shono
Advertisement
Moubani Sarkar

রুপোর থালায় রকমারি পদ, আইবুড়ো ভাতের আসরে মৌবনির আনন্দাশ্রু! শুরু সরকার বাড়ির বিবাহ অভিযান

মেয়েকে পায়েস খাওয়াতে গিয়ে আবেগপ্রবণ জাদুসম্রাট।
Published By: Sandipta BhanjaPosted: 05:13 PM Nov 22, 2025Updated: 05:13 PM Nov 22, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী ৩০ নভেম্বর জাদুসম্রাট জুনিয়র পি সি সরকার কন্যা মৌবনী সরকার সাত পাকে বাঁধা পড়তে চলেছেন। তার দিন সাতেক আগে থেকেই বালিগঞ্জের সরকার বাড়িতে সাজসাজ রব। মেজকন্যার বিয়ে নিয়ে যতটা আনন্দিত-উচ্ছ্বসিত জাদুসম্রাট, ঠিক ততটাই আবেগপ্রবণ। হাজার হলেও বাবার মন। শনিবার আইবুড়ো ভাতের আসরেও আবেগপ্রবণ হয়ে পড়লেন পিতা-পুত্রী।

Advertisement

শনিবার দুপুরে সরকার বাড়িতে মৌবনীর আইবুড়ো ভাতের আয়োজন করা হয়েছিল। মা-বাবা এবং দিদি-বোনকে ঘিরে রকমারি পদ চেখে দেখলেন অভিনেত্রী। রুপোর থালায় সাজানো ভাত, পাঁচ রকম ভাজা। বাটিতে ডাল, তরকারি সহযোগে মাছের হরেক পদ। রুপোর চামচে করে মেয়ের মুখে পায়েস তুলে দিতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন পিসি সরকার। পাশেই দাঁড়িয়ে থাকা দুই কন্যা মানেকা-মুমতাজের হাত টেনে স্নেহের চুম্বন করে চোখের জল মুছতে দেখা যায় জাদুসম্রাটকে। দিদির আইবুড়ো ভাতের আসরে বাবাকে আশ্বস্ত করে মুমতাজ বলেন, 'আমরা এখনও আছি...।' কনে মৌবনীর গাল বেয়ে তখন অবিরাম অশ্রুধারা। এদিনের অনুষ্ঠানে হাসি-কান্নার এমনই কিছু পারিবারিক মুহূর্ত ধরা পড়ল।

আইবুড়ো ভাতের অনুষ্ঠানের জন্য মৌবনী বেছে নিয়েছিলেন বেগুনি সিল্কের শাড়ি। সঙ্গে কনট্রাস্ট সবুজ ব্লাউজ। হালকা মেকআপ আর গয়নায় আভূষিতা কনের গ্ল্যামার চোখে পড়ার মতো। দিদিকে সাদরে পায়েস খাওয়াতে দেখা গেল বোন মুমতাজকে। তিনি অবশ্য বিয়ের দিনের জন্য কোমর বেঁধে এখন থেকেই প্রস্তুত। সংবাদ প্রতিদিনকে আগেই জানিয়েছিলেন, "জামাইবাবু জুতো চুরির টাকা না দিলে পাঞ্জাবি উধাও হবে। রাতভর তখন বিয়ের জোড় গায়ে দিয়েই কাটাতে হবে।" ৩০ নভেম্বর বিয়ের দিন বারাণসী থেকে আনা বেনারসীতে সাজবেন মৌবনী। আর বাকিটা আপাতত সারপ্রাইজই রাখতে চান তাঁরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আগামী ৩০ নভেম্বর জাদুসম্রাট জুনিয়র পি সি সরকার কন্যা মৌবনী সরকার সাত পাকে বাঁধা পড়তে চলেছেন।
  • শনিবার দুপুরে সরকার বাড়িতে মৌবনীর আইবুড়ো ভাতের আয়োজন করা হয়েছিল।
  • রুপোর থালায় সাজানো ভাত, পাঁচ রকম ভাজা।
Advertisement