shono
Advertisement
Vidyut Jammwal

শরীরে সুতোটুকু নেই, নগ্ন হয়েই গাছে চড়লেন বিদ্যুৎ জামওয়াল, অভিনেতার এই ভিডিও দেখেছেন?

বিদ্যুতের এই ভিডিও নিয়ে তুমুল শোরগোল পড়েছে নেটপাড়ায়।
Published By: Arani BhattacharyaPosted: 08:41 PM Jan 10, 2026Updated: 09:37 PM Jan 10, 2026

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অভিনয় হোক বা অ্যাকশন হিরো, সবেতেই তিনি আগুন ধরাতে ওস্তাদ। তিনি বলিউডের অ্যাকশন হিরো। পর্দায় তাঁর পাওয়ার প্যাকড অ্যাকশনে বুঁদ হয়ে থাকেন দর্শক। শরীরচর্চার জন্য চিরাচরিত জিমের বাইরে মার্শাল আর্টসের চর্চাও করেন তিনি। মাঝেমাঝে পর্দায় আসেন আর দর্শক হৃদয়ে ঝড় তলেন বিদ্যুৎ। এবার তিনি এমন কিছু করে বসলেন যা নিয়ে তুমুল শোরগোল পড়েছে নেটপাড়ায়। কী এমন করলেন অভিনেতা?

Advertisement

নিজের ইনস্টাগ্রামে এদিন একটি ভিডিও শেয়ার করেন অভিনেতা। আর সেখানেই দেখা যায় বিদ্যুৎকে নগ্ন হয়ে প্রকৃতির মাঝে বিচরণ করতে। গায়ে তাঁর সুতোটুকু নেই। কখনও তিনি অইভাবেই গাছে চড়ছেন, তো কখনও আবার নদীতে নেমে যাচ্ছে, আবার ওইভাবেই চা বানাচ্ছেন তিনি। তাঁকে এইভাবে দেখে আদিম মানবের কথা মনে হতে বাধ্য। অনেকেরই চক্ষু চড়কগাছ হয়েছে তাঁর অনুরাগীদের। অনেকের মনেই এই প্রশ্ন জেগেছে যে, কেন হঠাৎ এই রূপ পছন্দের অভিনেতার? ভিডিওর ক্যাপশনেই তা খোলসা করেছেন বিদ্যুৎ। তিনি লিখেছেন, 'একে বলে কালারিপায়াত্তু। আমি প্রতি বছর নির্দিষ্ট একটা সময় এভাবেই প্রকৃতির মাঝে কাটাই। এটাকে বলে সহজা। এর অর্থ হল প্রকৃতির মধ্যে সহজাত ভাবে জীবনযাপন। প্রকৃতির সঙ্গে গভীর সংযোগস্থাপন। আমি এতা গত চোদ্দ বছর ধরে করছি। প্রতি বছর সাত দশ দিন এভাবেই প্রকৃতির মাঝে হারিয়ে যাই আমি।'

 

বিদ্যুতের এই ভিডিও নেটপাড়ায় ভাইরাল হতেই কমেন্ট বক্সে আছড়ে পড়েছে নেটিজেনদের নানা মন্তব্য, কেউ কেউ লিখেছেন, 'উনি ঠিক আছেন তো?' , কেউ আবার বলেছেন, 'উর্বশী রাউতেলার পুরুষ সংস্করণ', কেউ আবার বলেছেন, 'একটা পোশাক পরেও তো গাছে চড়া যেত।' যদিও এসবের কোন উত্তর দেননি বিদ্যুৎ। এর আগেও এক মঞ্চে গরম মোম মুখে ঢেলে সমালোচিত হয়েছিলেন বিদ্যুৎ। বলে রাখা ভালো, বেশ কিছুমাস আগে নিজের সোশাল মিডিয়াতে একটি পোস্ট করে বিদ্যুৎ জানিয়েছিলেন, তাঁর হলিউডে অভিষেকের কথা। এক্কেবারে ভিন্ন লুকে, ভিন্ন চরিত্রে আগামীতে তাঁকে পর্দায় আবিষ্কার করবেন দর্শক। হলিউডের ‘স্ট্রিট ফাইটার’ ছবিতে দেখা যাবে অভিনেতাকে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • নিজের ইনস্টাগ্রামে এদিন একটি ভিডিও শেয়ার করেন অভিনেতা।
  • আর সেখানেই দেখা যায় বিদ্যুৎকে নগ্ন হয়ে প্রকৃতির মাঝে বিচরণ করতে।
  • কখনও তিনি ওইভাবেই গাছে চড়ছেন, তো কখনও আবার নদীতে নেমে যাচ্ছে, আবার ওইভাবেই চা বানাচ্ছেন তিনি।
Advertisement