shono
Advertisement
Ikkis Screening

ধর্মেন্দ্রর পোস্টারের সামনে 'কাঁদছেন' সানি দেওল, সামলালেন সলমন! 'ইক্কিস'-এর স্ক্রিনিংয়েও ব্রাত্য হেমা

'ইক্কিস'-এর স্ক্রিনিংয়ে কী ঘটল? দেখুন ভিডিও।
Published By: Sandipta BhanjaPosted: 10:59 AM Dec 30, 2025Updated: 10:59 AM Dec 30, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিন কয়েক আগেই জানা গিয়েছিল যে, প্রেক্ষাগৃহে মুক্তির আলো দেখার প্রাক্কালে বাবা ধর্মেন্দ্রর শেষ ছবির স্পেশাল স্ক্রিনিংয়ের আয়োজন করছেন 'দেওল ব্রাদার্স'। পরিকল্পনামাফিক, সোমসন্ধেয় মুম্বইয়ের আন্ধেরির পিভিআর আইকনে অনুষ্ঠিত হল 'ইক্কিস'-এর বিশেষ প্রদর্শন। যেখানে সানি, ববি এবং অভয়-সহ দেওল পরিবারের বাকি সদস্যদের পাশাপাশি বলিউডের তাবড় তারকারা উপস্থিত থাকলেও দেখা যায়নি হেমা মালিনীকে। কিংবা তাঁর দুই কন্যা এষা-অহনাকে। তবে বাবার শেষ সিনেমার প্রিমিয়ারে এসে আবেগপ্রবণ হয়ে পড়েন সানি দেওল।

Advertisement

অনুষ্ঠান থেকে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা গেল, ধর্মেন্দ্রর 'ইক্কিস' পোস্টারের সামনে দাঁড়িয়ে চোখে জন নিয়ে একদৃষ্টে চেয়ে রয়েছেন সানি দেওল। সেই আবেগপ্রবণ মুহূর্ত লেন্সবন্দি করলেন উপস্থিত পাপারাজ্জিরা। এদিনের স্ক্রিনিংয়ে হাজির হন রেখা, জিতেন্দ্র, সলমন খান, তাব্বু, ফতিমা সানা শেখ, মনীশ মালহোত্রা থেকে রীতেশ, জেনেলিয়া-সহ বলিপাড়ার আরও অনেকে। তবে সিনেদুনিয়ার সিংহভাগ তারকাদের উপস্থিতির মাঝেও নজর কাড়়ল হেমার অনুপস্থিতি। কানাঘুষো, স্মরণসভার মতো এক্ষেত্রেও সৎ মাকে আমন্ত্রণ জানাননি সানি-ববিরা! ধর্মেন্দ্রর প্রয়াণের পর যে দেওল পরিবারের মধ্যে আদতেই ফাটল ধরেছে, সোমরাতে ইক্কিস-এর স্পেশাল স্ক্রিনিং তা আবারও স্পষ্ট করে দিল।

এদিকে অনুষ্ঠানের আরেক ভিডিওতে দেখা গেল, জন্মদিনের রেশ কাটিয়ে স্পেশাল স্ক্রিনিংয়ে হাজির হয়েছিলেন সলমন খানও। আবেগপ্রবণ সানি দেওলের হাত ধরে কিছুক্ষণ কথাও বলতে দেখা যায় তাঁদের। ধর্মেন্দ্রর 'ইক্কিস' পোস্টারের ভূয়সী প্রশংসাও করেন ভাইজান। প্রবীণ অভিনেতার প্রয়াণ যে সলমনের কাছে পিতৃবিয়োগসম, সেকথা তিনি আগেই জানিয়েছিলেন। কারণ ধর্মেন্দ্র নিজের বায়োপিকের জন্য সলমনকেই পছন্দ করে গিয়েছেন।

কথা ছিল, আগামী ২৫ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তির আলো দেখবে ‘ইক্কিস’। ধর্মেন্দ্রর শেষ সিনেমা। অতঃপর অনুরাগীরা যে শেষবারের মতো বড়পর্দায় ‘হি-ম্যান’ ম্যাজিক দেখার জন্য মুখিয়ে ছিলেন, তা বলাই বাহুল্য। তবে রিলিজের এক সপ্তাহ আগেই মন খারাপের খবর দিয়েছিলেন নির্মাতারা। জানিয়েছিলেন, বড়দিনের পরিবর্তে নতুন বছরের পয়লা দিনে মুক্তি পাবে ‘ইক্কিস’। যদিও ‘বীরু’ ধর্মেন্দ্রর শেষ ছবি পিছনোর কারণ হিসেবে ‘জয়’ অমিতাভ বচ্চন জানিয়েছিলেন, ‘ধুরন্ধর’-এর ভয়ে নয়, জ্যোতিষের পরামর্শেই শুভ তিথিনক্ষত্র দেখে পয়লা জানুয়ারি মুক্তির দিন ধার্য হয়েছে। যেখানে আমন্ত্রিত ছিলেন ছবিশিকারীরাও। কিন্তু ডাক পেলেন না শুধু হেমা মালিনী!

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সোমসন্ধেয় মুম্বইয়ের আন্ধেরির পিভিআর আইকনে অনুষ্ঠিত হল 'ইক্কিস'-এর বিশেষ প্রদর্শন।
  • সানি, ববি এবং অভয়-সহ দেওল পরিবারের বাকি সদস্যদের পাশাপাশি বলিউডের তাবড় তারকারা উপস্থিত থাকলেও দেখা যায়নি হেমা মালিনীকে।
  • ধর্মেন্দ্রর 'ইক্কিস' পোস্টারের ভূয়সী প্রশংসাও করেন ভাইজান।
Advertisement