সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গুয়াহাটির জঙ্গলে 'দ্য ফ্যামিলি ম্যান' খ্যাত অভিনেতার রহস্যমৃত্যু! রবিবার বন্ধুদের সঙ্গে গড়ভাঙ্গার জঙ্গলে পিকনিক করতে গিয়েছিলেন রোহিত বাসফোরে। কিন্তু সেখান থেকে আর বাড়ি ফেরা হল না তাঁর। পরে জঙ্গলে ঝরনার ধারে মৃত অবস্থায় পাওয়া যায় রোহিতকে। অভিনেতার পরিবারের দাবি, 'ছেলেকে খুন করা হয়েছে।'
কাজের সূত্রে মুম্বইতে থাকলেও রোহিত বাসফোরে আদতে অসমের ভূমিপুত্র। মাস খানেক আগেই মায়ানগরী থেকে গুয়াহাটিতে নিজের বাড়ি ফিরেছিলেন তিনি। পরিবারের দাবি, রবিবার দুপুরে বন্ধুদের সঙ্গে একদিনের জন্য ঘুরতে যাবে বলে বেরিয়েছিল রোহিত। তখন বেলা সাড়ে বারোটা হবে। তবে সন্ধে পর্যন্ত ছেলের সঙ্গে ফোনে যোগাযোগ করতে না পারায় সন্দেহ হয় তাঁদের। তার ঘণ্টাখানেক বাদে এক বন্ধু ফোন করে দুর্ঘটনার খবর দেয় বাড়িতে। রোহিতকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। অভিনেতার পরিবারের দাবি, খুন করা হয়েছে তাঁদের ছেলেকে।
কেন খুনের দাবি করছে পরিবার? বলিউড সূত্র মারফৎ খবর, দিন কয়েক আগেই পার্কিং নিয়ে রঞ্জিত বাসফোরে, অশোক বাসফোরে এবং ধরম বাসফোরে নামে তিনজনের সঙ্গে বচসায় জড়িয়েছিলেন। সেইসময়েই অভিনেতাকে খুনের হুমকি দেন তারা। পরিবারের তরফে সন্দেহভাজনের তালিকায় অমনদীপ নামে জনৈক জিম প্রশিক্ষকও রয়েছেন, যিনি রোহিত বাসফোরেকে ঘুরতে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছিলেন। পুলিশ জানিয়েছে, সোমবার গুয়াহাটি মেডিক্যাল কলেজে ময়নাতদন্তের পর অটোপসি করা হয়েছে। অভিনেতার শরীরে একাধিক আঘাতের চিহ্নও রয়েছে। মুখে, মাথায়, ঘাড়ের ক্ষত বেশ গভীর। তদন্ত চলছে। তবে যাদের বিরুদ্ধে অভিযোগ, তারা নিখোঁজ।
