সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বক্স অফিসে বিজয়রথ ছোটানো 'ধুরন্ধর'-এর সমালোচনা? ভয়ানক বিতর্কে জড়ালেন হৃতিক রোশন (Hrithik Roshan on Dhurandhar)। রণবীর সিং, অক্ষয় খান্নাদের হাইভোল্টেজ পারফরম্যান্সের প্রশংসা করার পাশাপাশি পরিচালক আদিত্য ধরের দায়িত্ববোধ নিয়েও প্রশ্ন তুলেছিলেন বলিউডের 'গ্রিক গড'। আর তাতেই নেটভুবনের রোষানলে পড়তে হল বলিউড সুপারস্টারকে। সাফাই দিয়েও চিঁড়ে ভেজেনি! হৃতিক রোশনকে নিয়ে এইমুহূর্তে ট্রোল-মিমের ছড়াছড়ি। এমনকী প্রশ্ন উঠেছে, 'হৃতিকের সোশাল মিডিয়ার পাসওয়ার্ড কি প্রেমিকা সাবা আজাদের কাছে থাকে নাকি প্রাক্তন কঙ্গনা রানাউতের কাছে?'
ঠিক কী ঘটেছে? গোটা দেশ বর্তমানে 'ধুরন্ধর' জ্বরে কাবু। পঁচিশের বক্স অফিস নম্বরের নীরিখেও দৌড়ে অনেকটা এগিয়ে আদিত্য ধর পরিচালিত সিনেমা। জাতীয় স্তরে ২০০ কোটি ছুঁইছুঁই, আর আন্তর্জাতিক আঙিনায় ২৭৫ কোটির ব্যবসা করে ফেলেছে 'ধুরন্ধর'। দক্ষিণী সিনেমার রমরমার বাজারে বলিউডের জন্য যে এটা নিঃসন্দেহে নতুন মাইলস্টোন, তা বলাই বাহুল্য। সেই প্রেক্ষিতেই হিন্দি সিনেদুনিয়ার তারকারা প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন এই ছবিকে। এমন আবহে চর্চায় হৃতিক রোশনের 'ধুরন্ধর' রিভিউ।
'ধুরন্ধর' সিনেমায় রণবীর সিংয়ের এই লুক মুগ্ধ করেছে দর্শকদের। ফাইল ছবি।
গ্রিক গড লিখেছিলেন, "আমি সিনেমা ভালোবাসি। কিন্তু তার থেকেও আমার ভালোলাগার যাঁরা সিনেমার গল্পকেই সবটা নিয়ন্ত্রণ করতে দেয়। 'ধুরন্ধর' তেমনই একটি ছবি। পর্দায় যেরকম দক্ষতার সঙ্গে গল্পটা তুলে ধরা হয়েছে, তা সত্যিই দারুণ। একেই বলে প্রকৃত সিনেমা।" তবে এরপরই হৃতিক রোশন যা বললেন, সেটা নিয়ে নেটভুবনে বিতর্ক সুনামি! হৃতিকের সংযোজন, "আমি হয়তো সিনেমাটার রাজনীতির প্রেক্ষাপট নিয়ে সহমত নই। কারণ পরিচালক হিসেবে সারা বিশ্বের নাগরিকের কাছে আমাদের কিছু দায়িত্ববোধ থাকে, সেই বিষয়েও আমি তর্ক করতে পারি। তবে একথা অনস্বীকার্য যে সিনেমার একনিষ্ঠ ছাত্র হিসেবে ধুরন্ধুর থেকে আমি অনেক কিছু শিখেছি। অসাধারণ।" অভিনেতার এহেন রিভিউয়ের জেরেই রে-রে করে ওঠে নেটবাসিন্দাদের একাংশ। তাঁদের দাবি, 'ধুরন্ধর নির্মাতাদের দেশাত্মবোধ নিয়ে প্রশ্ন তুলেছেন হৃতিক।' কারও মন্তব্য, 'হৃতিক আসলে দেশের জাতীয়তাবোধের বিরোধিতা করছেন।' এরপরই 'ধুরন্ধর' স্তুতি করে তড়িঘড়ি আরেকটি রিভিউ পোস্ট করেন হৃতিক রোশন।
দ্বিতীয় পোস্টে অবশ্য পরিচালকের ভূয়সী প্রশংসা করেছেন হৃতিক। সাফাই দিতে গিয়ে তিনি লিখেছেন, "আদিত্য তুমি অসাধারণ পরিচালক। এখনও ধুরন্ধর-এর রেশ থেকে বেরতে পারিনি। রণবীর গোটা সিনেমাজুড়ে তোমার অভিনয় দেখলাম। আর অক্ষয় খান্না তো বরাবরই আমার প্রিয়। কেন? এই সিনেমাই তার প্রমাণ।" দ্বিতীয় পোস্ট ভাইরাল হওয়ার পর হৃতিক রোশনকে নিয়ে নেটপাড়ায় ট্রোল-মিমের অন্ত নেই। কারও কটাক্ষ, 'নিজের সোশাল মিডিয়া নিজেই চালান নাকি প্রেমিকার কাছে পাসওয়ার্ড থাকে?' কেউ বা বললেন, 'কটাক্ষের শিকার হতেই উলটো সুর গাইছেন!'
