সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুক্রবার, ২১ নভেম্বর মুক্তি পেয়েছে বহু প্রতীক্ষিত 'ফ্যামিলি ম্যান সিজন ৩'। ওটিটিতে জনপ্রিয় এই সিরিজের সিজন ৩ আসার আগে অপেক্ষায় অধীর হয়েছেন দর্শক। মুক্তির পর থেকেই প্রশংসা কুড়োচ্ছে মনোজ বাজপেয়ী অভিনীত সিরিজ। আগের থেকেও টানটান উত্তেজনায় ভরপুর 'ফ্যামিলি ম্যান সিজন ৩'। সিরিজে গোয়েন্দা আধিকারিক শ্রীকান্ত তিওয়ারির চরিত্রে দেখা গিয়েছে মনোজ বাজপেয়ীকে। খলচরিত্রে এই সিরিজে দেখা গিয়েছে জয়দীপ অহলওয়াটকে, সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন নিমরত কৌর। যে সিরিজ দর্শকের অপেক্ষার পারদ চড়িয়েছে, সেই 'ফ্যামিলি ম্যান সিজন ৩'-এর অভিনেতা-অভিনেত্রীরা কত পারিশ্রমিক নিয়েছেন জানেন?
শোনা যাচ্ছে, এই সিরিজে নাকি মনোজ বাজপেয়ী পারিশ্রমিক নিয়েছেন প্রায় ২২.৫০ কোটি টাকা। জয়দীপ অহলওয়াট পাচ্ছেন ৯ কোটি। অন্যদিকে নিমরত কৌর পারিশ্রমিক নিয়েছেন প্রায় ৮-৯ কোটি টাকা। এখানেই শেষ নয়, সিরিজের একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন, প্রিয়ামণি। তাঁর পারিশ্রমিক নাকি এই সিরিজে প্রায় ৭ কোটি টাকা। সিরিজের আরও এক অভিনেতা দর্শন কুমারের পারিশ্রমিক প্রায় ৮-৯ কোটি টাকা। অভিনেত্রী অশ্লেষা ঠাকুরের পারিশ্রমিক ৪ কোটি টাকা।
উল্লেখ্য, এই সিরিজে মনোজ বাজপেয়ীর পাশাপাশি নজর কেড়েছেন জয়দীপ অহলওয়াট। তাঁর চরিত্রের নাম রুকমা। সিরিজে তাঁর এন্ট্রি যেন এক অন্যমাত্রা যোগ করেছে। এই সিরিজে 'রুকমা' ও 'শ্রীকান্ত' চরিত্রের মধ্যে বিরোধের ছবি স্পষ্ট। শত্রুদমনে বদ্ধপরিকর শ্রীকান্ত। অন্যদিকে শ্রীকান্তের বড় এক শত্রুর ভূমিকায় অভিনয় করেছেন নিমরত। তাঁর চরিত্রের নাম মীরা। শ্রীকান্তের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন প্রিয়ামণি। তাঁর চরিত্রের নাম সুচিত্রা।
