shono
Advertisement
Prabhas The Raja Saab

কুমির কাণ্ডের পর প্রভাসের 'অশিক্ষিত' ভক্তদের নতুন তাণ্ডব! বিধ্বংসী আগুনে ছারখার প্রেক্ষাগৃহ

ভক্তদের ভালোবাসার পরাকাষ্ঠা! নিন্দার ঝড় সোশাল পাড়ায়।
Published By: Sandipta BhanjaPosted: 11:45 AM Jan 10, 2026Updated: 11:45 AM Jan 10, 2026

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এমন ভালোবাসার নিদর্শন ভূ-ভারতে খুব কম সুপারস্টারদের জন্যেই দেখা গিয়েছে! প্রিয় তারকাদের সিনেমা রিলিজের দিন পোস্টারে দুধস্নান থেকে অনুরাগীদের বর্ণাঢ্য মিছিল, ঢোল-তাশাপার্টি নিয়ে উদ্দাম নাচগানার ঘটনা নতুন নয়। এমনকী সুপারস্টারের সিনেমার চরিত্রের অনুকরণে প্রেক্ষাগৃহে হাজির হওয়ার উদাহরণও রয়েছে ভুরি ভুরি। কিন্তু তাই বলে, সিনেমা হলে 'ডামি' কুমির নিয়ে হাজির হওয়া কিংবা আস্ত একটা থিয়েটার জ্বালিয়ে দেওয়া! প্রভাস অনুরাগীদের এমন কাণ্ডে হতবাক সিনেসমাজ। প্রশ্ন উঠেছে, নাগরিক হিসেবে তাঁদের দায়বদ্ধতা নিয়েও।

Advertisement

জানা যায়, প্রভাসের সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমা 'রাজা সাহেব'-এর শো চলাকালীন ভয়ানক অগ্নিকাণ্ড ঘটে ওড়িশার রায়গড়ায় এক প্রেক্ষাগৃহে। যেখানে অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছেন দর্শকাসনে প্রথম সারিতে বসা মানুষেরা। ঘটনাটি ঘটেছে ওড়িশার অশোক টকিজে। কিন্তু সিনেমা চলাকালীন কীভাবে হলের গর্ভগৃহে আগুন ধরে গেল? জানা গেল, পর্দায় যখন 'রাজা সাহেব'-এর এন্ট্রি সিকোয়েন্স দেখানো হচ্ছিল, সেসময়েই ধুন্ধুমার বাঁধে! একদল ভক্ত স্ক্রিনের সামনে এসে আচমকাই কেউ আরতি করা শুরু করেন আবার কেউ কেউ বা দেদার বাজি পোড়ানো শুরু করেন। আর তাতেই এহেন বিধ্বংসী অগ্নিকাণ্ড ঘটে। আগুন ধরে যায় পর্দায়! ফলত হুড়োহুড়ি পড়ে যায় প্রেক্ষাগৃহে। এরপরই কর্মীরা দ্রুত পদক্ষেপ নেন এবং তৎপরতার সঙ্গে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। যদিও কোনও হতাহতের খবর পাওয়া যায়নি তবে এহেন ঘটনার জেরে সাময়িকভাবে ছবির প্রদর্শনী বন্ধ রাখা হয়।

প্রভাস ভক্তদের এহেন কর্মকাণ্ডের ভিডিও প্রকাশ্যে আসতেই নেটদুনিয়ায় নিন্দার ঝড়! দক্ষিণী তারকার অনুরাগী শিবিরকে কেউ কেউ আবার 'অশিক্ষিত' বলেও কটাক্ষ করেছেন। শুক্রবার আবার হায়দরাবাদের এক প্রেক্ষাগৃহে নকল কুমির হাতে ঢুকে শোরগোল ফেলে দিয়েছিলেন অনুরাগীরা। সেই কুমিরকাণ্ডের পর এবার প্রেক্ষাগৃহে আগুন! যা দেখেশুনে প্রতিবাদে গর্জে উঠেছেন নেটপাড়ার একাংশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • জানা যায়, প্রভাসের সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমা 'রাজা সাহেব'-এর শো চলাকালীন ভয়ানক অগ্নিকাণ্ড ঘটে ওড়িশার রায়গড়ায় এক প্রেক্ষাগৃহে।
  • খানে অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছেন দর্শকাসনে প্রথম সারিতে বসা মানুষেরা।
  • এহেন ঘটনার জেরে সাময়িকভাবে ছবির প্রদর্শনী বন্ধ রাখা হয়।
Advertisement