সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতি বছর কান ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত হবে সত্যজিৎ রায়ের কালজয়ী সিনেমা 'অরণ্যের দিনরাত্রি'। সম্প্রতি সেই খবর প্রকাশ্যে এসেছে। পাঁচ দশক বাদে কান-এর মঞ্চে নস্ট্যালজিয়া উসকে দিতে বিশেষ স্ক্রিনিংয়ে উপস্থিত থাকছেন শর্মিলা ঠাকুর, সিমি গরিওয়াল প্রমুখ। যাঁরা এই সিনেমার গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছিলেন। ১৩ মে, মঙ্গলবার থেকে শুরু হল কান ফিল্ম ফেস্টিভ্যাল। আর তার প্রাক্কালেই শাশুড়ি শর্মিলার 'চিয়ারলিডার' হয়ে গলা ফাটালেন করিনা কাপুর।
শাশুড়ির সঙ্গে বরাবরই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বেবোর। শর্মিলাও (Sharmila Tagore) পুত্রবধূর প্রশংসায় পঞ্চমুখ। তাই এবার যখন কান চলচ্চিত্র উৎসবে শর্মিলা ঠাকুর অভিনীত 'অরণ্যের দিনরাত্রি' দেখানো হবে এবং অভিনেত্রী খোদ উপস্থিত থাকবেন, তখন নিজের উচ্ছ্বাস ধরে রাখতে পারলেন না করিনা কাপুর। কানের স্ক্রিনিং নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে শর্মিলা সম্প্রতি জানিয়েছিলেন, "মানিকদার 'অরণ্যের দিনরাত্রি' পুনরুদ্ধার করা হয়েছে এবং চলতি বছর কান চলচ্চিত্র উৎসবে এই ছবির ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে, সত্যিই দারুণ একটা খবর। আমার সহ-অভিনেতাদের সঙ্গে কাটানো সব মুহূর্তগুলো মনে রয়েছে। আর মাণিকদা পরিচালক হিসেবে পারফেকশনিস্ট ছিলেন। ছবিতে স্মৃতিচারণার খেলার যে দৃশ্যটি রয়েছে, সেটা অবিশ্বাস্য। রিস্টোর্ড করা সিনেমাটা দেখার জন্য মুখিয়ে রয়েছি। 'অরণ্যের দিনরাত্রি' এতটাই সমসাময়িক যে বর্তমান প্রজন্মের দর্শকদেরও মন জয় করবে।" ইনস্টা স্টোরিতে শর্মিলা সম্পর্কিত ফিল্ম হেরিটেজ ফাউন্ডেশন-এর এই পোস্ট শেয়ার করে বেবো লিখেছেন, 'কিংবদন্তী।' সঙ্গে জুড়ে দিয়েছেন ভালোবাসার ইমোজিও।
'পুরাতন' রিলিজের আগেও শর্মিলা ঠাকুরকে শুভেচ্ছা জানিয়ে এক ভিডিও বার্তায় করিনা বলেছিলেন, "আমার শাশুড়ি বরাবরই বাংলার আসল বাঘিনী ছিলেন, থাকবেনও।" এবার কান ফিল্ম ফেস্টিভ্যালে সত্যজিৎ রায় পরিচালিত 'অরণ্যের দিনরাত্রি' স্ক্রিনিং হবে শুনেও উচ্ছ্বসিত নবাববধূ বেবো। উল্লেখ্য, এই সিনেমার হাত ধরেই প্রথমবার কান-এ পা রাখবেন সিমি গরিওয়াল (Simi Garewal)। আর বিশ্বমানের এই চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটের জন্যেও সাদা পোশাক বেছে নিয়েছেন 'বস লেডি'। প্রসঙ্গত অনুপম খেরও 'তানভি দ্য গ্রেট' ছবির স্ক্রিনিংয়ের জন্য পৌঁছে গিয়েছেন ফ্রান্সে। চলতি বছর কান ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত হবে ভারতের পাঁচ সিনেমা। সত্যজিতের 'অরণ্যের দিনরাত্রি'র (Aranyer Din Ratri) পাশাপাশি সেই তালিকায় রয়েছে, 'হোমবাউন্ড', 'তানভি দ্য গ্রেট', 'চরক' এবং 'আ ডল মেড আপ অফ ক্লে'।
সুনীল গঙ্গোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস 'অরণ্যের দিনরাত্রি'র আধারে কালজয়ী সিনেমা তৈরি করেন সত্যজিৎ রায়। চিত্রনাট্যের প্রয়োজনে মূল কাহিনি এক রেখে উপন্যাসের চরিত্র এবং তাঁদের পারিপার্শ্বিক সম্পর্কের সমীকরণ নিজের মতো করে সাজিয়ে নেন মাণিকবাবু। পাঁচ দশক পেরলেও সত্যজিতের 'অরণ্যের দিনরাত্রি' আজও সিনে পড়ুয়াদের কাছে এক ব্যাকরণ। এবার সেই ছবিই প্রদর্শিত হবে কান চলচ্চিত্র উৎসবে। এই কাল্ট ক্লাসিক বাংলা ছবিতে অভিনয় করেছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়, শর্মিলা ঠাকুর, অপর্ণা সেন, রবি ঘোষ, শমিত ভঞ্জ, পাহাড়ি সান্যাল, শুভেন্দু চট্টোপাধ্যায়, কাবেরী বসু, সিমি গারিওয়ালদের মতো দক্ষ অভিনেতারা। সত্যজিতের হাত ধরে আদ্যোপান্ত শহুরে আদবকায়দায় অভ্যস্ত বন্ধুদের পালামৌ বেড়ানোর গল্প দেখল দর্শকরা। অসীম, হরি, শেখর, জয়া, অপর্ণা এবং সঞ্জয়দের 'অরণ্যের দিনরাত্রি'র গল্প আরও একবার বিশ্বসিনেমার আঙিনায়।
কানের স্ক্রিনিংয়ে উপস্থিত থাকছেন শর্মিলা ঠাকুর, সিমি গরিওয়ালরা, ফিল্ম ফাউন্ডেশনের বোর্ড মেম্বার তথা পরিচালক ওয়েস আন্ডারসন। এছাড়াও থাকবেন 'অরণ্যের দিনরাত্রি' ছবির প্রযোজক পূর্ণিমা দত্ত, ফিল্ম ফাউন্ডেশনের এক্সিকিউটিভ ডিরেক্টর মার্গারেট বোদ্দে, ফিল্ম হেরিটেজ ফাউন্ডেশনের শিবেন্দ্র সিং দুঙ্গারপুর প্রমুখ। সংশ্লিষ্ট চলচ্চিত্র উৎসব কর্তৃপক্ষের তরফে বিশেষ কৃতজ্ঞতা স্বীকার করা হয়েছে সত্যজিৎপুত্র তথা পরিচালক সন্দীপ রায়ের উদ্দেশে। প্রযোজক পূর্ণিমা দত্ত সংবাদ প্রতিদিন ডট ইন-কে জানালেন, "এক মাস আগেই খবর পেয়েছি ছবিটা যে কান ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হবে। তবে চলচ্চিত্র উৎসব কর্তৃপক্ষের তরফে অফিশিয়াল ঘোষণা না হওয়া পর্যন্ত অপেক্ষা করছিলাম। আমরা ভীষণ খুশি। সত্যজিৎ রায়ের ছবি বিশ্বের বিভিন্ন প্রান্তের ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হয়। তবে এবারের বিষয়টা স্পেশাল। কারণ এবার 'ফোরকে রিস্টোর' হওয়ার পর 'অরণ্যের দিনরাত্রি' দেখানো হচ্ছে।"
