সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারত-পাকিস্তান সংঘাত আবহে সরগরম নেটপাড়া। 'দুষ্টু' প্রতিবেশী দেশকে শায়েস্তা করতে যুদ্ধ চাইছে একাংশ। এমন আবহে দুই দেশের যুদ্ধ বিরতি নিয়ে সোশাল মিডিয়ায় মিমের অন্ত নেই! ভারতীয়দের একাংশেরই এমন পদক্ষেপের তীব্র সমালোচনা জানিয়ে প্রায় 'যুদ্ধ দুন্দুভি' বাজিয়ে দেওয়ার জোগাড়! এমন আবহেই শনিবার ভারত-পাকিস্তানের মধ্যে সংঘর্ষবিরতির কথা সাংবাদিক বৈঠকে জানিয়ে কদর্য আক্রমণের শিকার হতে হয়েছে বিদেশসচিব বিক্রম মিসরিকে (Vikram Misri)। 'অ্যান্টি-ন্যাশনাল', 'প্রতারক', 'বেইমান', এহেন নানা কটুক্তিতে ছেয়ে গিয়েছে নেটপাড়া। এমতাবস্থায় বিক্রম মিসরির ঢাল হয়ে দাঁড়ালেন অনুপম খের (Anupam Kher)। পাশাপাশি নিন্দুকদের উদ্দেশে কড়া তোপ দাগতেও পিছপা হলেন না বলিউডের প্রবীণ অভিনেতা!
শনিবার ট্রাম্পের এক্স হ্যান্ডেল পোস্টের পরই বিদেশসচিব বিক্রম মিসরি সংঘর্ষবিরতির কথা ঘোষণা করেন সোশাল মিডিয়ায়। যদিও সাংবাদিক বৈঠকে তিনি মার্কিন প্রেসিডেন্টের কোনও উচ্চবাচ্চ্য করেননি! তার পর থেকেই লাগাতার কটাক্ষ ধেয়ে আসে তাঁর দিকে। শুধু তাই নয়, বিদেশসচিবের মেয়েকেও অশ্লীল মন্তব্যের মুখে পড়তে হয়েছে। সংশ্লিষ্ট ইস্যুতে নিন্দার ঝড় রাজনৈতিক মহলে। বিদেশসচিবের হয়ে সরব হয়েছেন বিভিন্ন বিরোধী শিবিরের নেতারাও। এমতাবস্থাতেই অনুপম খের এক্স হ্যান্ডেলে লিখলেন, 'প্রিয় বিক্রম মিসরি, টিভির পর্দায় বা সোশাল মিডিয়ায় আপনাকে দেখে আমাদের ভারতীয়দের উপর খুবই শান্ত প্রভাব পড়েছে। আপনার দেওয়া বক্তৃতা আপনার আত্মবিশ্বাস, মানসিক শক্তির পরিচয় দেয়। এটাই বুঝিয়ে দেয় আপনার আসল পরিচয়। শান্ত, সংযত এবং সহানুভূতিশীল আচরণের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। কোনও ইস্পাতসম মানুষই আদতে বাইরে থেকে এতটা শক্ত হতে পারেন। জয় হিন্দ!'
২২ এপ্রিল পহেলগাঁও হামলার পর থেকে পাকিস্তানের বিরুদ্ধে ফুঁসছে দেশবাসী। সন্ত্রাসবাদের আঁতুড়ঘর গুঁড়িয়ে দিতে ৬ মে মাঝরাতে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে অপারেশন সিঁদুর শুরু করে নরেন্দ্র মোদির সরকার। যার পালটা দিতে ভারতে হামলা চালানোর চেষ্টা করে ইসলামাবাদ। যা রুখে দেয় ভারতীয় সেনা। দু’দেশের এই যুদ্ধবিরতি নিয়ে উদ্বেগ বাড়ে আন্তর্জাতিক মহলে। এই অভিযান শুরু হওয়ার পর থেকে কর্নেল সোফিয়া কুরেশি ও উইং কমান্ডার ব্যোমিকা সিংকে প্রতিদিন সাংবাদিক সম্মেলন করে নানা তথ্য জানাতেন বিদেশ সচিব। গত ১০ মে (শনিবার) ভারত-পাকিস্তান সংঘর্ষবিরতিতে সম্মত হয়েছে। ঘোষণার ঘণ্টাকয়েক পরই পাকিস্তান হামলা চালাতে থাকে ভারতের নানা জায়গায়। এরপরই সোশাল মিডিয়ায় কটাক্ষের মুখে পড়তে হয় বিদেশসচিবকে। রেয়াত করা হয়নি তাঁর পরিবারকেও। আর সেই প্রেক্ষিতেই অপারেশন সিঁদুরের সাংবাদিক বৈঠক নিয়ে বিক্রম মিসরির কুটনৈতিক বুদ্ধি এবং সংযমী আচরণের প্রশংসা করেন অনুপম খের।
