শম্পালী মৌলিক: ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের শুভসূচনার দিনই গোয়া থেকে এল বাংলা ছবির জন্য সুখবর। ৫৬তম গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (ইফি) মর্যাদাব্যঞ্জক ইন্ডিয়ান প্যানোরমা সেকশনে জায়গা করে নিয়েছে দুটি বাংলা ছবি। রেশমি মিত্রর ‘বড়বাবু’ এবং সৌকর্য ঘোষালের ‘পক্ষীরাজের ডিম’। এই ফেস্টিভ্যালে অফিসিয়াল সিলেকশনে ছবি দুটির জায়গা করে নেওয়া বাংলা ইন্ডাস্ট্রির পক্ষে অত্যন্ত গৌরবের।
গোয়ায় ২৪ নভেম্বর ‘বড়বাবু’র প্রদর্শনী রয়েছে। যে ছবিতে শিশির ভাদুড়ির আদলে তৈরি চরিত্রে অভিনয় করেছেন সুজন নীল মুখোপাধ্যায়। তিনি বললেন, "অবিশ্বাস্য লাগছে! এমন আন্তর্জাতিক উৎসবে ছবি নির্বাচন খুবই আনন্দের। রেশমি মিত্র শিশির ভাদুড়িকে নিয়ে দীর্ঘদিন ধরে সিনেমা বানানোর স্বপ্ন দেখেছিলেন। শিশিরবাবু যিনি আধুনিক থিয়েটারের জনক, তাঁকে নিয়ে কোনও কাজই নেই সেভাবে। একটা থিয়েটার হয়েছিল দেবেশ চট্টোপাধ্যায় করেছিলেন, ‘নিঃসঙ্গ সম্রাট’। সিনেমা হয়নি। রেশমিদিকে ধন্যবাদ এই ছবিটা করার জন্য। আমার শিকড় যেহেতু থিয়েটারে এই কাজটা করে খুবই আনন্দ পেয়েছি। সুদীপ্তা রয়েছে প্রভাদেবীর চরিত্রে। পায়েল করেছে কঙ্কাবতীর রোলে। শিশিরবাবুর ব্যক্তিগত জীবনের ত্রিকোণ সম্পর্কের প্রসঙ্গও এসেছে ছবিতে।" 'বড়বাবু' ছবিতে মূলত দুটো সময়কালে অভিনয় করতে হয়েছে সুজনকে। প্রস্থেটিক মেকআপের মাধ্যমে শিশির ভাদুড়ির অবয়ব ফুটিয়ে তুলেছেন সোমনাথ কুণ্ডু। উল্লেখ্য, কলকাতা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালের বেঙ্গলি প্যানোরমা বিভাগেও প্রদর্শিত হবে রেশমি মিত্র পরিচালিত 'বড়বাবু'।
‘পক্ষীরাজের ডিম’-এর পরিচালক সৌকর্য ঘোষাল ‘ভূতপরী’র পর আবার ইফিতে স্বীকৃতি পেলেন। এবারও তিনি উৎসবে যোগ দেবেন। ফোনে জানালেন, "গতবারের থেকে একটু বেশি খুশি। কারণ প্রায় ১২ বছর ধরে ছবি বানাচ্ছি যাঁর অনুপ্রেরণায় সেই সত্যজিৎ রায়কে উৎসর্গ করে ১২ বছর পর একটা ছবি বানালাম। যেটা আমার প্রথম সায়েন্স ফিকশন। সেই ছবিটা এতগুলো ছবির মধ্যে নির্বাচিত হয়েছে, এতে প্রচণ্ড খুশি। আর এই ধরনের সায়েন্স ফ্যান্টাসি ছবি তো বাংলায় খুব একটা হয় না, খুব ভালো লাগছে।" প্রসঙ্গত, এই ছবিতে অনুমেঘা বন্দ্যোপাধ্যায়, মহাব্রত বসু, অনির্বাণ ভট্টাচার্যর অভিনয় নজর কেড়েছিল। যখন বাংলা ছবি নিয়ে চারদিকে গেল গেল রব, সেই সময় দেশের সেরা ছবিগুলোর মধ্যে এই দুটি সমসাময়িক বাংলা ফিল্মের নির্বাচিত হওয়া দারুণ খবর। অন্যদিকে রুক্মিণী মৈত্র, চিরঞ্জিৎ চক্রবর্তী অভিনীত, অর্ণব মিদ্যা পরিচালিত ‘হাঁটি হাঁটি পা পা’ ছবিটিরও প্রিমিয়ার হবে ইফিতে।
