shono
Advertisement

‘জঘন্য অপরাধ’, এই দুঃসময়ে দেশজুড়ে চিকিৎসক হেনস্তার বিরুদ্ধে সরব হলেন অজয় দেবগন

সরব হয়েছেন অভিনেত্রী তথা রাজনীতিক হেমা মালিনিও। The post ‘জঘন্য অপরাধ’, এই দুঃসময়ে দেশজুড়ে চিকিৎসক হেনস্তার বিরুদ্ধে সরব হলেন অজয় দেবগন appeared first on Sangbad Pratidin.
Posted: 05:33 PM Apr 12, 2020Updated: 07:06 PM Apr 12, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মারণ ভাইরাসের সম্মুখীন হয়ে দিনরাত প্রাণপাত করে নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে লড়ে যাচ্ছেন চিকিৎসকরা। গোটা দেশবাসী যখন হোম কোয়ারেন্টাইনে। তখন ওঁদের কিন্তু ছুটি নেই! পরিবার পরিজন ছেড়ে সদা কর্তব্যে অবিচল। দেশের সেবায়, দশের স্বার্থে যাঁরা এভাবে লড়ে যাচ্ছেন, তাঁদেরকেই কিনা হেনস্তার শিকার হতে হচ্ছে কখনও সাধারণ মানুষের হাতে, আবার কখনও বা সমাজের রক্ষক পুলিশদের হাতে! সম্প্রতি, চিকিৎসক-স্বাস্থ্যকর্মী তথা জরুরী পরিষেবার সঙ্গে যুক্ত সকলকে ধন্যবাদ জানানোর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ডাকে সাড়া দিয়ে গোটা দেশ থালা-বাসন বাজিয়েছে, হাততালি দিয়েছে। আর এখন কিনা দেশের বিভিন্ন প্রান্ত থেকে চিকিৎসক হেনস্তার মতো লজ্জার ছবি উঠে আসছে! স্বাস্থ্যকর্মীদের হেনস্তার প্রতিবাদেই গর্জে উঠলেন অভিনেতা অজয় দেবগন।

Advertisement

অজয়ের কথায়, “আমাদের দেশের তথাকথিত শিক্ষিত মানুষেরাই তাঁদের প্রতিবেশী ডাক্তারদের হেনস্তা করছে। সংবাদমাধ্যমে যা সব দেখছি তাতে প্রচণ্ড বিরক্ত এবং ক্ষিপ্ত আমি। এরাই সবথেকে জঘন্য অপরাধী।” চিকিৎসকদের হেনস্তার অভিযোগ উঠেছে দিল্লি, হরিয়ানা, ভোপাল, হায়দরাবাদ, বেঙ্গালুরু-সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে। দিন কয়েক আগের কথা। ভোপালে দুই জুনিয়র ডাক্তার ডিউটি সেরে সবে হাসপাতাল থেকে বেরিয়েছেন। তাঁদের পুলিশ দেখেই পুলিশ মারতে শুরু করে। পরিচয়পত্র দেখিয়েও লাভ হয়নি। উলটে তাঁদের কপালে জুটেছে তিরস্কার- ডাক্তার তো এখন বাইরে কি করছেন, ভিতরে গিয়ে মানুষের সেবা করুন? এও শুনতে হয়েছে যে, আপনাদের মতো ডাক্তারদের জন্যই দেশে করোনা ছড়াচ্ছে। বলেই দুই জুনিয়র ডাক্তারকে লাঠি দিয়ে মারতে শুরু করে। পুলিশের হাত থেকে ছাড় পাননি মহিলা চিকিৎসকও।

[আরও পড়ুন: ট্রাকে করে ত্রাণসামগ্রী পৌঁছচ্ছে মজুরদের বাড়ি, চুপিসারেই মানুষের সাহায্যে সলমন  ]

পরের ঘটনা, দিল্লির। সফদরজঙ্গ হাসপাতালের দুই মহিলা চিকিৎসক বাজারে গিয়েছিলেন আনাজপাতি কিনতে। সেই সময়ই এক ব্যক্তি তাঁদের দেখে মন্তব্য করেন, তাঁরা নাকি করোনা ছড়াতে বেরিয়েছে। এরপরই শুরু হয় মারধর। এখানেই শেষ নয়, দেশের বিভিন্ন শহরে কর্তব্যরত চিকিৎসকদের বের করে দেওয়া হয়েছে তাঁদের ভাড়া বাড়ি থেকে! এমন কঠিন পরিস্থিতিতে যাঁরা নিজের জীবন বাজি রেখে কাজ করছেন, তাঁদের প্রতি আক্রমণের এহেন অমানবিক চিত্র বারবার দেশে ফুটে উঠছে। আর এই বিষয়েই মুখ খুলেছেন অজয় দেবগন। অভিনেত্রী হেমা মালিনিও চিকিৎসক হেনস্তার তীব্র নিন্দা করেছেন।

[আরও পড়ুন: শাহরুখের ‘ম্যায় হুঁ না’র দৃশ্যই হাতিয়ার, ফিল্মি কায়দায় সচেতনতা প্রচার অভিযানে মুম্বই পুলিশ]

The post ‘জঘন্য অপরাধ’, এই দুঃসময়ে দেশজুড়ে চিকিৎসক হেনস্তার বিরুদ্ধে সরব হলেন অজয় দেবগন appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement