shono
Advertisement
B Praak

সলমনের পর বিষ্ণোইদের টার্গেটে বি প্রাক, '১০ কোটি দাও নইলে জ্যান্ত পুঁতে দেব', এল হুমকি ফোন

অজ্ঞাত নম্বর থেকে খুনের হুমকি। মোহালি পুলিশের কাছে দায়ের অভিযোগ।
Published By: Sandipta BhanjaPosted: 12:14 PM Jan 17, 2026Updated: 12:14 PM Jan 17, 2026

বিগত আড়াই দশক ধরে লাগাতার খুনের হুমকি ছুঁড়েও সলমন খানের 'টিকি' পায়নি বিষ্ণোই গ্যাং। অতঃপর যত্ত রাগ গিয়ে পড়েছে ভাইজান ঘনিষ্ঠদের উপর। বিগত বছরগুলিতে সলমনের কাছের মানুষদের ধমকে-চমকে নানাভাবে হুঁশিয়ারি দেগেছে এই নিষিদ্ধ গোষ্ঠী। এবার বিষ্ণোইদের টার্গেটে জনপ্রিয় গায়ক বি প্রাক।

Advertisement

দ্বিতীয় সন্তানের মৃত্যুর পর সদ্য তৃতীয়বার বাবা হয়েছেন বি প্রাক। যে কারণে ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে পোস্টও করেছিলেন শিল্পী। এবার সেই গায়ককেই কিনা প্রাণনাশের হুমকি দিল বিষ্ণোইরা। খবর, গত ৫ জানুয়ারি প্রাকের ঘনিষ্ঠ পাঞ্জাবি গায়ক দিলনূরের কাছে অজ্ঞাত নম্বর থেকে ফোন আসে। যদিও দিলনূর তখন ব্যস্ত থাকায় ফোনটি ধরতে পারেননি। তবে চব্বিশ ঘণ্টা যেতে না যেতেই এক বিদেশি ফোন নম্বর থেকে উপদ্রব শুরু হয়। সেই ফোনটি ধরার পর দিলনূরের কাছে বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় তিনি লাইন কেটে দেন। এরপরই একটি ভয়েস মেসেজ পান বি প্রাক ঘনিষ্ঠ ওই পাঞ্জাবী গায়ক। তখনই পিলে চমকে ওঠে তাঁর!

ওই ভয়েস নোটে পরিস্কার বলা হয়, "আমরা ১০ কোটি টাকা চাই- এই বার্তাটা বি প্রাকের কাছে পৌঁছে দাও। তোমার কাছে এক সপ্তাহ সময় আছে। তুমি যে কোনও দেশে যেতে পারো, কিন্তু বি প্রাক ঘনিষ্ঠ কাউকে সামনাসামনি পেলেই আমরা তার ক্ষতি করব।" তবে এখানেই থামেনি ওই নিষিদ্ধ গোষ্ঠী। ভয়েস নোটে তাদের সংযোজন, "আমাদের কোটি টাকা না দিলে বি প্রাককে বোলো, ওকে জ্যান্ত পুঁতে দেব।" ঘটনার পরই মোহালি পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে। সিনিয়র পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছেন দিলনূর। যদিও খুনের হুমকি নিয়ে জনপ্রিয় গায়ক বি প্রাক এখনও পর্যন্ত কোনওরকম বিবৃতি দেননি, তবে জানা গেল, পাঞ্জাব পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমেছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement