'অনির্বাণের হয়ে আমি ক্ষমাপ্রার্থী', শুক্রবার স্ক্রিনিং কমিটির বৈঠক শেষে এমনটাই বললেন দেব। মিটিংয়ের পর দেব সাংবাদিকদের মুখোমুখি হলে দেব-শুভশ্রী জুটির পরবর্তী ছবিতে অনির্বাণ থাকছেন কিনা সেই প্রশ্নের উত্তরে দেব বলেন, 'ওটা ফেক নিউজ।' তাহলে কি 'দেশু' জুটির পুজোর ছবিতে দেখা যাবে অনির্বাণকে?
এদিকে, কোন ছবি কবে মুক্তি পাবে, তা নিয়ে গত মাসখানেক ধরেই সংঘাতের চোরাস্রোত বইছে টলিপাড়ায়। স্ক্রিনিং কমিটির মত, সবাই সমান সুযোগ পাক। হিন্দি ছবি মুক্তির সময় বাংলা ছবি চাপে পড়ে এবং আভ্যন্তরীন বিষয় নিয়েই আজকের বৈঠক হয়েছিল। এসব নিয়েই আজ একটি বৈঠক হয় ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার্স অ্যাসোশিয়েশনের (ইম্পা) কলকাতা দপ্তরে। বৈঠক শেষে দেব বলেন, "আজকের মিটিংয়ে কী নির্ধারিত হল আমার মনে হয় সেটা পিয়া সেনগুপ্ত ও স্বরূপ বিশ্বাসই বলবেন। সেটাই ভালো হবে।" তবে এতেই ক্ষান্ত না থেকে নিজের পেটেন্ট ভঙ্গিতে টলি সুপারস্টার বলেন, "বাংলা ছবির ক্যালেন্ডার হবে কি না, স্ক্রিনিং কমিটি সিদ্ধান্ত নেবে। দেবের ক্যালেন্ডার দেব বলে দিয়েছে।" অর্থাৎ তিনি জানেন তাঁর ছবি কবে ছবি রিলিজ করবেন।
অন্যদিকে পুজোয় 'দেশু' জুটির আসন্ন ছবিতে নাকি দেখা যাবে অনির্বাণকেও। জোর জল্পনার মাঝেই এই প্রসঙ্গে দেব বলেন, "এটা ভুয়ো খবর। সত্যি বলতে গেলে চরিত্র নির্ধারণে আমি প্রথমে বুম্বাদাকেই ফোন করেছি, বুম্বাদা এখনও কিছু জানাননি। তবে এই ভুয়ো খবরটা ছড়ানোর পর সত্যিই আমি ভাবনাচিন্তা শুরু করেছি। আমার মনে হয়েছে এটা হলে মন্দ হয় না।"
প্রসঙ্গত, অনির্বাণের সঙ্গে টেকনিশিয়ান ফেডারেশনের সংঘাত চরমে উঠেছিল। তারপর থেকেই অলিখিত নিষেধাজ্ঞা জারি হয়েছে তাঁর উপর। এদিনের বৈঠকে এই সমস্যা মিটিয়ে নেওয়ার আবেদন করেন দেব। বলেন, "ও খুবই ভালো অভিনেতা। ফেডারেশনের সঙ্গে ওর দূরত্ব তৈরি হয়েছে। তবে আমি চাই আমার ছবিতে ও থাকুক বা না থাকুক ও অভিনয় করুক। ফেডারেশন তো টেকনিশিয়ান গিল্ডের মাথা, কাজেই আমি আমি ফেডারে.শন ও অবশ্যই তার সঙ্গে স্বরূপ বিশ্বাসকে অনুরোধ করব দয়া করে ওকে কাজ করতে দেওয়া হোক। যদি অনির্বাণকে ক্ষমা চাইতে হয় তাহলে আমি ওর হয়ে ক্ষমাও চেয়ে নিচ্ছি। আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তার সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করব বিষয়টা দেখার জন্য।"
অন্যদিকে এদিনের মিটিংয়ে কী নির্ধারিত হল তা স্বরূপ বিশ্বাসের কাছে জানতে চাইলে তিনি বলেন, "এখনই মিডিয়াতে কিছু বলার মতো নেই। আজ এগজিবিটরদের সঙ্গে স্ক্রিনিং কমিটি মিটিংয়ে বসেছিল।" তবে অনির্বাণ প্রসঙ্গে দেবের বক্তব্য না শুনে তিনি কোনও মন্তব্য করতে চাননি। উল্লেখ্য এদিনের মিটিংয়ে উপস্থিত ছিলেন পিয়া সেনগুপ্ত, স্বরূপ বিশ্বাস, দেব ছাড়াও রানা সরকার, নিশপাল সিং রানে, জয়দীপ মুখোপাধ্যায়, শতদীপ সাহা প্রমুখ।
