সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউডে একসময়ে কান পাতলেই শোনা যেত, কার্তিক আরিয়ানের সঙ্গে অনন্যা পাণ্ডের প্রেমের গুঞ্জন। বলিউডের নবীন প্রজন্মের 'মোস্ট এলিজিবল ব্যাচেলর' তিনি। সুদর্শন চেহারা। বক্স অফিস ফিগারেও অনেকের চেয়ে এগিয়ে। পর্দায় একের পর এক ভিন্ন স্বাদের চরিত্র চিত্রায়ণ, সব মিলিয়ে পাত্র মন্দ নয় কার্তিক আরিয়ান। অতঃপর ঘন ঘন কোনও না কোনও নায়িকার সঙ্গে তাঁর নাম জুড়ে যায়। তবে এবারের জন্মদিনে প্রাক্তন অনন্যার সঙ্গে রোম্যান্টির মুডে ধরা দিলেন কার্তিক আরিয়ান। তাহলে কি 'প্রাক্তন'দের ভাব-ভালোবাসা ফিরল? কৌতূহল অস্বাভাবিক নয়!
আসলে ২২ নভেম্বর, শনিবার পঁয়ত্রিশে পা রাখলেন কার্তিক আরিয়ান। আর সেই প্রেক্ষিতেই মুক্তি পেল 'তু মেরি হিরো ম্যায় তেরা হিরো' সিনেমার ঝলক। যেখানে 'খুল্লমখুল্লা' রোম্যান্সে মজতে দেখা গেল কার্তিক-অনন্যাকে। এই গল্প রে-রুমি নামের এক দুষ্টু মিষ্টি জুটিকে নিয়ে। রে'র চরিত্রে কার্তিক আর রুমির ভূমিকায় অনন্যা পাণ্ডে। টিজারজুড়ে নজর কাড়ল তারকা যুগলের মাখোমাখো রসায়ন। এক দৃশ্যে ঠোঁটে ঠোঁট রেখে চুম্বনে মগ্ন দেখা গেল 'প্রাক্তন' জুটিকে। উল্লেখ্য, দীর্ঘদিন বাদে সমীর বিদ্বান পরিচালিত সিনেমার সুবাদে জুটি বাঁধলেন কার্তিক-অনন্যা। এর আগে 'পতি পত্নী অউর ওহ' ছবিতে দেখা গিয়েছিল তাঁদের। উল্লেখ্য, ‘তু মেরি ম্যায় তেরা ম্যায় তেরা তু মেরি’। ছবির প্রযোজক করণ জোহর। গত জুন মাসে তিনিই পোস্টার শেয়ার করে ছবির আনুষ্ঠানিক ঘোষণা করেছিলেন। এবার রে-রুমির রোম্যান্সের ঝলক দেখালেন কার্তিকের জন্মদিন উপলক্ষে।
উল্লেখ্য, ২০২২ সালে 'কফি উইথ করণ' শোয়ে সঞ্চালক করণ জোহরই দুই তারকার প্রেমের সম্পর্কের ইঙ্গিত দিয়েছিলেন। সেটা নিয়ে কম চর্চা হয়নি। তবে তার পরই আদিত্য রায় কাপুরের সঙ্গে অনন্যার প্রেমের খবর শোনা যায়। সেই সম্পর্কও চুকে গিয়েছে গত বছর! এবার বাস্তবের পুরনো জুটিকে সঙ্গী করেই 'তু মেরি ম্যায় তেরা...' রিলিজের দিনক্ষণ জানালেন প্রযোজক করণ জোহর। চলতি বছরের বড়দিনে ২৫ ডিসেম্বর মুক্তি পাচ্ছে 'তু মেরি হিরো ম্যায় তেরা হিরো'।
