সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাকিমা নীতু কাপুরের সঙ্গে বরাবর করিনার সুসম্পর্ক। কাপুরদের বিভিন্ন উৎসব-অনুষ্ঠানে নীতু-করিনার উষ্ণ রসায়ন নজর কাড়ে। কিন্তু 'খাই-খাই' অভ্যেসের জন্যে নীতুর কাছ থেকেই একবার জোর ধমক খেয়েছিলেন বেবো। ঠিক কী ঘটেছিল? নেটফ্লিক্সের নতুন শো 'ডাইনিং উইথ দ্য কাপুরস'-এ এবার সেকথা ফাঁস করলেন অভিনেত্রী।
করিনা তখন অন্তঃসত্ত্বা। পারিবারিক এক অনুষ্ঠানে করিনাকে একের পর এক 'বেকড' খাবার মুখে পুড়তে দেখেন নীতু। আর তাতেই রণবীরের মায়ের মেজাজ সপ্তমে চড়ে যায়! অতঃপর কন্যাসম বেবোকে শাসন করতেও পিছপা হননি নীতু। সংশ্লিষ্ট শোয়ে কাকিমার সঙ্গে কথোপকথনের মাঝে সেসব স্মৃতিচারণা করতে দেখা যায় বেবোকে। নীতুর উদ্দেশে করিনা বলেন, "আমি তখন অন্তঃসত্ত্বা। আমাকে প্রচুর পরিমাণে খেতে দেখে নীতু আন্টি জোর ধমক দিয়ে বলেন- এতগুলো খাবার কেন খাচ্ছো?" পালটা অন্তঃসত্ত্বা করিনা যখন যুক্তি দিয়ে বলেন, "আরে আমি তো গর্ভবতী, এটুকু তো খেতেই পারি।" সেকথা কানে তোলা তো দূরঅস্ত! সুর চড়িয়ে নীতু তাঁকে ধমক দিয়ে বলেন- "তুমি অন্তঃসত্ত্বা তো তাতে কী? এত খাবার খেও না।" তবে এই একবার নয়। বেশি খাওয়ার অভ্যেস নিয়ে একাধিকবার কাকিমার কাছ থেকে বকুনি খেয়েছেন করিনা।
'ডাইনিং উইথ দ্য কাপুরস'-এ এহেন নানা মজার ঘটনা ভাগ করে নিয়েছেন পরিবারের সদস্যরা। যেমন রণবীর কাপুর জানান তাঁর ঠাকুমার হাতে তৈরি অমৃততুল্য 'বেকড ম্যাক অ্যান্ড চিজ'-এর কথা। নীতু জানান, নৈশভোজের মেনুতে প্রায়ই এই পদটি রান্না হত তাঁদের বাড়িতে। ঠিক তখনই করিনা জানান যে গর্ভাবস্থায় এই পদটি একটু বেশিই খেতেন তিনি। তৎক্ষণাৎ পাশ থেকে টিপ্পনি কেটে বেবোর উদ্দেশে নীতু বলেন, 'আর কত খাবে তুমি?'
