shono
Advertisement
John Abraham

'এটা পাকিস্তান বিরোধী ছবি নয়', 'দ্য ডিপ্লোম্যাট' মধ্যপ্রাচ্যে নিষিদ্ধ হতেই প্রতিবাদ জনের

জনের আরও একটি নতুন ছবি ‘তেহরান’ মুক্তি পাবে এই বছরের দ্বিতীয়ার্ধে।
Published By: Manasi NathPosted: 03:55 PM Apr 08, 2025Updated: 04:28 PM Apr 08, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: 'দ্য ডিপ্লোম্যাট' ছবিটি গত ১৪ মার্চ বড়পর্দায় মুক্তি পায়। ছবিটি বক্স অফিসে তেমন সাফল্য না পেলেও দর্শক সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে। মুক্তি পাওয়ার পর ছবিটি মধ্যপ্রাচ্যের সংযুক্ত আরব আমিরশাহী, সৌদি আরব, ওমান ও কাতারে নিষিদ্ধ ঘোষণা করা হয়। ইতিপূর্বে সলমন খানের 'টাইগার থ্রি' ও অক্ষয় কুমারের 'স্কাই ফোর্স'কেও মধ্যপ্রাচ্যে  নিষিদ্ধ ঘোষণা করা হয়। তবে জনের ছবি প্রথমবার এমন সমস্যার সম্মুখীন হয়েছে। এই ঘটনার প্রতিবাদে এবার মুখ খুলেছেন ছবির নায়ক তথা প্রযোজক জন আব্রাহাম। 

Advertisement

অভিনেতা জন ইতিপূর্বেও একাধিকবার দেশাত্মবোধক ছবিতে অভিনয় করেছেন, যা ভালোই প্রশংসা পেয়েছিল। তাঁর নতুন ছবি 'দ্য ডিপ্লোম্যাট' ইজরায়েলের বিদেশ মন্ত্রকের তত্ত্বাবধানে ইজরায়েলের দূতাবাসে প্রদর্শিত হয়েছে। ইজরায়েলে ভারতীয় রাষ্ট্রদূত জেপি সিংকে স্বাগত জানতে ছবিটির বিশেষ প্রদর্শনীর ব্যবস্থা করে সে বিদেশ মন্ত্রক। সংবাদসংস্থা পিটিআই সূত্রের খবর দুই দেশের মাঝে বন্ধুত্বের সম্পর্ক আরও দ্রঢ় করতে এই ব্যবস্থা করেছিল ইজরায়েলের সরকার। উল্লেখ্য ২০১৭ সালে উজমা আহমদের ভারতে প্রত্যার্পণের সত্য ঘটনা অবলম্বনে তৈরি হয়েছে ছবিটি।উজমাকে ভারতে ফিরিয়ে আনার দায়িত্বে ছিলেন এই জেপি সিং। ছবিতে জেপি সিংয়ের ভূমিকাতেই অভিনয় করেছেন জন আব্রাহাম।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে জন বলেছেন, "ছবি নিষিদ্ধ হওয়ার ঘটনায় আমি হতবাক। এই ছবিটি কোনওভাবেই পাকিস্তান বিরোধী ছবি নয়। আমরা আমাদের ছবিতে পাকিস্তানের আইন ব্যবস্থার প্রশংসাই করেছি। এমনকী ছবিতে সৎ পাকিস্তানি বিচারপতি, একজন সৎ পাকিস্তানি আইনজীবী, এক সৎ পুলিশ অফিসারের চরিত্রও রয়েছে। ছবিতে তাঁরা অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছেন। এই ঘটনায় মানুষের নীচ দৃষ্টিভঙ্গি প্রমাণিত হয়। আমরা কিন্তু কারও ভাবাবেগে আঘাত করিনি ছবিতে।'

এর সঙ্গে অভিনেতা যোগ করেন, 'রীতেশ শাহের লেখা গল্পে উগ্র দেশপ্রেমের উপাদান ছিল। কিন্তু আমি আর ছবির পরিচালক শিবম নায়ার সেই অংশকে সচেতন ভাবে ছবি থেকে বাদ দিয়েছি। ছবিটা যাতে কোনওভাবেই উগ্র দেশপ্রেম মার্কা ছবি না হয়, আমাদের সেই দিকে বিশেষ নজর ছিল। কোনও দেশ বা কোনও ব্যক্তির ভাবাবেগকে আমরা কোনওভাবেই আঘাত করতে চাইনি।" তারপরেও মধ্যপ্রাচ্যে ছবি নিষিদ্ধ হওয়ায় খানিকটা হলেও হতাশ অভিনেতা। 

উল্লেখ্য, খুব শীঘ্রই অভিনেতা শুরু করবেন তাঁর আগামী ছবির কাজ। মালয়ালম ছবি ‘আয়্যাপ্পানুম কোশিয়ুম’-এর হিন্দি রিমেকে অভিনয় করবেন জন। এই ছবিতে আবার অ্যাকশন হিরো অবতারে দেখা যাবে তাঁকে। গত চার বছর আগে এই ছবির স্বত্ব কিনেছিলেন অভিনেতা। অভিনয়ের পাশাপাশি এই ছবি প্রযোজনাও করবেন তিনি। এছাড়া অভিনেতার আরও একটি নতুন ছবি ‘তেহরান’ মুক্তি পাবে এই বছরের দ্বিতীয়ার্ধে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • 'দ্য ডিপ্লোম্যাট' ছবিটি গত ১৪ মার্চ বড়পর্দায় মুক্তি পায়।
  • মুক্তি পাওয়ার পর ছবিটি মধ্যপ্রাচ্যের সংযুক্ত আরব আমিরশাহি, সৌদি আরব, ওমান ও কাতারে নিষিদ্ধ ঘোষণা করা হয়।
  • এই ঘটনার প্রতিবাদে এবার মুখ খুলেছেন ছবির নায়ক তথা প্রযোজক জন আব্রাহাম।
Advertisement