সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নতুন মিশন নিয়ে আবারও পর্দায় ফিরছে মিতিন। কোয়েল মল্লিক আগেভাগেই জানান দিয়েছিলেন, 'মিতিন মাসি' ফ্র্যাঞ্চাইজির নতুন ছবিতে প্রচুর অ্যাকশন সিকোয়েন্স রয়েছে। যার জন্যে কড়া হোমওয়ার্কও করতে হয়েছিল কোয়েলকে। জিমে ঘাম ঝরানোর পাশাপাশি সঠিক ডায়েট মেনে চলতে হয়েছিল অভিনেত্রীকে। এমনকী গতবছর মার্চ মাসে নেপালগঞ্জে অ্যাকশন ডিরেক্টর সুনীল রড্রিগেসের তত্ত্বাবধানে অ্যাকশন দৃশ্যে শুটিংয়ের সময়ে ডান হাতে গুরুতর চোট পান কোয়েল মল্লিক। যাবতীয় কঠোর পরিশ্রমের ফল দেখার জন্যে মুখিয়ে ছিলেন 'মিতিন' অনুরাগীরা। শুক্রবার অপেক্ষার অবসান ঘটিয়ে 'মিতিন- একটি খুনির সন্ধানে' (MITIN- Ekti Khunir Sandhaney) সিনেমার টিজার প্রকাশ্যে নিয়ে এলেন কোয়েল মল্লিক (Koel Mallick)।
অরিন্দম শীল পরিচালিত সিনেমায় এবারও 'রণং দেহি' অবতারে তুখড় অ্যাকশন দৃশ্যে ধরা দিতে চলেছেন কোয়েল। টিজারেই তার প্রমাণ মিলল। মারপিটের মারপ্যাঁচ আর রগরগে সংলাপে রীতিমতো পুরুষতান্ত্রিক গোয়েন্দামহলকে চ্যালেঞ্জের মুখে ফেললেন 'মিতিন'। টিজারের এক দৃশ্যে মহিলা গোয়েন্দার 'দক্ষতা' নিয়ে প্রশ্ন তোলায় কোয়েল মল্লিককে বলতে শোনা যায়, 'যে দাড়ি কামায়, সেও রাঁধে'। প্রখর বুদ্ধিদীপ্ত, বেপরোয়া, তীক্ষ্ণ, শ্যেণ দৃষ্টি-সম্পন্ন ঘরোয়া মহিলা, যিনি অন্যায়ের প্রতিবাদ করতে মোটেই পিছপা হন না। পুরুষদের মতোই সমানভাবে গল্পের খলনায়কদের আছাড় মারতেও ছাড়েন না। সুচিত্রা ভট্টাচার্যের মহিলা গোয়েন্দা উপন্যাসের চরিত্র প্রজ্ঞাপারমিতা মুখোপাধ্যায়ের খোলসের বাইরে গিয়েও অরিন্দমের মিতিন মাসিকে অনন্য রূপে তুলে ধরেছেন কোয়েল মল্লিক। যিনি আজকের সম্পূর্ণা। স্বয়ংসিদ্ধা। যার ইঙ্গিত মিলল টিজারেই।
একথা অনস্বীকার্য যে, বইয়ের পাতা থেকে সিনেপর্দায় ফেলুদা-ব্যোমকেশদের ভিড়ে মিতিন মাসি ইতিমধ্যেই দর্শকমহলের প্রশংসা কুড়িয়েছে। ২০১৯ সালে 'প্রজ্ঞা পারমিতা মুখার্জি' চরিত্রটিকে রুপোলি পর্দায় তুলে ধরেছিলেন পরিচালক অরিন্দম শীল। ২০২৩ সালে মুক্তি পেয়েছিল এই ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় ছবি 'জঙ্গলে মিতিন মাসি'। এবার আসছে তৃতীয় সিনেমা 'মিতিন, একটি খুনির সন্ধানে'। পয়লা ঝলকেই নজর কাড়লেন কোয়েল মল্লিক। একটা খুনের তদন্ত করতে গিয়ে পিঁয়াজের খোলসের মতো একাধিক অপরাধের জট ছাড়াবে মিতিন এই ছবিতে। কোয়েল মল্লিক ছাড়াও ছবিতে অভিনয় করছেন শুভ্রজিৎ দত্ত, লেখা চট্টোপাধ্যায়, সাহেব চট্টোপাধ্যায়, অনসূয়া মজুমদার, দুলাল লাহিড়ি-সহ টলিউডের একঝাঁক মুখ। মিতিন- একটি খুনির সন্ধানে' মুক্তি পাচ্ছে চলতি বছরের বড়দিনে।
