shono
Advertisement
Nari Choritra Bejay Jotil

'নারী চরিত্র বেজায় জটিল'-এর ৩০ ফুটের কাটআউট ভাঙচুর, 'কোন দুনিয়ায় বাস করি?' ক্ষোভ অঙ্কুশের

ছবি মুক্তির ২৪ ঘণ্টা আগেই ফের টলিউডে তাণ্ডব?
Published By: Sandipta BhanjaPosted: 08:25 PM Jan 08, 2026Updated: 08:25 PM Jan 08, 2026

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৯ জানুয়ারি, শুক্রবার মুক্তি পাচ্ছে 'নারী চরিত্র বেজায় জটিল'। অঙ্কুশ-ঐন্দ্রিলা অভিনীত এই রোম্যান্টিক, কমেডি ঘরানার সিনেমা টিজার-ট্রেলারে ইতিমধ্যেই উন্মাদনার পারদ চড়িয়েছে। দর্শকমহলের কাছে এই ছবি পৌঁছে দিতে কোনওরকম কসরত বাকি রাখছেন না তারকাজুটিও। এমন আবহেই নবীনা সিনেমা হলের বাইরে অঙ্কুশ-ঐন্দ্রিলার কাটআউটে ভাঙচুরের খবর প্রকাশ্যে এল। রিলিজের আগের দিন এহেন তাণ্ডবলীলায় ক্ষোভে ফেটে পড়েছেন অঙ্কুশ।

Advertisement

ঠিক কী ঘটেছে? খবর, দক্ষিণ কলকাতার ওই প্রেক্ষাগৃহের বাইরে 'নারী চরিত্র বেজায় জটিল'-এর ৩০ ফুট দৈর্ঘ্যের একটি কাটআউট রাখা ছিল। সেই কাটআউটে ছিল অঙ্কুশ-ঐন্দ্রিলার সিনেমার লুক। তবে শুক্রবার সিনেমা রিলিজের আগেই তাতে কোপ পড়ল! বর্তমানে সেটি ভাঙাচোরা অবস্থায় রাস্তার ধারে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। আর সেই ক্যামেরাবন্দি মুহূর্তই সোশাল মিডিয়ায় শেয়ার করে গর্জে উঠেছেন অঙ্কুশ। যা দেখে একাংশের অনুমান, এটা নিছক দুর্ঘটনায় নয়, উদ্দেশ্যপ্রণোদিতভাবেই এমন কাণ্ড ঘটানো হয়েছে! কিন্তু কে বা কারা এর নেপথ্যে? সেই খোঁজ এখনও পাওয়া যায়নি।

সিনেমা রিলিজের ২৪ ঘণ্টা আগে এহেন অনভিপ্রেত অভিজ্ঞতার শিকার হয়ে অঙ্কুশের মন্তব্য, "মানুষ মানুষের ক্ষতি করে কি আনন্দ পায় কে জানে? 'নারী চরিত্র বেজায় জটিল'-এর ৩০ ফুটের কাটআউট এইভাবে নষ্ট করে দেওয়া হলো নবীনা সিনেমাহলের সামনে। অবাক লাগে ভাবলে, কোন জগতে আমরা বসবাস করছি?" এই অবশ্য প্রথম নয়! এর আগেও টলিপাড়ায় সিনেমা মুক্তির প্রাক্কালে পোস্টার ছেঁড়ার ঘটনা ঘটেছে। দিন কয়েক আগেই এহেন 'হুমকি সংস্কৃতি'র বিরুদ্ধে টলিপাড়ার প্রযোজক, পরিচালকরা একজোট হয়ে লালবাজারে লিখিত অভিযোগ জমা দিয়েছিলেন। সপ্তাহ ঘুরতেই কিনা ফের এহেন কাণ্ডে তোলপাড় বাংলা সিনেদুনিয়া?

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ৯ জানুয়ারি, শুক্রবার মুক্তি পাচ্ছে 'নারী চরিত্র বেজায় জটিল'।
  • এমন আবহেই নবীনা সিনেমা হলের বাইরে অঙ্কুশ-ঐন্দ্রিলার কাটআউটে ভাঙচুরের খবর প্রকাশ্যে এল।
  • রিলিজের আগের দিন এহেন তাণ্ডবলীলায় ক্ষোভে ফেটে পড়েছেন অঙ্কুশ।
Advertisement