস্টিং' নেই।"
Advertisement