সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দূষণে বিধ্বস্ত রাজধানীর বাতাস। দিনে দিনে তা মাত্রা ছাড়াচ্ছে। এবার সেই নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন অভিনেত্রী কৃতী স্যানন (Kriti Sanon)। সম্প্রতি নিজের আগামী ছবি 'তেরে ইশক মে'র সাংবাদিক সম্মেলনে কৃতী ছবি নিয়ে সংবাদমাধ্যমের সামনে যেমন বিস্তারিত বলেন, ঠিক সেভাবেই তুলে ধরেন দিল্লির দূষণের প্রসঙ্গও।
দিল্লির বাতাসের (Delhi Air Pollution) গুণমান বা 'এয়ার কোয়ালিটি ইনডেক্স' (একিউআই) ৪৩০। দিনে দিনে রাজধানীর বাতাসের গুণমান আরও চিন্তিত করে তুলছে সকলকে। সেই তালিকায় রয়েছেন অভিনেত্রীও। সম্প্রতি ছবির সাংবাদিক সম্মেলনে এই নিয়ে কৃতী বলেন, "যদি সময় থাকতেই ব্যবস্থা না নেওয়া হয় তাহলে পরিস্থিতি আরও জটিল হবে। আমাদের সকলের দায়িত্ব এটা দেখা। এই গুরুতর বিষয়ে দৃকপাত করার সময় এসে গিয়েছে। এখনই পদক্ষেপ না করলে আগামীতে এই পরিস্থিতি আরও জটিল থেকে জটিলতর হবে।" অন্যদিকে এই ছবিতে কৃতীকে দেখা যাবে ধনুষের বিপরীতে। আনন্দ এল রাই পরিচালিত এই ছবি নাকি পরিচালকের 'রাঞ্ঝনা' ছবির স্পিরিচুয়াল সিক্যুয়েল হতে চলেছে বলেই জানিয়েছেন পরিচালক। হিন্দি ও তামিল দুই ভাষাতেই মুক্তি পাবে এই ছবি।
উল্লেখ্য, সাম্প্রতিককালে কৃতীর আর এক ছবির শুটিং হওয়ার কথা ছিল দিল্লিতেই। শাহিদ কাপুর ও রশ্মিকা মন্দানার সঙ্গে 'ককটেল ২' ছবির শুটিং পিছিয়ে যায় রাজধানীর দূষণের মাত্রা বেড়ে যাওয়ার ফলে। অন্যদিকে ছিল দিল্লি বিস্ফোরণের মতো বিষয়ও। উল্লেখ্য, কৃতী নিজেও দিল্লির মেয়ে। ভূমিকন্যা ও একজন সচেতন নাগরিক হিসেবে তাঁর এই উদ্বেগের যথেষ্ট কারণ রয়েছে।
